ম্যাচ জিতেও অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সাম্প্রতিক সময় টা মোটেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। বিশেষ করে ঘরের মাঠে বার্সেলোনা এবং এসি মিলানের সাথে ঐরকম পরাজয় ফ্যানরা মেনে নিতে পারেনি। গতকাল নিজেদের ঘরে মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল ওসাসুনার সাথে। ম্যাচে জয় পেলেও বেশ বড় একটা ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ২ জন ব্রাজিলিয়ান খেলোয়ার রদ্রিগো এবং এডার মিলিটাও মোটামুটি সিরিয়াস ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছে ম্যাচের ৩০ মিনিটের মধ্যে। অন্যদিকে লুকাস ভাজকেজও প্রথমার্ধ শেষে ইঞ্জুরির জন্য নামেনি। দলে ইতিমধ্যে চুয়োমিনি, কর্তোয়া, আলাবা, কার্ভাহাল ইঞ্জুরিতে রয়েছে। এরমধ্যে নতুন এই তিন ইঞ্জুরি বেশ ঝামেলায় ফেলবে রিয়াল মাদ্রিদ কে।
গতকাল নিজেদের ঘরের মাঠে ৪-৩-৩ ফর্মেশনে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ওসাসুনার ফর্মেশন ছিল ৪-১-২-৩। এইদিন অবশ্য ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলছিল মাদ্রিদ। বিশেষ করে মধ্যমাঠ টা বেশ গোছানো লাগছিল। ম্যাচের প্রথম থেকেই রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ করতে থাকে। যার ফলে প্রথম ১৪ মিনিটে ৬ টা কর্ণার কিক পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে গোলের সেরকম কোন সুযোগ তৈরি করতে পারছিল না রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের ৩৪ মিনিটে জুড বেলিংহাম এর অ্যাসিস্টে দারুণ এক গোল করে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের লিড এনে দেয়। এরপর বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি।
মাদ্রিদের হয়ে প্রথম মাঠে নামা রাউল অ্যাসেনসিও এর অসাধারণ অ্যাসিস্টে দারুণ এক গোল করে জুড বেলিংহাম। এবং মাদ্রিদকে ২-০ গোলের লিড এনে দেয়। রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজেনে এটা বেলিংহামের প্রথম গোল। প্রথমার্ধের খেলা এখানেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রিয়াল মাদ্রিদ আরও সাজানো ফুটবল খেলতে থাকে। একের পর পর পজেটিভ আক্রমণ করতে থাকে। ম্যাচের ৬১ মিনিটে রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রে লুনিন অসাধারণ একটা লং বল দেয়। এবং সেটা থেকে গোলকিপার কে ড্রিবলিং করে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তখন ঘরের মাঠে ৩-০ গোলে এগিয়ে। এর মাঝে আরও একটা সহজ সুযোগ ভিনিসিয়াস অবশ্য মিস করে।
ম্যাচর ৬৯ মিনিট। ওসাসুনা খেলোয়ার এর ভুলে বল পেয়ে যায় ব্রাহিম দিয়াজ। দিয়াজ বলটা বাড়িয়ে দেয় ভিনিসিয়াসের দিকে। বাকি কাজটা ভিনিসিয়াস খুব সহজেই করে ফেলে। ম্যাচে নিজের তৃতীয় গোল করে এই সিজেনের দ্বিতীয় হ্যাট্রিক তুলে নেয় ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদ তখন ৪-০ গোলে এগিয়ে। ম্যাচের বাকি সময়ে কিলিয়ান এমবাপ্পে অনেক চেষ্টা করেও কোন গোল করতে পারেনি। এইজন্য অবশ্য তাকে বেশ হতাশ মনে হয়েছে। ম্যাচ শেষে হলে পুরোপুরি তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্যদের থেকে এক ম্যাচ কম খেলে টেবিলের ২ এ অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে হ্যাট্রিক করে ৯.৮ রেটিং নিয়ে সেরা খেলোয়ার নির্বাচিত হয় ভিনিসিয়াস জুনিয়র।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.