You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ স্বকীয়তার বিসর্জন ]

in আমার বাংলা ব্লগ3 years ago

সত্যি হাফিজ ভাই একদম ইউনিক কথা গুলো বলেছেন ৷ আসলে এটা সত্য জীবনে ভালো মন্দ সবকিছু ঘিরে ৷ তাই যতই খারাপ সময় আসুক ভালো সময় আসবে ৷ অপেক্ষা শুধু সময়ের ৷

গ্রামের কথাটা মারাত্মক ভাবে তুলে ধরেছেন ৷ দই ভেবে চুন মুখে দিলে তো মুখ পুড়ে যাবেই ৷ এখন আপনি বা আমি দেখতে বা বুঝতে না পারি তাহলে তো হবেই ৷

তবে যাই হোক এসব ঘটনা ঘটবে এটাই বাস্তব ৷ তাই বলে বিশ্বাস হারালে চলবে না ৷ কারন বিশ্বাস আছে বলেই এতো সুন্দর একটি পৃথিবী টিকে আছে ৷