আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আজকের অনু কবিতা:
জীবন চলছে নদীর স্রোতের মতো,
কোথায় যাচ্ছে, কিছুই জানি না তো।
আলো-ছায়ায় ভরা এ পথের খেলা,
স্বপ্নের মতো সব, ধরা দেয় না।
লেখক:
লেখকের অনুভূতি:
জীবনের এই প্রবাহ অজানা, তবু স্বপ্নের পথে এগিয়ে চলার এক অসীম অনিশ্চয়তার গল্প।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবন চলে মেঘের মতো,
কোথায় যাবে, কেউ জানে না তো।
দূরের আকাশে রঙের খেলা,
স্বপ্নের মতো, ধরা দেয় না কিছুই।
যতই হাঁটো, ততই কাঁটা,
পথের শেষে কিছুই পাওয়া যায় না।
তবুও হেঁটে চলি, নির্ভীক মনে,
ভবিষ্যতের দিকে চোখ রাখা যায় না।
চোখের জলে, স্মৃতির রেখা,
মাঝে মাঝে হৃদয়ে শূন্যতা থাকে।
কিন্তু এ জীবন, আকাশের মতো,
সীমাহীন, বিস্ময়ের গল্প লেখা থাকে।
পথের মোড়ে মোড়ে কতই না বাঁকা,
কখনো হাসি, কখনো হাহাকার।
তবুও আশা ছেড়ে না, কখনো,
যতদূর যাওয়া যায়, ততদূর চলে যাব।
দারুন হয়েছে আপু।
আসলেই আন্টি জীবন মেঘের মতো চলে জীবনের গন্তব্য কোথায় সেটা কেউই বলতে পারেনা। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো।
অজানা কোন এক গন্তব্যে, একলা পা বাড়াই।
চারিদিকে মরীচিকা কেউ পাশে নাই।
তবু এই সংগ্রামী জীবন চলছে দুরন্তর।
মুখে হাসি বুকে বল নিয়ে চলবে চিরন্তর।
ওয়াও অনেক সুন্দর লিখেছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো। মানুষের পুরো জীবনটাই সংগ্রামের হয়।
ভালো লিখেছো।
💞💞🪷
স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকে
চলতে হয় অজানা নদীর বাঁকে
মুহুর্ত যত জড়িয়ে যায় পায়ে
জীবন থামে না অন্য কোন দায়ে
জীবন যেথায় শূন্য পারাপার
স্বপ্ন সুধায় অনন্ত সুখ বুঝি তার?
নাম শুনিনি, গ্রাম জানিনা
আগামী সব বড্ড অচেনা।
অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে খুব ভালো লাগলো দিদি।
ভেবেছিলাম ভোরে আলো,
দিলাম দেখে ছুট।
কাছে গিয়ে বুঝতে পারলাম,
পুরোটাই ঝুট।
আবার করলাম নতুন শুরু,
পেলাম নতুন দিশা।
যাচ্ছি আমি সে পথে, কারন
জীবন মানেই আশা।
জীবন চলছে কোন অজানায়
কোথায় যাচ্ছে কোন পথে থামছে
কোন গন্তব্যে ছুটছে,
তা তো নেই জানা।
সংগ্রামী জীবনে সুখ দুঃখ নিয়ে
এই পথ চলা
স্বপ্ন দেখতে নেই মানা,
চলছি দুর দুরান্তে ,
জানিনা ভাগ্যে কি আছে,
তবুও এক বুক আশা নিয়ে
বেঁচে আছি জীবনের তরে ।
আসলে জীবনের গন্তব্য খুঁজে পাওয়াটা কঠিন ব্যাপার। অনেক সুন্দর হয়েছে আপু।
জন কোলাহলে শহর নগরী আজ ব্যস্ত।
স্বপ্নের চলছে বেচাকেনা এ শহরে।
কারো স্বপ্ন ভাঙছে আবার কেউ কেউ গড়ছে।
কেউ কেউ আবার দুঃখের অনলে পুড়ছে।
জীবন চলছে জীবনের গতিতে
কখনো হাসি, কখনোবা কান্নার অশ্রুতে।
ঝিকিমিকি তারা জ্বলে রাতের আঁধারে
হাতটা ধরেনি কেউ ভালোবাসার আদরে।