You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ আচরণ ]

in আমার বাংলা ব্লগ4 years ago

হাফিজ ভাই আপনার আজকের পোস্টটি পড়ছিলাম আর নিজের বেশ কিছু অতীত সামনে এসে গেছে। যেখানে হোস্টেলে ৫০ জন মানুষের মধ্যে মাত্র দুজন আমরা সিগারেট কখনো স্পর্শ করনি তবে এরজন্য অপমান আর অপদস্থ কম হতে হয়নি। দ্বিতীয়ত তাস খেলায় যখন পুরো হোস্টেল মেতে থাকতো তখন হয়তো আমি কোন কিছু ভেঙে নতুন কিছু তৈরি করার চেষ্টা করতাম। আর জীবনে এই পর্যায়ে এসে অন্যায় করতে পারলাম না বিধায় চাকরি ছাড়তে বাধ্য হলাম। যাক আমি যত কষ্ট হোক আমার অবস্থানে শক্ত রয়েছি। কখনো পা পিছলে পড়ে গেলে বিশ্বাস রয়েছে হয়ত কিছু ভালো মানুষ পাশে এসে দাড়াবে নয়তো সুধরে দেবে ভুলটা।
গল্পের নাম আবল তাবল হলেও বাস্তবে এর অস্তিত্ব সবল।