"বড়া দিয়ে ফুলকপি-আলুর পাতলা ঝোল রেসিপি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।

বড়া দিয়ে ফুলকপি-আলুর পাতলা ঝোল রেসিপি:

GridArt_20251212_090850500.jpg

বন্ধুরা, বাজারে এখন চলে এসেছে হরেক রকমের টাটকা শীতকালীন সবজি।যেগুলোর মধ্যে ফুলকপি আমার সবথেকে বেশি প্রিয়।আর সবসময় ভারী রেসিপি খেতে ভালো লাগে না, তাই আজ একটি হালকা খাবার রেসিপি নিয়ে হাজির হলাম।আজ তৈরি করেছি, বড়া দিয়ে ফুলকপি-আলুর পাতলা ঝোল রেসিপি।আমি আমাদের বাড়ির তৈরি চালকুমড়ার বড়া নিয়ে নিয়েছি।তাছাড়া হালকা খাবার আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।রেসিপিটি খেতে বেশ মজার হয়েছিলো। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251212_090928.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.ফুলকপি- 1 টি
2.আলু- 6 টি
3.বড়া-1 বাটি
4.পেঁয়াজ কুচি- 2 টি
5.রসুন- 5 কোয়া
6.কাঁচা মরিচ- 6 টি
7.জিরে গুঁড়া- 1 টেবিল চামচ
8.শুকনো মরিচ গুঁড়া- 1 টেবিল চামচ
9.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
10.সরিষার তেল- 5 টেবিল চামচ
11.লবণ-1 টেবিল চামচ
12.হলুদ-1/2 টেবিল চামচ
13.জল

IMG_20251212_061040.jpg

IMG_20251212_060949.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251212_060926.jpg
প্রথমে আমি ফুলকপি পিচ করে কেটে নিলাম।

ধাপঃ 2

IMG_20251212_060910.jpg
এরপর আলু,পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নেব।তারপর সমস্ত সবজি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব।

ধাপঃ 3

IMG_20251212_061124.jpg
এরপর একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20251212_060800.jpg
এরপর ওই জলের মধ্যে ফুলকপি ও আলু দিয়ে দেব।একইসঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে দেব সবজির মধ্যে।

ধাপঃ 5

IMG_20251212_061143.jpg
তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য।

ধাপঃ 6

IMG_20251212_061210.jpg
এবারে ভালোভাবে আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটি পাত্রে।

ধাপঃ 7

IMG_20251212_060822.jpg
এরপর বড়াগুলি জল দিয়ে ধুয়ে নিয়ে ওই একই জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব।বড়াগুলি ফুলে বড় হয়ে গেলে নামিয়ে নেব,তারপর জল ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব।

ধাপঃ 8

IMG_20251212_061243.jpg
এখন একটি কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ,রসুন ও পাঁচফোড়ন দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20251212_061300.jpg
এরপর পেঁয়াজ হালকা ভেজে নিয়ে সমস্ত গুঁড়া মশলা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20251212_061325.jpg
এবারে সেদ্ধ করা বড়া ও সবজিগুলো মসলার মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 11

IMG_20251212_061337.jpg
এখন সবকিছু একত্রে মিশিয়ে কষিয়ে নেব মসলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে।

ধাপঃ 12

IMG_20251212_060834.jpg
এরপর কষানো হয়ে গেলে সবজির মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো।

ধাপঃ 13

IMG_20251212_061359.jpg
এবারে কিছু সময় ফুটিয়ে নেব তরকারিটি।

শেষ ধাপঃ

IMG_20251212_090528.jpg
এখন একটি পাত্রে তরকারিটি নামিয়ে নেব।তো আমার তৈরি করা হয়ে গেল "বড়া দিয়ে ফুলকপি- আলুর পাতলা ঝোল রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251212_090508.jpg

IMG_20251212_090549.jpg

এখন এটি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে বেশ হালকা ও মজাদার হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।