শিক্ষামূলকঃ পর্ব ০৭ || ফ্যানবেইস কি, কেন, সুবিধা, অসুবিধা ও কিভাবে করবেন (Fanbase automation in steem)[10% ben. @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।

আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করি তাহলে অনেকেই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি শিক্ষামুলক নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন। আজকে আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এটিও একটি বেসিক টিউটোরিয়াল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্যানবেইস। তো চলুন শুরু করা যাক।

Thumbnails.jpg
Line Break Steem.png

পর্ব ০৭: ফ্যানবেইস কি, কেন, সুবিধা, অসুবিধা ও করার নিয়ম

Line Break Steem.png

ফ্যানবেইস(Fanbase) কিঃ

আপনারা যারা আমার কিউরেশন ট্রেইলের পোষ্টটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে, স্বয়ংক্রিয়ভাবে আমরা চাইলে যেকোন কিউরেটর কে ফলো করতে পারি এবং সেই কিউরেটরের দেওয়া পোস্টগুলোতে আমরাও ভোট দিতে পারি। আর ফ্যানবেইস হচ্ছে অনেকটা একই রকম ধারণা যেখানে আপনার ভালোলাগা মানুষগুলোকে আপনি ফলো করবেন যাদের পোস্টে আপনার স্বয়ংক্রিয় ভোট পড়বে।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

ফ্যানবেইস কেনঃ

আমরা যারা স্টিমিট-এ কাজ করি তারা অনেকেরই পোস্ট খুব পছন্দ করি বা আমরা এরকম অনেককে চিনি যারা খুব ভালো ভালো পোস্ট করে থাকেন সবসময়। তাই তাদের পোস্টে আমরা সবসময় ভোট দিতে চাই। কিন্তু এই কাজটি সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ তারা কখন পোস্ট করছেন, কি বিষয়ের উপর পোস্ট করছেন সেগুলোকে খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর ও সময়সাপেক্ষ। বিশেষ করে যারা অনেককেই পছন্দ করেন তাদের জন্য অনেক কষ্টকর হবে তাদের পোস্টগুলোতে গিয়ে গিয়ে ভোট দেওয়া। তাই আপনি চাইলে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে আপনার ফ্যানবেইস করে রাখতে পারেন যাঁদের পোস্টে স্বয়ংক্রিয়ভাবে আপনার ভোট পড়বে।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

ফ্যানবেইস এর সুবিধাঃ

এখানে সুবিধা হচ্ছে আপনি যাদেরকে ভোট দিতে চাচ্ছেন তাদের পোস্ট কখন আসছে তা আপনাকে খুজতে হচ্ছেনা, যখনই পোস্ট করবে তখনই আপনার ভোট স্বয়ংক্রিয়ভাবে ঐ সকল ব্যক্তিদের পোস্টে পড়ে যাবে তাই আপনার অনেক সময় সাশ্রয় হবে। এবং আপনি আপনার পছন্দের মানুষ গুলোকে সব সময় ভোট দিতে পারবেন, কোন মিস হবেনা।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

ফ্যানবেইস এর অসুবিধাঃ

এক্ষেত্রে একটি বড় অসুবিধা হচ্ছে আপনি যাদেরকে ভোট দিতে যাচ্ছেন তারা কি ধরনের পোস্ট করেছে সেটি আপনি দেখতে পারছেন না এবং না দেখেই ভোট পড়ে যাচ্ছে। তাই অনেক সময় হয়তোবা কম কোয়ালিটির পোস্ট থাকতে পারে যেখানে আপনার ভোট পড়ে যেতে পারে।

এজন্য যারা ফ্যানবেইজ করবেন তাদের উচিত এমন মানুষগুলোকে ফ্যানবেইজ করা যারা কোন স্প্যামিং করেন না, সবসময় চেষ্টা ও সময় দিয়ে ভাল ও ইউনিক কনটেন্ট আপ্লোড করেন। অন্যথায় এই স্বয়ংক্রিয় পদ্ধতিটি খুব বাজেভাবে ব্যবহৃত হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

কিভাবে ফ্যানবেইজ করবেনঃ

এই কাজটিও আগের কিউরেশন ট্রেইলের মত একই রকম এবং একই ওয়েবসাইট থেকে আপনাকে করতে হবে। আগের ওয়েবসাইটে https://worldofxpilar.com গেলে আপনি ড্যাশবোর্ডে ট্রেইলের পাশে একটি ফ্যানবেইস (Fanbase) লেখা দেখতে পারবেন এবং সেই ফ্যানবেইস লেখাটির উপরে ক্লিক করবেন।

1.png

দ্রষ্টব্যঃ যারা এখানে লগ ইন করার সময় একটিভ কী চায় তারা প্রথমে পোস্টিং কী দিয়ে লগ ইন করবেন। পরে এক্টিভ কী চাওয়ার সময় সে একটিভ কী টি সরাসরি না দিয়ে কী-চেইনের মাধ্যমে দিবেন। কী-চেইন নিরাপদ কিন্তু এই সাইট নিরাপদ নাও হতে পারে তাই সরাসরি একটিভ কী কখনো দিবেন না।

এখন আপনি যাকে ফ্যানবেইজ করবেন তার ইউজারনেম টি টাইপ করুন।

2.png

যেমন ধরুন আমি @shuvo35 ভাইকে ফ্যানবেইস -এ রাখতে চাচ্ছি তাহলে উনার নামটি টাইপ করছি।

আর নাম চেপে enter চাপার সাথে সাথে উনি আমার ফ্যানবেইস লিস্টে চলে এসেছেন।

3.png

এখানে কয়েকটি সেটিং রয়েছে যে সেটিং গুলো সম্বন্ধে একটু আলোচনা করা দরকার।

  • (Follower) ফলোয়ারঃ মানে ওনাকে(@shuvo35 ভাইকে) এরকম কতজন ফলো করেছে।
  • (Weight) ওয়েটঃ আমি উনার পোস্টে কত পার্সেন্ট ভোট দিতে চাই।
  • (Wait Time) ওয়েট টাইমঃ উনি পোস্ট করার কতক্ষন পরে আমি ভোট দিতে চাই।
  • (Day Limit) ডে লিমিটঃ প্রতিদিন আমি উনার সর্বোচ্চ কয়টি পোস্টে ভোট দিতে চাই।
  • (Status) স্টেটাসঃ এই সয়ংক্রিয় ভোটিং কি এখন চালু আছে নাকি বন্ধ আছে।
  • (Setting) সেটিংঃ সেটিং বাটন এ ক্লিক করে আমি উপরের যেই সেটিংস গুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারব এবং পাশে ক্রস বাটনে ক্লিক করলে উনাকে ফ্যানবেজ থেকে বাতিল করতে পারব।

4.png

সেটিং বাটনে একবার ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংটা পরিবর্তন করতে পারবেন।

সেটিং অপশনে আপনার তিনটি সেটিং দেখতে পাচ্ছেন যা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ Weight, Time to wait, Daily Limit, and Status। এগুলো আপনি ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন। যেমন আমি 75 শতাংশ ভোট, পোস্ট করার 5 মিনিট পর এবং দিনে সর্বোচ্চ একটি পোস্টে এরকম অটো ভোট দেওয়ার জন্য নির্বাচন করে সেটিং এ ক্লিক করাতে সেটিংটি অটোমেটিক আপডেট হয়ে গেছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন।

6.png

শেষকথাঃ

পরিশেষে বলতে চাই এটি একটি স্বয়ংক্রিয় সার্ভিস এবং এটি আপনার সময় অনেক সাশ্রয় করে দিবে। তবে অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কারণ আপনি যদি নিয়মিত দশজনকে ফ্যানবেইস করে রাখেন তাহলে আপনার বন্ধু দশজনের পোস্টেই আমার ভোট যাবে সবসময়। এতটুকু ঠিক আছে কিন্তু সেই বন্ধুগুলো যদি সবসময় ভালো কোয়ালিটির পোস্ট না করে থাকে তাহলে কম কোয়ালিটির পোস্ট নিয়মিত কিউরেট করার কারনে এটি এক ধরনের স্প্যামিং হিসেবে গণ্য হবে। তাই স্বয়ংক্রিয় সার্ভিস ব্যবহার করার ক্ষেত্রে সাবধান থাকবেন। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা। শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।**
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন

Line Break Steem.png

এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

আসলে ভালো খারাপ সব সময় থাকবে। তবে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে আগে ইউজার এর সম্পর্কে, যাতে আমার ভোটটি কার্যকর হয়।

যারা ফ্যানবেইস সম্পর্কে আগে থেকে জানতো, এখন এটা তাদের জন্য সহজ হয়ে যাবে এবং প্রয়োজনে কাউকে ফলো করতে পারবে। ধন্যবাদ ভাই আরো একটি সুন্দর টিউটোরিয়ার ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

এটা যেহেতু স্বয়ংক্রিয় পদ্ধতি তাই আমাদের অনেক বেশি নিশ্চিত হয়ে তারপরেই কাউকে ফ্যানবেইজে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ খুব সুন্দর ভাই। স্টিমের আর একটি অজানা জিনিস জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনার দেখানো পথে ফ‍্যানবেস এই প্রসেসটা সেট করব। এইরকম অজানা টিউটোরিয়াল গুলো শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।

 3 years ago 

আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে বেসিক বিষয়গুলোকে সবার মাঝে শেয়ার করতে যাতে করে যারা জানেনা তারা এই বিষয়টি সহজেই শিখে নিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এবং চেষ্টা করবেন যারা ভাল কনটেন্ট তৈরি করে তাদেরকে ফ্যানবেজ রাখতে যাতে করে আপনার ভোটগুলি ভাল ভাল পোস্টে যায়

 3 years ago 

জী অবশ্যই। ধন্যবাদ।

 3 years ago 

আপনার পোস্টগুলি চমৎকার হচ্ছে। প্রত্যেকটা পোস্ট থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারছি ভাই একটা প্রশ্ন ছিল। ধরেন আমি @rme দাদাকে ফলো করলাম। তাহলে তার পোস্ট এর সঙ্গে সঙ্গেই যদি আমার ভোট পড়ে। তাহলে আমি কি কিউরেশোন রিওয়ার্ড পাবো? কারণ আমি যতদূর জানি কোন পোস্টে ভোট পড়ার 5 মিনিটের ভিতরে যদি ওই পোস্টে অন্য কেউ ভোট দেয় তাহলে সে কিউরেশন রিওয়ার্ড এর একটি অংশ পায়। এটা কি সঠিক?

 3 years ago 

আপনি ৫ মিনিট সেট করে দিন। তাহলে রিওয়ার্ড কম পাওয়ার সম্ভাবনা কম থাকবে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

স্বাগতম আপনাকে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার এই সুন্দরতম পোস্ট থেকে ফ্যানবেজ সম্পর্কে সঠিক ধারণা পেলাম। এই ফ্যানবেজ আমাদের উপকারে আসবে বলে আমি মনে করি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এটা আমাদের অনেক উপকারে আসতে পারে এবং আমরা আমাদের সময় অনেকটাই বাঁচিয়ে দিতে পারে যারা কিনা ভোট দিতে চায়।

 3 years ago 

অনেক তর্থ ভিঠিক ও শিক্ষনীয়। অনেক কিছুই নতুন করে শিখলাম।আপনার পোস্ট টি দ্বারা সকলেই উপকৃত হবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ এবং আমিও আশা করছি এখান থেকে অনেকেই উপকৃত হতে পারবে

 3 years ago 

ফ্যানবেইস এর বিষয়টি এবং তথ্যগুলো আমি প্রথম বার জানলাম আপনার এই সুন্দর টিউটোরিয়ালটি পড়ে, অনেক ভালো টিউটোরিয়াল এটি। আমার জন্য ভালো হয়েছে, এখন এটা ফলো করতে পারবো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ওয়ালেট এ তো বেশ ভালই পাওয়ার হয়েছে তো আপনি চাইলে যারা যারা ভাল পোস্ট করেন তাদেরকে ফ্যানবেইজ করে রাখতে পারেন এতে করে আপনার অনেক সময় বেচে যাবে এবং অটোমেটিক আপনার ভোট পড়তে থাকবে।

 3 years ago 

নতুন আরেকটি শিক্ষামূলক পোস্ট দেখতে পেলাম।ফ্যানবেজ সম্পর্কে ভালো ধারনা দিয়েছেন ভাইয়া।ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এবং আপনি ভালো ধারনা পেয়েছেন সেজন্য অনেক ভালো লাগছে

অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। অজানা তথ্যগুলো আপনার থেকে যানা যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাদের মাঝে অজানা বিষয় গুলো শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও নতুন জিনিস শেখাতে পেরেছি এজন্য ভালো লাগছে এবং ভবিষ্যতেও চেষ্টা অব্যাহত থাকবে

ভাইয়া আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। আমি আপনার প্রতিটা পোষ্ট থেকে নতুন নতুন বিষয় শিখতে পারছি। আজকের যে বিষয়টা শেয়ার করলেন।এটা আমি আগে জানতাম না। এভাবেই নতুন নতুন বিষয় আমাদেরকে জানাতে থাকেন। শুভ কামনা রইল।

 3 years ago 

নতুন বিষয়গুলো শেয়ার করছি যাতে যারা জানে না বিষয়টা তারা যাতে সহজেই শিখতে পারে। আপনি উপকৃত হয়েছেন জেনে অনেক ভালো লাগছে।

 3 years ago 

বাগুস সেকালি পোস্টিংদান দান ক্যান্টিক মন্তপ বেনার দেহ
সায়া সুকা সেকালি দেঙ্গান আদান আদানিয়া ফাসিলিতাস ইয়াং সংক্ষিপ্তেদিয়া পদ সাত ইতু জুগা আকান মেঞ্জাদি কেনিয়াতান ইয়াং তেরজাদি দালাম হিডুপ ইনি। সেমোগা বারম্যানফাত বাগি কিতা সেমুয়া
তেরিমাকাসিহ 😂

 3 years ago 

দয়া করে আপনি বাংলায় মন্তব্য করুন

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62916.93
ETH 3028.97
USDT 1.00
SBD 3.67