আমার আঁকা কয়েকটি ফুড আর্টের রিভিউ পোস্ট || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার অঙ্কিত কয়েকটি ফুড আর্টের রিভিউ পোস্ট শেয়ার করছি। আপনারা সবাই জানেন আমি অনেক খাদ্যপ্রেমী একজন মানুষ। তাই আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি সেটা হাতের কাছে না পেলে, কাগজ, পেন্সিল ও রং তুলে নিয়ে বসে যাই। এবং সেই খাবারটা তৎক্ষণাৎ এঁকে ফেলি। এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আগেও। ভবিষ্যতে আমি আরো অনেক ভালো ভালো ফুড আর্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রতিবারের মতোই আপনাদের কাছে এই চিত্রাংকন গুলো খুব ভালো লাগবে। চেষ্টা করেছি যারা এ আর্ট পোস্টগুলো আগে মিস করেছেন। তারাও যাতে দেখে সহজেই এই আর্টগুলো সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারেন সেভাবে উপস্থাপনা করার। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।

311913214_638895327865332_1357708149290921661_n.jpg


মিষ্টি প্রেমিকদের জন্য পেনকেকের চিত্রাংকন

পেনকেক আমার খুবই পছন্দের একটি খাবার। আমি এই পেনকেক তৈরি করার রেসিপিও এই কমিউনিটিতে শেয়ার করেছিলাম। এটি সত্যিই খেতে খুবই সুস্বাদু। এর উপরে মধু কিংবা চকলেট সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। এই খাবারের প্রতি খুবই ভালো লাগা থেকেই এই চিত্রাংকনটি করেছিলাম।

312135682_673404127398146_5498929930074142269_n.jpg
পোস্ট লিংক


বাটিতে রাখা আইসক্রিমের চিত্রাংকন

আইসক্রিম খেতে কার না ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আইসক্রিম আমার সবচেয়ে বেশি পছন্দের। যেদিন আমি এই চিত্রাংকন টি করেছিলাম সেদিন আমার খুব খেতে ইচ্ছে করছিল বিভিন্ন ফ্লেভারের। এ কারণে মূলত এই চিত্রাংকন টি করেছিলাম। আর এই চিত্রাংকনে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রাখার চেষ্টাও করেছি।

311496287_468203255317134_796740025700610825_n.jpg
পোস্ট লিংক


মিষ্টি প্রেমিকদের জন্য কাপ কেকের চিত্রাংকন।

কাপকেক মিষ্টি প্রেমিকদের জন্য অঙ্কন করেছিলাম। উপরে অনেক বেশি ক্রিম দেওয়া কাপকেক গুলো আমার অনেক পছন্দের। যারা মিষ্টি পছন্দ করেন তাদেরও আগে এই চিত্র অঙ্কনটি খুব ভালো লেগেছে। আশা করছি এবারও খুব ভালো লাগবে আপনাদের কাছে।

311875681_850869159438833_3796238928684207952_n.jpg
পোস্ট লিংক


খাদ্য প্রেমিকদের জন্য ফাস্টফুড খাবারের চিত্রাংকন।

ফাস্টফুড খাবার আমার খুব পছন্দের। এখানে আমার পছন্দের ফাস্টফুড সবগুলো খাবারের চিত্রাঅঙ্কন করেছি। যেমন- পিজ্জা, বার্গার,হটডগ ,শর্মা, কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিংকস। রেসিপি দেখে আপনাদের সবার জন্য লোভ লাগে, আমার মনে হচ্ছে, এই চিত্রাংকনটি দেখেও আপনাদের খুব লোভ লাগবে।হিহিহি।

312110106_5503239116450316_4119383196880391363_n.jpg
পোস্ট লিংক


পপকর্ণ🍿 এর চিত্রাংকন

এই পপকর্নের চিত্রাংকন আমি মুভি দেখতে দেখতে এঁকেছিলাম। হঠাৎ বাসায় মুভি দেখতে দেখতে মনে হলো যে সাথে পপকর্ন থাকলে খুব ভালো হতো। কিন্তু আফসোস তখন আমার কাছে পপকর্ণ ছিল না। পরে ভাবলাম তাতে কি আমি একটি চিত্রাংকন করে ফেলি। এবং সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি।

311913214_1802188920128247_1161988286673920403_n.jpg
পোস্ট লিংক




বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ১৯, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনার প্রত্যেকটি আর্ট দারুন ছিল। মনে হচ্ছে একদম রিয়েল খাবারের ছবি। সবগুলোই ফাস্টফুড জাতীয় খাবারের ছবি। অসাধারণ হয়েছে এককথায়। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই রিভিউ পোস্টটির জন্য।

 2 years ago 

আমরা বাঙালিরা সবাই খাদ্যপ্রেমী মানুষ। মজার মজার খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি সেই খাবারগুলোর ছবি আর্ট করতেও ভালো লাগে। আসলে খাবারের প্রতি ভালোবাসা থেকেই দারুন দারুন সব খাবারের ছবিগুলো আর্ট করেছেন আপু। ফুড আর্টের রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলেই আপু আমি আপনার এমন চমৎকার চমৎকার কিছু আর্ট মিচ করে গেছি ৷ একসাথে সব আর্ট গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ৷ আসলে আপনার আর্ট অসম্ভব সুন্দর হয়েছে , দেখে অবাক হয়ে গেলাম ৷ আমরা সবাই কম বেশি খাদ্য প্রেমি ৷আপনি দেখি আরো বেশি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনার রন্ধন প্রণালী টাও আমার কাছে অনেক ভালো লাগে। ইউনিক ইউনিক রান্না আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। যা আমার কাছে বেশ ভালো লাগে। আপনার আঁকা কয়েকটি ফুড আর্টের রিভিউ অসাধারণ হয়েছে ।বিশেষ করে আইসক্রিমের আর্টের রিভিউটা ভালো লাগলো ।।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার আঁকা কয়েকটি ফুড আর্টের রিভিউ পোস্ট চমৎকার ভাবে সাজিয়েছেন। আসলে আমরা সকলেই খাদ্য প্রেমি বেশিরভাগ মানুষ খেতে ভীষণ ভালোবাসে। সব গুলো খাবারের চিত্র অংকন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খাদ্যপ্রেমী মানুষের সামনে এরকম যদি লোভনীয় সব খাবারের চিত্র অঙ্কন করে শেয়ার করেন তাহলে কিন্তু সবাই আপনার বাসায় গিয়ে আন্দোলন করবে হা হা হা।
ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন দেখতাম প্রাইমারি স্কুলের বিজ্ঞান বইয়ে এরকম সুন্দর সুন্দর খাবারের চিত্র দেওয়া থাকতো আর নিচে পুষ্টিগুণের বিষয়টি উল্লেখ থাকতো। সুন্দর একেছেন আপু প্রতিটা আর্ট একদম চোখ জুড়িয়ে যাওয়ার মত সুন্দর ছিল।

 2 years ago 

আপনার রিভিউ পোস্ট দেখে তো খিদে পেয়ে গেল। আপনি একটা রেস্টুরেন্ট খুললে এই আর্ট খাতা কেই মেনু কার্ড বানিয়ে ফেলতে পারবেন😜। প্রত্যেকটি আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। বিশেষ করে আইসক্রিমের আর্ট গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। রিভিউর মাধ্যমে আবার দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনার আর্টিস্ট খুবই অসাধারণ হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে ফুড আর্টের রিভিউ পোস্ট করেছেন। আপনার আর্টিস্ট করার দক্ষতা অনেক বেশি। আজকে আপনি কিছু চমৎকার আর্টিস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটি আট খুবই দুর্দান্ত ছিলো। এত সুন্দর আট পোস্টের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপু আপনি সব সময় ভিন্ন ধর্মী কিছু ড্রইং করেন যা দেখতে খুবই ভালো লাগে। আপনার ফুড আর্টের রিভিউ দেখে আরো বেশি ভালো লাগলো। আমি এর আগে দু একটি পোস্ট দেখেছি। আজকে সবগুলো একসাথে দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফুড আর্টের রিভিউ পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে আপনি এই চিত্র অঙ্কন করেছিলেন। সত্যি দেখে খুবই ভালো লাগলো। আজকে একসাথে দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66928.57
ETH 3087.39
USDT 1.00
SBD 3.66