টার্গেট ডিসেম্বর সিজন -৪|| ১০ স্টিম পাওয়ার আপ
প্রিয় আমার বাংলা ব্লগবাসি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই আমি সিজন ফোরে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷
যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন ফোরে ডলভিনে পা -রাখা ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করছি৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ ৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ১০ স্টিম লিকুইড পাওয়ার আপ করবো ৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি ৷
পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমান এসপি
| পূর্বের এসপি | ১১৯৪.৫৯৭ |
|---|---|
| পাওয়ার আপ | ১০.০০স্টিম |
| মোট এসপি | ১২০৪.৫৯৭ |
যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই ৷ তো বন্ধুরা এই ছিল ১০ স্টিম পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন বড় পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷







পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি ধারাবাহিক ভাবে গুটি গুটি পায়ে আপনার লক্ষে পৌঁচ্ছাছেন।সিজন ৪ এ আপনার লক্ষ পূরণের জন্য এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।
আমাদের সকলের উচিত পাওয়ার বৃদ্ধি করে নিজের আইডির সক্ষমতা বাড়ানো। ওকে আমিও ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি তবে পোস্ট করা হয়নি। এভাবে পাওয়ার বৃদ্ধি করতে পারলে নিজের আইডি সক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকবে।
পাওয়ার আপ মানে নিজের ওয়ালেটের সক্ষমতাকে তাকে বৃদ্ধি। পাওয়ার আপ পোস্ট দেখলে কেন জানি মনে হয় ভালোলাগা কাজ করে মনের ভিতরে। যত বেশি পাওয়ার করবেন তত বেশি এগিয়ে যেতে পারবেন সামনের দিকে এভাবেই এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।
টার্গেট ডিসেম্বর সিজন ৪ কে সামনে রেখে আপনি ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বজায় রেখেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।
দুই হাজার স্টিম পাওয়ার তৈরি করার উদ্দেশ্যে সাপ্তাহিক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। আজকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন শুভকামনা রইল দাদা।
যত বেশি পাওয়ার আপ করা যাবে ততই অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি দশ টিম পাওয়ার আপ করে সবার থেকে একটা বেশি এগিয়ে গেলেন ভাই। আমি আশা করছি টার্গেট ডিসেম্বরের ভেতরে আপনার দুই হাজার এসপি পূর্ণ হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
অনেক দিন পর আপনার পোস্ট দেখতে পেলাম। পাওয়ার আপ করা ভীষণ জরুরী।আপনার পাওয়ার আপ করা দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে করে এগিয়ে যাচ্ছেন। ছোট এমাউন্ট হলেও ধারা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
পাওয়ার আপ করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি দারুনভাবে নিজের সক্ষমতা ডে বাই ডে বৃদ্ধি করতেছেন। আপনার পরবর্তী টার্গেট ২০০০ এসপি। আশা করছি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।