আমার ভিডিওগ্রাফি: বিড়ালের কিউট চার বাচ্চা।||videography: Cute four kittens. $PUSS (Part 1)
বিড়ালের কিউট চার বাচ্চা |
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
আপনারা হয়তো অনেকেই জানেন বিড়াল আমি ভীষণ পছন্দ করি এবং প্রতিনিয়ত চেষ্টা করি যেখানেই বিড়াল দেখি তাদের চমৎকার কার্যকলাপ ছবি কিংবা ভিডিও আকারে সংগ্রহ করতে। আসলে কাজটা করি ভীষণ ভালো লাগা থেকে। আমার স্ত্রীর বড় বোন বেশ কিছু বিড়াল পালন করেন এবং অধিকাংশ পার্সিয়ান জাতের। তাদের বাসা আমাদের কাছাকাছি থাকায় প্রায়শই বিড়াল গুলোর সাথে দেখা হয়। আমার মেয়ে ইলমা বিড়াল পালার জন্য ভীষণ জেদ করলেও, রক্ষণাবেক্ষণের ঝামেলার কারনে আমি বাসায় বিড়াল রাখতে পারছি না।
আমি নিজে ভীষণ ব্যস্ত থাকি আর আমার স্ত্রী বাচ্চাদের নিয়ে সারাক্ষণ ব্যাস্ত, এখন বিড়াল আনলে তাকে আলাদাভাবে দেখভাল করতে হবে তাই আর বিড়াল পালা সম্ভব হচ্ছে না।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
তবে আমার মেয়ে ইলমা নাছোড়বান্দা, সে প্রতিনিয়ত জেদ করে। এরপর তাকে অন্যভাবে বুঝিয়ে বলেছি। ইলমাকে বলা হয়েছে যখন তুমি নিজে তোমার খেয়াল রাখতে পারবে, নিজের সবগুলো কাজ করতে পারবে এবং একটি বিড়াল পালনের মতো দক্ষতা আর সামর্থ্য অর্জন করবে তখন তোমাকে একটি সুন্দর বিড়াল উপহার দেয়া হবে। আমার কথাটা এবার আমার মেয়ের পছন্দ হয়েছে, তাই সে এখন আর জেদ করে না এবং নিজেকে প্রতিনিয়ত গুছিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
যাইহোক এবার আসি মূল কথায় আমার স্ত্রীর বড় বোনের বাসায় আনন্দের বন্যা কারন তাদের বিড়ালের চারটি কিউট বাচ্চা হয়েছে। এরফলে তাদের বাসায় আমাদের ঘন ঘন যাওয়া হয় কারন ইলমা আর ইয়ানকে সামলাতে পারি না।
আজকে সেই বিড়ালের বাচ্চাদের দুধ খাওয়ার ভিডিও করেছি। আশাকরি আপনাদের ভালো লাগবে, তো চলুন দেখে নেয়া যাক আজকের ভিডিওটি। পরের পর্বে বিড়ালের বাচ্চাদের খুনসুটির ভিডিও দেবো ইনশাআল্লাহ।
পরিশেষ
আশাকরি আমার আজকের ভিডিও আপনাদের বেশ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
https://x.com/emranhasan1989/status/1866920600993952002?t=845j06Ia9Dc_6-yDC4c63Q&s=19
বিড়াল গুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। বিড়াল এর প্রতি আমার ও একটু দুর্বলতা রয়েছে। বিড়াল দেখলে আদর করতে ইচ্ছে করে। বাসায় বিড়াল না রেখে ভালো করেছেন। সারাক্ষণ ইলমা আর ইয়ান বাবু বিড়াল নিয়ে দুষ্টামি করবে। চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ওয়াও বিড়াল গুলো দেখতে মাশাল্লাহ অনেক কিউট। আপনার বিড়ালের ভিডিওগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম। বিড়াল গুলো আমার অনেক পছন্দ হয়েছে ভাই। যাইহোক আপনার ভিডিওগ্রাফি দারুণ ভাবে আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাচ্চা বিড়াল গুলি নিয়ে মা বিড়াল খুব আনন্দে আছে বোঝাই যাচ্ছে। আপনার ভিডিওটি ভালো করে দেখলাম। দারুন সুন্দর ভিডিওগ্রাফি করেছেন ভাই। বেড়াল আমার কাছেও খুব কিউট লাগে। আর শিশুগুলি কত সুন্দর মায়ের কোলে বসে রয়েছে। দারুন সুন্দর একটি ভিডিও আপনি শেয়ার করেছেন।
কি কিউট কিউট সব বিড়াল ছানা ভাইয়া।সময়ের কারণে আপনি এই বিড়াল পুষছেন না সত্যি অনেক যত্ন করতে হয় এসব বিড়ালের। বিড়াল ছানার দুধ খাওয়ার দৃশ্য টি অসাধারণ সুন্দর হয়েছে ভাইয়া।আপনার বোনের বাসায় তো দেখছি দারুণ বিড়ল ও বিড়ালের বাচ্চা হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর বিড়ালের দুধ খাওয়ার ভিডিও টি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
বিড়াল দূর থেকে দেখতেই আমার ভাল লাগে। কিন্তু পালন করার কথা চিন্তাই করতে পারি না। কারন অনেক ঝামেলা এই বিড়াল পালা।যাইহোক বেশ সুন্দর ভিডিও করেছেন বিরালের বাচ্চাদের। আর বিড়া্গুলের বাচ্চাগুলো দেখতে বেশ কিউট। বেশ সুন্দর ভিডিওগ্রাফি করেছেন বিড়ালের। ধন্যবাদ পোস্টতি শেয়ার করার জন্য।
বিড়ালের বাচ্চা গুলো দেখতে অনেক কিউট। বিড়ালের প্রতি আমার অনেক দুর্বলতা আছে ভাই আমি বিড়াল পালতে অনেক পছন্দ করি। আমার নিজেরও কিছু বিড়াল ছিল কিন্তু পরিবেশ আর পরিস্থিতি তাদের কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। বিড়ালের বাচ্চা গুলোও দেখতে কিন্তু মাশআল্লাহ অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি ধারণ করেছেন। ফিজিওগ্রাফির সাথে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।