You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৫

in আমার বাংলা ব্লগ19 days ago

জীবন চলছে নদীর স্রোতের মতো,
কোথায় যাচ্ছে, কিছুই জানি না তো।
আলো-ছায়ায় ভরা এ পথের খেলা,
স্বপ্নের মতো সব, ধরা দেয় না।

জীবন চলছে জীবনের গতিতে
কখনো হাসি, কখনোবা কান্নার অশ্রুতে।
ঝিকিমিকি তারা জ্বলে রাতের আঁধারে
হাতটা ধরেনি কেউ ভালোবাসার আদরে।