স্বরচিত কবিতা: কাঁটা
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
কেউ কাঁটা হয়ে যায়
বিদ্রুপ সহ্য করে,
কেউবা হয়ে যায় পাথর
সহস্র বাঁধা পেরিয়ে।
ওই যে জোয়ারের ঢেউ
কেউ আসে নতুন গন্তব্যে,
কেউ ভাঙে নিজের অস্তিত্বটুকু
সবটুকু আশা হারিয়ে।
কাঁটার মধ্যে মিশে আছে
নিখাত বাস্তবতা,
গাছ কিংবা ফুল নয়
মানুষের সৌন্দর্য্যে মেশা।
পৃথিবীর আলোকবর্তিতা
চেনা যায় মানুষের ভীড়ে,
আচরণের কড়া সীমানায়
কাঁটার আঘাতে আচর কাড়ে।
শরীর ছিড়ে রক্ত ঝরে না
আঙ্গুল চিরে টুপ টুপ করে না,
কিংবা এই রক্তের রং থাকে না
থাকে শুধুই অনুভবে কাটাছেঁড়া।
ক্ষত-বিক্ষত মনের বেড়াজালে
এক অজানা ক্ষতের দাগ,
যা বয়ে যায় হৃদয়ের গভীর স্রোতে
অনুভূতির যন্ত্রণায় কাঁটা ফুটে।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কাঁটাকে কেন্দ্র করে।অর্থাৎ যা আঘাত দেয়,শুধু গাছের কিংবা ফুলের কাঁটা আমাদের আঘাত দেয় না।কিছু মানুষও কাঁটার মতোই যারা বারে বারে আঘাত দেয় তাদের ব্যবহার দিয়ে, সেটিই তুলে ধরা হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
কাঁটা
বিদ্রুপ সহ্য করে,
কেউবা হয়ে যায় পাথর
সহস্র বাঁধা পেরিয়ে।
ওই যে জোয়ারের ঢেউ
কেউ আসে নতুন গন্তব্যে,
কেউ ভাঙে নিজের অস্তিত্বটুকু
সবটুকু আশা হারিয়ে।
কাঁটার মধ্যে মিশে আছে
নিখাত বাস্তবতা,
গাছ কিংবা ফুল নয়
মানুষের সৌন্দর্য্যে মেশা।
পৃথিবীর আলোকবর্তিতা
চেনা যায় মানুষের ভীড়ে,
আচরণের কড়া সীমানায়
কাঁটার আঘাতে আচর কাড়ে।
শরীর ছিড়ে রক্ত ঝরে না
আঙ্গুল চিরে টুপ টুপ করে না,
কিংবা এই রক্তের রং থাকে না
থাকে শুধুই অনুভবে কাটাছেঁড়া।
ক্ষত-বিক্ষত মনের বেড়াজালে
এক অজানা ক্ষতের দাগ,
যা বয়ে যায় হৃদয়ের গভীর স্রোতে
অনুভূতির যন্ত্রণায় কাঁটা ফুটে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


