ঝড়োয়া আবহাওয়া || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ28 days ago

আজ - শুক্রবার

২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ০৭, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

আসসালামুয়ালিকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে ইমন আজকে নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি
IMG_20240506_163822_530-01-01.jpeg

photography dv: infinix note 11 pro
edit by snapsheed
w3w

ফেসবুক স্ক্রল করতে, করতে দেখলাম ঢাকায় মনে হয় আজকেও বৃষ্টি হয়েছে। নিউজটা দেখে অনেক ভালো লাগলো তবে সিরাজগঞ্জে আজও কোন বৃষ্টি নাই । এখানে বেশ অনেকখানি ঝড়োয়া আবহাওয়া ছিল। একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের এই এলাকাতে বৃষ্টি না হলে ও আশেপাশের এলাকাতে বৃষ্টি হচ্ছে এই কথাটা ভেবে কারণ যদি নিয়মিত আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হয় তাহলে সব এলাকায় মোটামুটি ঠান্ডা হয়ে যাবে এবং আমরা এই বিরক্তিকর গরমের হাত থেকে রক্ষা পাব। আজকে তাও মোটামুটি আবহাওয়ার তাপমাত্রা অনেক কম । আমাদের এলাকাতে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়া উঠে যাওয়ার রেকর্ড ছিল তবে আজকে যেমন ঠান্ডা আবহাওয়া বয়ছে তেমনি আকাশটাও বেশ মেঘলা যার কারণে রোদের তাপ তেমন একটা নেই। আর সন্ধ্যা বেলাতে আমার এমন অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল যে মোটা কাপড় পড়তে হবে। বন্ধুরা আজকে হঠাৎ করে এসে বলল যে আজকের আবহাওয়া যেহেতু নরম এবং বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে সবাই মিলে মুড়ি খেলে বেশ দারুন হবে, তো আমাদের সবার মতামত চাইলে আমি তৎক্ষণাৎ হ্যা বলে দিলাম।

IMG_20240506_163650_615-01.jpeg

photography dv: infinix note 11 pro
edit by snapsheed
w3w

এর কারণ সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা রয়েছে আর এটাই হচ্ছে হোস্টেল লাইফের মজা। আপনাদের মাঝে যেই ছবিগুলো তুলে উপস্থাপন করেছি এই ছবিতে দেখতে পাচ্ছেন যে‌ মেঘলা আবহাওয়া আর প্রথম যেই ছবিটা রয়েছে এটাতে হয়তোবা লক্ষ্য করেছেন যে আশেপাশে ধুলিময় অঞ্চল। আসলে আমরা নদীর পাশে অবস্থান করছি এর কারণে নদীর আশপাশে প্রচুর পরিমাণে বালি রয়েছে আর আজকে যেহেতু দিনের অর্ধেক সময়ই বাতাস বয়ছিল তার কারণে নদীর আশপাশে যাওয়াটা একটু কষ্টকর হয়ে গেছিল। ওদিকে অতিরিক্ত বালি থাকার কারণে বালি গুলো বাতাসে উড়ছিল যার কারণে ওখানে চলাচল করতে বেশ সমস্যা হচ্ছিল মনে হয়, আমি তো ওখানে যায়নি তবে আমাদের এই বিল্ডিং এর ছাদ থেকে এই বিষয়টা লক্ষ্য করলাম। এই আগে অতিরিক্ত গরমের কারণে আমরা বন্ধুরা মিলে ছাদের উপরে অনেক রাত অতিবাহিত করেছি, আমি মিজান, তাসিনুল, সাজিদ এছাড়া অনেক বন্ধু রয়েছে যারা গভীর রাতে ছাদের উপরে গিয়ে সবাই মিলে বসে গল্প করতাম। আর এখানে বেডের ব্যবস্থা করেছি যদি বেশি রাত পর্যন্ত বিদ্যুৎ না আসতো সেই ক্ষেত্রে ওখানেই ঘুমিয়ে যেতাম।

IMG_20240506_163748_988-01-01.jpeg

photography dv: infinix note 11 pro
edit by snapsheed
w3w

এদিকে তেমন একটা বিদ্যুতের সমস্যা না হলেও ইদানিং দেখা যাচ্ছে যে বেশ ভালই লোডশেডিং হচ্ছে। মোটামুটি দুই তিন ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর সমস্যায় হয়। তবে আজকে একবারও বিদ্যুৎ যায়নি। আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় একটু ব্যতিক্রম ছিল কারণ প্রথমেই বললাম যে হয়তোবা আশেপাশের কোন একটা এলাকায় বৃষ্টি হয়েছে এর প্রভাব আমাদের অঞ্চলে পড়েছিল। এর কারণে বিকেলের শেষ দিকে আকাশটা হলুদ হয়ে গেছিল যেটা সাধারণত হালকা বৃষ্টিপাত হলে দেখা যায়, এই দৃশ্যগুলো উপভোগ করতে যেমন ভাল লাগে তেমনি এই মুহূর্তগুলোকে ফটোগ্রাফি করে মোবাইলের মধ্যে বন্দী করতেও অনেক ভালো লাগে। আজকে ফটোগ্রাফি করার সুযোগ পাইনি ইচ্ছা ছিল আজকে অনেকগুলো ফটোগ্রাফি করব তবে ঠান্ডা আবহাওয়ার কারণে মনে হলো একটা ঘুম দেয়া দরকার । কারণ রাতে আজকে অনেক জাগতে হবে আর শরীরটাও একটু ক্লান্ত লাগছিল ওই জন্য দুপুরের পর একটু ঘুমিয়ে গেছিলাম আর মোটামুটি বিকেলের পরে উঠেছি। যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা অনেক সুন্দর ভাবে উপভোগ করলাম বৃষ্টি না হলেও আমি চাই এমন ভাবেই একটু নরম আবহাওয়া থাকুক যার কারণে যারা বাইরে পরিশ্রম করে তাদের জন্য এটা অনেক মঙ্গলময় হবে।

IMG_20240506_163827_999-01.jpeg

photography dv: infinix note 11 pro
edit by snapsheed
w3w

আপনারা হয়তোবা এই ঝড়ো আবহাওয়া অথবা বৃষ্টির দিনে মুড়ি অথবা খিচুড়ি খেয়ে থাকবেন। আসলে এটা আমাদের বাংলাদেশের বাঙ্গালীদের ট্রেডিশনাল একটা খাবার যে বৃষ্টি হলেই খিচুড়ি অথবা মুড়ি মাখানো খাওয়াটা আমাদের একটা অভ্যাস বলা যায় । এটা সবার জন্য শ্রেয় কিনা আমি জানি না, তবে আমি এটা খেতে খুবই ভালোবাসি। আজকে যদি বন্ধুরা সবাই মিলে মুড়ি মাখিয়ে এই দিনটা সেলিব্রেট করি সেই ক্ষেত্রে অবশ্যই আমি সেই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, আপনারা চাইলেও এই দিনটা সেলিব্রেট করার জন্য এমন কিছু একটা করে স্মরণীয় করে রাখতে পারেন। যাইহোক অবশেষে স্বস্তির একটা নিশ্বাস নিতে পারছি কারণ দিন , দিন আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই বিরক্তিকর গরমের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি। অবশেষে মহান সৃষ্টিকর্তার রহমত হয়তোবা আমাদের উপরে পড়েছে। আশা করি এভাবেই আমরা এই গ্রীষ্মকালটা উদযাপন করে যাব এবং এর আসল মজাটা উপভোগ করব ইনশাল্লাহ। এখনো আকাশে মেঘ আছে যদি বৃষ্টি হয় তাহলে ভেজার ইচ্ছা আছে জানিনা বৃষ্টি হবে কিনা । তবে হলে অবশ্যই আমি অনেক খুশি হব। ধন্যবাদ সবাইকে আপনাদের এতক্ষণ পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 । আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 28 days ago 

আমাদের এখানেও দুইদিন ঝড়ো বাতাস বইছে। যদিও গতকাল বৃষ্টি হয়েছে হালকা। এর আগে চারিপাশে বৃষ্টি হওয়ায় পরিবেশ ঠান্ডা ছিল। এরকম পরিবেশ যেটা সবাই প্রত্যাশা করে। আপনাদের ওখানে সেই রকম আবহাওয়া বিরাজ করছে ভালো লাগলো জেনে। আকাশ সব জায়গায় মেঘলা সেই দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 27 days ago 

সব দিকে বৃষ্টি হওয়ার কারণে আজকে ধরণী যেন ঠান্ডা হয়ে গেল। যাক অবশ্যই বৃষ্টি পেলাম ।

 28 days ago 

ঢাকায় শিলা বৃষ্টি হয়েছিল।সত্যি কথা বলতে শিলা বৃষ্টি আমাদের কাম্য নয়।শহরে হলেও গ্রামের দিকে যেনো না হয়।এই শিলা বৃষ্টি সব ধরনের ফসল নষ্ট করে দেয়।এটা ঠিক বলেছেন আশেপাশে বৃষ্টি হলে চারিপাশের পরিবেশেও ঠান্ডা অনুভূত হয়।আপনাদের এলাকায় মেঘলা আবহাওয়া দেখে ভীষণ ভালো লাগলো। এমন ওয়েদার আমার ভীষণ পছন্দ। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 27 days ago 

হ্যাঁ এই বিষয়টা আমিও অনেকের কাছে শুনলাম যে ঢাকায় শিলা বৃষ্টি হয়েছে। তবে আমাদের দিকে স্বাভাবিক বৃষ্টি হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70771.68
ETH 3814.65
USDT 1.00
SBD 3.46