ভিডিওগ্রাফি: বিড়ালের বাচ্চার খুনসুটি।|| It's playing time 😻
বিড়ালের বাচ্চার খুনসুটি |
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। ইদানিং বিড়াল আমার ভীষণ ভালো লাগে, প্রায়শই চেষ্টা করি বিড়ালের আশেপাশে গিয়ে ছবি তোলার। আমার এক নিকট আত্মীয়ের বাড়িতে বেশ কিছু বিড়াল রয়েছে, তারা খুব যত্ন সহকারে তাদের পালন করে থাকেন।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
গত কিছুদিন আগে তাদের চারটি বিড়ালের বাচ্চা জন্ম নিয়েছে। তাদের বাচ্চাগুলো দেখে এতোটাই ভালো লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারা এদের দেখে ভীষণ খুশি হয়েছিল এবং ইয়ান এদের কোলে তুলে নেয়।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমি বাচ্চাগুলোর ভিডিও করার চেষ্টা করি, ওদের খুনসুটি আমাকে আনন্দ দেয়। ভিডিও করার সময় আমি নিজে ভিডিও করবো নাকি ওদের খুনসুটি দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। যাইহোক চেষ্টা করলাম ভিডিও করার, আশাকরি আপনাদের ভাল লাগবে। তো চলুন দেখে নেয়া যাক আজকের ভিডিওটি।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভালো লেগেছে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আজকের টাস্ক
https://x.com/emranhasan1989/status/1869485610303721876?t=8UxarQvoPv6ybZGw_LY5sw&s=19
অনেক কিউট লাগছে সবগুলো বিড়ালের বাচ্চাকে দেখতে। তাদের খুনসুটির মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে আপনি ক্যাপচার করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার আজকের ক্যাপচার করা ভিডিওগ্রাফি টা দেখে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ভিডিওগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
বিড়ালের ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো।সত্যি বিড়াল গুলোকে অনেক কিউট লেগেছে। বিড়ালের খুনসুটি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভিডিওটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিড়াল গুলো দেখতে অনেক কিউট। এর আগেও আপনার পোস্ট এর মাধ্যমে এদের ভিডিওগ্রাফি দেখেছিলাম। আজকে বিড়াল গুলোর খুনসুটির ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
এর আগেও একবার এই ধরনের বিড়ালের ভিডিওগ্রাফি দেখছি।বিড়াল গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই।যে কেউ দেখলে মুগ্ধ হবে।আপনি তাদের খুনসুটির দারুণ ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
এর আগেও আপনার শেয়ার করা বিড়ালের বাচ্চাদের ভিডিও টি দেখেছিলাম। আজ তাদের খুনসুটির ভিডিওটিও দেখতে বেশ সুন্দর লাগছে। আমার আবার বিড়াল দূর থেকে দেখতেই ভালো লাগে। পালার শখ হয় না। বেশ কিউট লাগছে বিড়ালের বাচ্চাগুলোকে।
আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কিউট দুইটি বিড়ালের বাচ্চার খুনসুটি দেখতে পেলাম। এই ধরনের বিড়াল গুলো দেখলে হাতে নিয়ে আদর করতে ইচ্ছে করে। গত পোস্টের মাধ্যমে অনেকগুলো বিড়াল দেখেছিলাম। যাইহোক এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই