"কিশমিশ বিস্কুট রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক তারপরও আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

কিশমিশ বিস্কুট রেসিপি:

IMG_20251124_233938.jpg

বিস্কুট একটি জনপ্রিয় খাবার।আর বিস্কুট ছাড়া যেমন বাচ্চারা খুশি হয় না তেমন বড়দের চায়ের আড্ডা অসম্পূর্ণ রইয়ে যায়।বিভিন্ন আড্ডা জমতে বেশ সাহায্য করে এই মজার খাবারটি।তাছাড়া একবার তৈরি করে এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়।আমার কিন্তু বিস্কুট খেতে খুবই ভালো লাগে।বিস্কুট বিভিন্ন ধরনের হয়ে থাকে, আর স্বাদও ভিন্ন টাইপের হয়ে থাকে।তাই আজ আমি তৈরি করেছি "কিশমিশ বিস্কুট রেসিপি"।এটি যেহেতু আমি সুজি,কিশমিশ ও দুধ দিয়ে তৈরি করেছি সেহেতু এটা মুখে পড়লেই মুচমুচে স্বাদ অনুভব করা যায়।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251124_234052.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.ময়দা-2 কাপ
2.গুঁড়ো দুধ-1 প্যাকেট
3.চিনি-1/2 কাপ
4.লবণ- 1/3 টেবিল স্পুন
5.সুজি- 4 টেবিল চামচ
6.কিশমিশ- 2 প্যাকেট
7.সাদা তেল- 1 কাপ
8.সামান্য জল

IMG_20251124_062310.jpg

IMG_20251124_062329.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251124_062343.jpg
প্রথমে আমি ময়দা,লবণ ও সুজি একত্রে মিশিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20251124_062418.jpg
এরপর সামান্য জল,গুঁড়া দুধ ও পরিমাণ মতো চিনি নিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20251124_062627.jpg
এরপর চিনিগুলি হাত দিয়ে গলিয়ে নেওয়ার চেষ্টা করবো দুধের সঙ্গে।

ধাপঃ 4

IMG_20251124_062645.jpg
এখন সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে মুঠ করে দলা পাকিয়ে সহজে ভেঙে গেলেই বুঝতে হবে মিশ্রণটি ঠিক হয়েছে।

ধাপঃ 5

IMG_20251124_062707.jpg

এরপর সব উপকরণ হাত দিয়ে মিশিয়ে একটু শক্ত ডো তৈরি করে নেব।

ধাপঃ 6

IMG_20251124_062929.jpg
এখন ডো টি তৈরি করে নিয়েছি আমি।10 মিনিট রেস্টে রাখার পর ছোট ছোট লেচি কেটে বল তৈরি করে নেব।

ধাপঃ 7

IMG_20251124_062751.jpg

IMG_20251124_062803.jpg
এরপর একটু চাপ দিয়ে মাঝবরাবর অংশে কিশমিশ দিয়ে দেব।এভাবে প্রত্যেকটি বিস্কুট তৈরি করে নেব গোল আকারে।এখন বিস্কুটগুলি ভেজে নেওয়ার পালা।

ধাপঃ 8

IMG_20251124_062831.jpg

এবারে মিডিয়াম চুলার আঁচে একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব।তারপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নেব।

ধাপঃ 9

IMG_20251124_062847.jpg

এখন বিস্কুটগুলি ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 10

IMG_20251124_062858.jpg
এরপর নেড়েচেড়ে বাদামি রঙের করে ভেজে নেব সময় নিয়ে।

শেষ ধাপঃ

IMG_20251125_000607.jpg

IMG_20251125_001502.jpg

এখন একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব বিস্কুটগুলি।তো আমার তৈরি করা হয়ে গেল "কিশমিশ বিস্কুট রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251125_002010.jpg

IMG_20251125_001634.jpg

IMG_20251125_002036.jpg

IMG_20251125_002100.jpg

এখন এটি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে।বিস্কুট যতই ঠান্ডা হবে ততই পারফেক্টভাবে মুচমুচে হবে।আর এটি খেতে খুবই মজাদার ও টেস্টি হয়েছিলো।এটি এখন দীর্ঘদিন ধরেও সংরক্ষণ করে রাখা যাবে।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 months ago 

বাহ্! বিস্কুট গুলো তো দারুণ হয়েছে। আসলে বিকেলের নাস্তায় চায়ের সাথে বিস্কুট খেতে ভালোই লাগে। আর বাসায় তৈরি করা বিস্কুট খেতে পারলে তো আরও ভালো। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।