আমার ভিডিওগ্রাফি: ছোট্ট পিঁপড়ে। || Videography of small ant 🐜
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আসলে আমি পোকামাকড় ভীষণ পছন্দ করি, প্রতিনিয়ত এদের কার্যক্রম আমাকে আনন্দ দেয়। ঠিক সেই কারনে সবসময়ই চেষ্টা করে যাচ্ছি পোকামাকড়ের ছবি কিংবা ভিডিও করার।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমার ছাদ বাগানে পিঁপড়ের অভাব নেই, সারাক্ষণ গাছপালার চারি পাশে ঘুরঘুর করতে থাকে। এমনকি আমার গাছগুলো খেয়ে সাবাড় করে দিচ্ছে। মাঝে মাঝে বাধ্য হয়ে পিঁপড়ের ঔষধ দেই। তবুও কয়েকদিন পর আবারো তাদের উপদ্রব বেড়ে যায়।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
যাইহোক আমি চেষ্টা করলাম ছোট্ট প্রাণীটির ভিডিওগ্রাফি করার। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেয়া যাক আজকের ভিডিওটি।
পরিশেষ
আশাকরি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
শুভরাত্রি।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
প্রমোশন
আজ সুপার ওয়াক এ ১৪ হাজার স্টেপ হেঁটেছি কিন্তু সময়মতো ছবি নিতে ভুলে গেছি 😃
ছোট্ট পিঁপড়েটি পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভিডিওগ্রাফিটি আপনি দারুন যত্ন করে তুলেছেন ভাই। এমন সুন্দর পিঁপড়ের চলন দেখতে বেশ ভালো লাগে। আসলে পিঁপড়েরা খুব শৃঙ্খলাবদ্ধ চলনে অভ্যস্ত। আমাদের দেখে অনেক কিছু শেখবার আছে তাদের থেকে।
ছোট্ট পিঁপড়ের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন। ছোট্ট পিঁপড়ে হলে কি হবে একবার কামড়ে দিলে বেশ কিছু দিন মনে থাকে। আপনার এধরনের পোকামাকড় এর ভিডিওগ্রাফি সব সময়ই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল।
বাহ চমৎকার ভিডিওগ্রাফি। আসলেই ভাই ছাদ বাগান গুলোতে এরকম পিঁপড়া গুলোর অভাব থাকে না। গাছের পাতা এবং ফুলগুলোকে খেয়ে ফুটো ফুটো করে দেয়।ফুল এবং পাতায় অবস্থানরত পিঁপড়ার সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করেছেন। চমৎকার একটি মিউজিক অ্যাড করে মনোমুগ্ধকর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/emranhasan1989/status/1872000174203220320?t=0HPyvXX9F-Nip7tYqmsbyg&s=19
বাহ্ আপনি অনেক সুন্দর একটি পিঁপড়ের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার ভিডিওগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন আপনি দেখে বেশ ভালো লাগলো। আপনার ভিডিওগ্ৰাফিটি দেখে মনে হচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওগ্ৰাফিটি করেছেন। আসলে সময় দিয়ে ধৈর্য ধরে কোন কিছু করলে অনেক বেশি সুন্দর হয়। এতো সুন্দর একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুন্দর ভিডিওগ্রাফি করছেন তো ছোট্ট পিঁপড়ের। আসলে এই পিঁপড়ে অনেক ছোট। তবে এই ছোট্ট পিঁপড়ে গুলো সব জায়গাতে অনেক দেখা যায়। আসলে এই ছোট্ট পিঁপড়ে গুলো ভিডিওগ্রাফি করতে হলে ধৈর্য ধরে করতে হয়। ভালো লাগলো আপনার ছোট্ট পিঁপড়ে ভিডিওগ্রাফি দেখে।
ভাইয়া আপনি ছোট্ট পিঁপড়ের ভিডিওটি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সত্যি কথা বলতে এ ধরনের ছোট পিঁপড়ের সাথে নিজেকে ও এদিক ওদিক চোখ রাখতে হয়।কারন এরা সুস্থ থাকে না এক সেকেন্ড ও।ভালো লাগলো ভিডিওগ্রাফিটি।