টার্গেট ডিসেম্বর সিজন- ৪/১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ26 days ago
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পাওয়ার আপ পোস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করার জন্য সব সময়ই পাওয়ার আপ করার চেষ্টা করি।

B612_20240110_213148_104.jpg

পাওয়ার আপ করার মাধ্যমে আমাদের আইডির শক্তি বৃদ্ধি হয়। আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি। আমি পাওয়ার আপ করতে অনেক পছন্দ করি। পাওয়ার আপ করার মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো । সেজন্যই পাওয়ার আপ করার চেষ্টা করব সব সময়। সব সময় পাওয়ার আপ করে আমি আমার আইডি শক্তি সব বাড়ানোর চেষ্টা করব। নিচে আমি কিভাবে পাওয়ার আপ করেছি তা আপনাদের সামনে তুলে ধরেছি।

ধাপ-১

পাওয়ার আপ করার জন্য আমি প্রথমে আমার স্টিমিট ওয়ালেটে গিয়েছি। দেখতেই পাচ্ছেন সেখানে কিছু স্টিম রয়েছে।এখান থেকে আমি ১০ স্টিম আজকে পাওয়ার আপ করব।

1000023569.jpg

ধাপ-২

এখন এমাউন্টের অপশনে আমি আমি এমাউন্ট দিব। ১০ স্টিম আমি এমাউন্টের অপশনে দিয়েছি। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করলাম ।

1000023573.jpg

ধাপ-৩

এখানে আমার পাওয়ার আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে।

1000023576.jpg

টাইটেলআমার ব্যালেন্স
পূর্বের এসপি১১৪২১
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমানে এসপি১১৪৩১

1 (1).png

আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 26 days ago 

পাওয়ার বৃদ্ধি বলতে নিজের আইডির সক্ষমতাকে বৃদ্ধি করা বোঝায়। আর যে যত বেশি পার বৃদ্ধি করতে পারবে তার আইডির সক্ষমতা তত বেশি বৃদ্ধি হবে। আজকে আপনি আমাদের মাঝে দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। এতে আপনার ক্ষমতা আরো একটু এগিয়ে গেল। আশা করব ঠিক এভাবে আপনি পাওয়ার বৃদ্ধির ধারা অব্যাহত রাখবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করা। এভাবে যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করবে তার জন্য তত সুযোগ সুবিধা জাগ্রত হবে। খুবই ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধিমূলক পোস্ট দেখতে পেরে। আশা করব এভাবে পাওয়ার বৃদ্ধি করতে থাকবেন।

 26 days ago 

এই প্লাটফর্মে বহুদিন কাজ করতে হলে আমাদের পাওয়ার আপ করা গুরুত্বপূর্ণ। যতো বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। পাওয়ার আপের এই ধারাবাহিকতা বজায় রাখলে অনেক দূরে এগিয়ে যাবেন।

 26 days ago 

বাহ্ দারুন তো ।প্রতি সপ্তাহের মত আজও আপনি পাওয়ার আ করলেন। পাওয়ার আপ মানে নিজের একাউনন্টর সক্ষমতা বৃদ্ধি করা। আর আপনি নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আশা করবো আপনি আপনার পাওয়ার আপের থারাবাহিকরা ধরে রাখতে সক্ষম হবেন।

 26 days ago 

স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ মেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের কোনো বিকল্প নেই। তাছাড়া যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 26 days ago 

১০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে ভালো লাগলো আপু। আমরা সবাই পাওয়ার ভালোবাসি। আর পাওয়ার ভালোবাসি বলেই আমাদের সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছি। আপু শুভকামনা রইল আপনার জন্য।

 26 days ago 

আপু প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে অল্প অল্প পাওয়ার আপের মাধ্যমে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে আরও বেশি ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমাদের সবার উচিত অল্প হলেও পাওয়ার আপ করা। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 26 days ago 

ছোট ছোট পাওয়ার বৃদ্ধিগুলো একসময় বড় শক্তিতে রূপান্তরিত হয়। আপনি ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। ধীরে ধীরে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68897.34
ETH 3759.92
USDT 1.00
SBD 3.44