দুটো হাঁসের সুন্দর একটি দৃশ্য আর্ট।

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি দুটো হাঁসের সুন্দর একটি দৃশ্য আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000050016.jpg

আজকে আরও একটি নতুন আর্ট নিয়ে আপনি আপনাদের মাঝে হাজির হলাম। আর্ট করতে এবং আট পোস্ট গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর্ট করলে যেন মন ভালো হয়ে যায় সেজন্য মাঝেমধ্যে চেষ্টা করি আর্ট করার। আর কতটুকু করতে পারি সেটা জানি না তবে চেষ্টা করি নিজের মন থেকে সুন্দরভাবেই ফুটিয়ে তোলার। আজকে আমি আর্ট করেছি সুন্দর দুটো হাঁসের দৃশ্য। চেষ্টা করেছি গোধূলি বেলায় সুন্দর দুটো হাঁস পানির মধ্যে সাঁতার কাটার দৃশ্য টি আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলার।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট পেপার
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি দুটো হাঁস পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি।

1000050158.jpg

ধাপ:-২

এরপর আমি আর্ট ব্রাশ ও হলুদ রঙের পোস্টার রং দিয়ে আর্ট করেছি।

1000050159.jpg

ধাপ:-৩

হলুদ রঙের পাশে আমি কমলা রং দিয়ে কিছু অংশ আর্ট করলাম।

1000050160.jpg

1000050161.jpg

ধাপ:-৪

তারপর আমি পুরো আর্ট এর মধ্যে লাল রং দিয়ে আর্ট করে নিয়েছি।

1000050162.jpg

1000050163.jpg

ধাপ:-৫

এরপর আমি কালো রং নিলাম এবং মাঝখানে গাছ আর্ট করার জন্য লাইন আর্ট করেছি।

1000050164.jpg

1000050165.jpg

ধাপ:-৬

এরপর আমি আর্ট এর মাঝখানে কালো রং দিয়ে অনেক গুলো গাছ আর্ট করলাম।

1000050166.jpg

1000050167.jpg

ধাপ:-৭

তারপর আমি কালো রং দিয়ে সুন্দর করে দুটো হাঁস আর্ট করেছি।

1000050168.jpg

1000050169.jpg

ধাপ:-৮

তারপর আমি কালো রং দিয়ে একেবারে নিচে ঘাস আর্ট করেছি এবং সাদা রং দিয়ে পানি আর্ট করেছি।

1000050170.jpg

1000050171.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই আমি আমার আজকের এই আর্ট টি সম্পূর্ণ করেছি। চেষ্টা করেছি পানির মধ্যে দুটো হাঁসের সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলার জন্য। গোধূলি বেলায় সূর্য ডুবন্ত অবস্থায় পানির মধ্যে দুটো হাঁসের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000050020.jpg

1000050019.jpg

1000050018.jpg

1000050017.jpg

1000050016.jpg

1000050015.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 5 days ago 

দুটি হাঁসের দৃশ্যতা দুর্দান্ত সুন্দর রেখেছেন। আপনার দক্ষ হাতের আঁকায় হাঁস দুটি যেন জীবন্ত হয়ে উঠেছে। আমার দারুন ভালো লাগলো আপনার আঁকা এই ছবিটি। আর প্রত্যেকটি ধাপে কিভাবে এই হাঁসগুলি তৈরি হলো তা আপনি দারুন সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 4 days ago 

আজকের আর্ট এর হাঁস গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 days ago 

আপনি সবসময় আমাদের মাঝে সুন্দর সুন্দর আর্ট পোস্ট করেন দেখে খুব ভালো লাগে। আজকে আপনি দুইটি হাঁসের আর্ট করেছেন দেখতে খুব ভালো লাগছে। এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 5 days ago 

একদম ঠিক বলেছেন আপু আর্ট করলে মন ভালো হয়ে যায়। আপনি কিন্তু খুব চমৎকার আর্ট করতে পারেন। আপনার আজকের আর্টটি দেখে হঠাৎ করে ভেবেছিলাম যে ফটোগ্রাফি করা। এত সুন্দর লাগছে দেখতে। হাঁস দুটিকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 days ago 

আজকে আর্ট করা এই হাঁস দুটি আপনার কাছে অনেক কিউট লাগছে যে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 days ago 

আপু অসাধারন একটি পেইন্টিং করেছেন। আপনার শেয়ার করা আজকের পেইন্টিং টি আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনি কিন্তু বেশ সুন্দর করে ধাপে ধাপে পেইন্টিং টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 4 days ago 

চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং আপনাদের মধ্যে তুলে ধরার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 days ago 

প্রথমে লাল রং করে নিয়েছেন যেটা এই আর্ট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। বিশেষ করে হাঁসের পিছনের অংশে এই সৌন্দর্যটা দারুণভাবে ফুটে উঠেছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago (edited)

লাল হলুদ রং এর কম্বিনেশন এ আর্ট করেছি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য পোস্ট করেছেন।

 5 days ago 

দুটো হাঁস এবং সূর্যাস্তের খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন। পেইন্টিং এর কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। পুরো পেইন্টিং টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার এই পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 days ago 

1000050228.jpg

 5 days ago 

আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। দুটো হাঁসের সুন্দর একটি দৃশ্য পেইন্টিং বেশ দুর্দান্ত করেছেন আপনি। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো অসাধারণ পেইন্টিং শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার পেইন্টিং দেখে আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য পোস্ট করার জন্য।

 5 days ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য চোখ জুড়ানোর মতো। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে দুটো হাঁসের সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন। পুকুরের মধ্যে দুটি হাঁসের দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। এরকম প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।

 4 days ago 

এ ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো আপনার কাছে দেখতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।