৫৯০ দিন!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমার বাংলা ব্লগের সাথে আমার সম্পর্কটা অন্যরকম। আমি যে কথাগুলো কাউকে বলতে পারি না। কারো সাথে শেয়ার করতে পারি না। সেগুলো এখানে পোস্ট আকারে লিখে দেয়। ধরেন আপনি আপনার সবচাইতে পছন্দের মানুষকে ৫৯০ দিন অথবা তারও বেশি সময় দেখেন না। অর্থাৎ তার চেহারাটাই দেখেন না। তাহলে আপনার অনূভুতি টা ঠিক কেমন হবে। হ্যা এমনটা হয়েছে আমার সাথে। বরাবরই মেয়েদের থেকে দূরত্ব থাকা আমি চারবছর আগে হঠাৎই একজনকে পছন্দ করতে শুরু করি। যেহেতু ক্লাসমেট ছিল তার উপর বয়সেও সামান্য বড়। এবং ব্যাগড়া দেওয়ার মানুষের অভাব ছিল না। এইজন্য কখনোই আমাদের সম্পর্ক টা আর পাঁচটা স্বাভাবিক সম্পর্কের মতো এগিয়ে যায়নি। দিন যত যেতে থাকলো আমার প্রতি তার গুরুত্ব না থাকা এবং বিপরীতে তার প্রতি আমার ভালোবাসা বাড়তেই থাকলো।
একটা সময় গিয়ে আমি আমার শহর ছাড়লাম। যদিও আমাদের জেলা আলাদা ছিল। কিন্তু ওর কলেজটা আমার শহরে হওয়াই দেখা হতো। কিন্তু ঢাকা আসার পরে একের পর এক ঝড় আসতে শুরু করলো। ওর বাবা মারা গেল। ও নিজের অজান্তেই কয়েকটা ঝামেলায় জড়িয়ে গেল। আমাদের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেল। মাঝে আমি এমন কিছু জানতে পারি যেটার প্রত্যাশা আমি কোনদিনই করিনি। তারপর আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু তার কিছুদিন পরেই ও আমার সাথে যোগাযোগ করে। এবং বলে আমি যেটা শুনেছি সেটা সঠিক না। এরমধ্যে অনেক যদি কিন্তু আছে। ওর বিশ্বাস ছিল আমি ওকে বুঝব। হ্যা আমি বুঝেছিলাম। পুরো ঘটনায় ওর দোষ নেই। দোষ থাকতে পারে তবে আমার চোখে ওর কোন দোষ নেই।
তারপর দীর্ঘ ৭-৮ মাস যোগাযোগ নেই। ২০২৪ সালের ১৯ মে মানুষটাকে আমি শেষবার দেখেছিলাম। কিন্তু তারপর আর দেখা হয়নি। এরই মধ্যে আমি ঈদের ছুটি সহ বেশ কয়েকবার বাড়ি গিয়েছে। যখনই বাড়ি যেতাম আমার মনে হতো এই বুঝি ও আমার সাথে যোগাযোগ করে দেখা করবে। কিন্তু সেটা আর হতো না। বাড়িতে গেলে আরও বেশি করে ওর কথা আমার মনে পড়তো। গত কয়েকমাস মোটামুটি যোগাযোগ শুরু হয়। তবে সেটাও সবার আড়ালে ঐ মাসে একবার অথবা দুইবার। ডিসেম্বরে বাড়ি গিয়ে আমি নিজেই ওর সাথে যোগাযোগ করি কারণ আমাদের দেখা করার কথা ছিল। কিন্তু সেটাও হয়ে উঠে না। এখানে আমার নিজেরও দোষ ছিল সাথে তারও ছিল। ফলে আমার অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হয়। দীর্ঘ দেড় বছর ওকে দেখিনা।
গত সোমবর সকাল ১১ টার দিকে ও আমাকে ফোন দেয়। ওর এক বোনের ফোন থেকে আমাকে whatsapp এ ভিডিও কল করে। দীর্ঘ ৫৯০ দিন পরে আমি ওর চেহারা দেখি। তখন আমি রীতিমতো কাঁপছিলাম। আমার মধ্যে অন্যরকম এক অনূভুতি তৈরি হচ্ছিল। ও ঠিক আগের মতোই সুন্দর আছে। বলতে হয় আগের থেকে বেশি সুন্দর হয়েছে। আগের থেকে যদিও কিছুটা মোটা হয়ে গিয়েছে কিন্তু দেখতে সুন্দর লাগছে। মোটামুটি ৩০ মিনিট কথা বলেছিলাম আমরা। ঐ ৩০ মিনিট আমি ওর দিকে তাকিয়ে ছিলাম। গত ৫৯০ দিনে যত কথা জমে আছে সেটা বলতে শুরু করলে কিছু না হলেও ৬ মাস লাগবে তারপরও শেষ হবে না। এতদিন পরে ওকে দেখে ভালো লাগছিল। তারপর আমি অনূভব করলাম আমি ওকে এখনও সেই আগের মতোই ভালোবাসি হয়তোবা আগের থেকেও বেশি। ভালোবাসা ব্যাপার টা আপেক্ষিক। হয় আগের মতো থাকবে,না হয় আরও বাড়বে। l
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/i/status/2007361604623728662