পরাজয় যেখানে অবধারিত!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইদানিং আর বেশি রাত জেগে থাকি না। আমাকে সকাল ৭ টার সময় উঠতে হয় এইজন্যই রাত ১১ টার দিকেই ঘুমিয়ে পড়ি। এটা এখন আমার কাছেও বশ আশ্চর্যের যে আমি এতো দ্রুত ঘুমিয়ে যায়। একটা সময় ছিল যখন রাত একটার আগে আমি ঘুমানোর চিন্তা করতাম না। সবকিছুই পরিবর্তনশীল। সময়ের সাথে সবকিছুই পাল্টে যায়। দায়িত্ব মানুষের অভ্যাস পাল্টে দেয়। তো ঘটনা টা গতকাল রাতের। যথারীতি অফিস থেকে ফিরে আমি আগে গোসল করি এরপর রাতের খাবার খেয়ে কিছুক্ষণ ফোনে মনোনিবেশ করেই ঘুমিয়ে যায়। আমার রুমের বাকি যে দুইজন রয়েছে তারা দুজনেই আমার অনেক সিনিয়র। তাদের থেকে অন্তত একটা ম্যাচুরিটি আশা করা যায়। কিন্তু কোন কোন ক্ষেএে তারা খুবই বাচ্চাসূলভ আচরণ করে।
অন্যদিনের তুলনায় গতকালের কাহিনী টা ছিল ভিন্ন। কারণ গতকাল ছিল বাংলাদেশ ভারত ম্যাচ। ক্রিকেটের প্রতি এখন আর সেরকম আগ্রহ আমার নেই। সেখান থেকে ক্রিকেট আমার দেখা হয় খুবই কম। আর রাতে এখন ক্লান্তি টা লাগে অতিরিক্ত। যাইহোক গতকাল যথারীতি ঐ সময়েই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু তারপর শুরু হয় চিৎকার। যদিও সেই চিৎকার চলছিল সেই রাত ৯ টা থেকে। ভারতের একটা উইকেট যাচ্ছে আর চিল্লাচিল্লি করছে। আবার একটা যাচ্ছে একই কাজ করছে। রুমে অন্য কেউ থাকলে যে তার অবস্থা কী হচ্ছে সেদিকে তাদের লক্ষ্য নেই। আমার বেশ বিরক্তি লাগলেও আমি সেরকম কিছু বলছিলাম না। কারণ খেলার ব্যাপার টা আলাদা। আমার মনে আছে রিয়াল মাদ্রিদ যেদিন ম্যানসিটির বিপক্ষে অসাধারণ ক্যামব্যাক টা দেয় ঐ রাতে আমার চিল্লাচিল্লি যে পুরো বাড়ি জেগে গিয়েছিল হা হা।
এইজন্যই আমি আর খুব একটা কিছু মনে করলাম না। যখন দেখলাম না আর ঘুমানো যাবে না যতক্ষণ এই ম্যাচ চলছে। বাধ্য হয়ে আমিও ফোনে খেলাটা দেখা শুরু করলাম। বুমরাহ তখন বল করছে। বাংলাদেশের ব্যাটসম্যান রীতিমতো হিমশিম খাচ্ছে রুমরাহ এর বল খেলতে। গতির সাথে অসাধারণ সুইং। যেকোনো ব্যাটসম্যানের জন্য এটা খেলা বেশ কষ্টকর। এরপর আসলো কুলদ্বীপ ইয়াদব। কী অসাধারণ স্পিন করছিল। কুলদ্বীপের বল খেলতে গিয়েও অবস্থা খারাপ বাংলাদেশের ব্যাটসম্যানদের। একদিকে যখন শুধুমাত্র সাইফ দাঁড়িয়ে খেলছে। অন্যদিকে আসা যাওয়ার সেই মহড়া চলছে। কেউই পিচে দাঁড়িয়ে থাকতে পারছে না। কী এক্টা বাজে অবস্থা। আর এদের খেলা দেখে এরা এইরকম উচ্ছসিত ছিল। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ক্রমেই বাজে হয়ে যাচ্ছে।
এভাবে চলছিল। অবশেষে বাংলাদেশের নির্ধারিত ইনিংসের ৩ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট। কী এক্টা বাজে অবস্থা হয়ে গেল। সবমিলিয়ে বাংলাদেশের স্কোর বোর্ডে রান ১২৭। বাংলাদেশ পুরো ৪১ রানের ব্যবধানে হেরেছে। ভারতের স্কোর ২০০ হয়ে যেত কিন্তু সেটা হয়নি। অথচ বাংলাদেশ এই রান টাও করতে পারলো না। সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন বাদে বাংলাদেশের বাকি আর কোন ব্যাটসম্যানের রান দুই অংকের ঘরে যায়নি। কী বাজে অবস্থা। সবাই আউট হয়েছে সিঙ্গেল ডিজিটে। যতই ইনিংস এগিয়ে যাচ্ছিল আমার রুমের চিল্লাচিল্লি কমে আসছিল। আমার ইচ্ছা ছিল একবার বলেই দেয় যখন জানেন দিনশেষে তাদের সেই হার প্রাপ্য তখন এভাবে চিল্লাচিল্লি করেন কেন। কিন্তু পরবর্তীতে আর বললাম না। আজ আবার এমন অত্যাচার সহ্য করতে হবে। কারণ আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ যে জিতবে সেই ফাইনালে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1971124868952580397?t=0LEdRdwx1jGBosdt_SOpTQ&s=19
https://x.com/Emon423/status/1971125227204841685?t=nV0PZORxPFtGPt5e3u8YPA&s=19
https://x.com/Emon423/status/1971125373565108632?t=64GiMt2dIo6YX9gbm535pw&s=19