স্বরচিত কবিতা: "একটা নীরব অনুভব"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।
আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শুরু থেকে কাজ করার পর এই প্রথম এত দিন কাজ থেকে দূরে থাকতে হয়েছে।সেটাও আবার বিশেষ ব্যস্ততার কারণে, যাইহোক এটা আমার জন্য খুবই কষ্টকর বিষয় ছিল।যাইহোক আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
একটা গভীর নিঃশ্বাস
বারবার আমার কানে প্রতিধ্বনিত হয়,
একটা শীতল আবেগ
সবটুকু রসদ খুঁজে ফেরে
মনের চৌকুঠুরিতে।
প্রত্যেক দেওয়ালে দেওয়ালে
অঙ্কিত প্রতিচ্ছবির ছায়াময় প্রতিবিম্বগুলি,
আমায় দেখে হাসে
একটা নরম স্পর্শ
দূরের আলোকবর্তিকারা ভাসে।
একটা কঠোর প্রতিশ্রুতি
হৃদয়ের স্বপ্নকে আলিঙ্গন করে,
একটা অস্থিরতা
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আকর্ষণ করে
নিস্ফলক চাতকের মতোই।
একটা গণ্ডিবদ্ধ জীবন
চঞ্চলতার সীমা অতিক্রম করে,
একটা নীরব অনুভব
শেখায় ভালোবাসার সঠিক মূল্য
সবটুকু খুশি উজাড় করে।
একটা হারানো বস্তু
স্নিগ্ধ সকালে মিশে যায়,
একটা অলীক কল্পনা
প্রকৃতির রং-মিশেল ছড়ায়
জাদুকরী এক দুনিয়ায়।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কিছু অনুভবকে জড়ো করে।যা আমাদের মনকে প্রয়োজনে চঞ্চল, অস্থির,শান্ত-শীতল আবার স্নিগ্ধও করে তোলে। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
একটা নীরব অনুভব
বারবার আমার কানে প্রতিধ্বনিত হয়,
একটা শীতল আবেগ
সবটুকু রসদ খুঁজে ফেরে
মনের চৌকুঠুরিতে।
প্রত্যেক দেওয়ালে দেওয়ালে
অঙ্কিত প্রতিচ্ছবির ছায়াময় প্রতিবিম্বগুলি,
আমায় দেখে হাসে
একটা নরম স্পর্শ
দূরের আলোকবর্তিকারা ভাসে।
একটা কঠোর প্রতিশ্রুতি
হৃদয়ের স্বপ্নকে আলিঙ্গন করে,
একটা অস্থিরতা
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আকর্ষণ করে
নিস্ফলক চাতকের মতোই।
একটা গণ্ডিবদ্ধ জীবন
চঞ্চলতার সীমা অতিক্রম করে,
একটা নীরব অনুভব
শেখায় ভালোবাসার সঠিক মূল্য
সবটুকু খুশি উজাড় করে।
একটা হারানো বস্তু
স্নিগ্ধ সকালে মিশে যায়,
একটা অলীক কল্পনা
প্রকৃতির রং-মিশেল ছড়ায়
জাদুকরী এক দুনিয়ায়।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


