You are viewing a single comment's thread from:
RE: ছোটগল্প "রক্তঝরা অভিশপ্ত রাত" - ০২
দাদাভাই পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে পড়লাম। মনে হচ্ছে নিজেই ওই গল্পের একটি চরিত্র হয়ে উঠছি। গল্প পড়তে পড়তেই গল্পের ভিতরে এমনভাবে ঢুকে গেলাম যে,মনে হচ্ছে আমিও সেখানে ছিলাম এবং এসব কিছু আমার চোখের সামনে ঘটছে। সিংহের এমন আক্রমণ নিয়ে আমি কখনোই আর এই ধরনের ভয়ানক কোন গল্প পড়িনি। সত্যি বলতে মনের ভেতর খুব এক্সাইটমেন্ট কাজ করছে এবং খুবই ভালো লেগেছে। আমি গল্পের বাকি অংশের অপেক্ষায় রইলাম দাদাভাই। যতদিন না পুরো গল্পটি পড়বো ততদিন এক্সাইটমেন্ট কাজ করতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। সত্যিই মন ছুয়ে গেল আজকের পোস্টটি। ভালো থাকবেন এবং অনেক ভালোবাসা রইল আপনার জন্য।
Thank You for sharing Your insights...