"ভিন্নস্বাদের কামরাঙ্গা ফলের জুস রেসিপি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী জুস রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

ভিন্নস্বাদের কামরাঙ্গা ফলের জুস রেসিপি:

IMG_20241108_145721.jpg

বন্ধুরা, রস আস্বাদনের জন্য আমরা অনেক ফলের রস পান করে থাকি।এছাড়া অতিরিক্ত তৃষ্ণায় গলা ভেজাতে বিভিন্ন ধরনের জুস পানীয় হিসেবে কাজ দেয়।কিন্তু আমাদের এখানে শীত পড়া শুরু করলেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো ভালোই গরম পড়ছে।তাই গরমের অন্যতম পানীয় হচ্ছে জুস,আমি কামরাঙ্গা দিয়ে এই প্রথম জুস তৈরি করলাম।কামরাঙ্গার রস খুবই ঝাঁঝালো ও টক স্বাদের হয়ে থাকে।তাই ঠিকমতো তৈরি করতে পারলে এটা খুবই স্বাদের ও উপকারী হয়ে থাকে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---

IMG_20241108_144547.jpg

উপকরণসমূহ:

1.কামরাঙ্গা- 4 টি
2.লবণ- 1/2 টেবিল চামচ
3.জিরা গুঁড়া- 1/2 টেবিল চামচ
4.লাল মরিচ গুঁড়া- 1/2 টেবিল চামচ
5.সুগার পাউডার-1/2 কাপ
6.লেবু-অর্ধেক
7.জল

IMG_20241108_143710.jpg

IMG_20241108_143931.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20241108_143734.jpg
প্রথমে আমি কিছু কামরাঙ্গা আমাদের গাছ থেকে সংগ্রহ করে নিলাম।এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে নিলাম জল দিয়ে।

ধাপঃ 2

IMG_20241108_143804.jpg
এখন প্রত্যেকটি কামরাঙ্গার পাশে থাকা শক্ত ডাটি কেটে বাদ দিয়ে নেব,এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব।

ধাপঃ 3

IMG_20241108_143828.jpg
তো আমি সবগুলো কামরাঙ্গা গ্রেট করে নিয়েছি মিহি করে।এখন এটা থেকে রস আলাদা করতে হবে।

ধাপঃ 4

IMG_20241108_143844.jpg
এবারে আমি কামরাঙ্গার ঠিটাগুলি চেপে বাদ দিয়ে দেব এবং রসগুলি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব।

ধাপঃ 5

IMG_20241108_143859.jpg
তো আমি এখানে কামরাঙ্গার ফ্রেস রস নিয়ে নিলাম।এটা খুবই ঝাঁঝালো ও টক টাইপের হয়ে থাকে।

ধাপঃ 6

IMG_20241108_145421.jpg
এখন এতে বেশি করে পরিষ্কার ঠান্ডা জল মেশাতে হবে।এরপর একটি লেবু নিয়ে কাঁচের গ্লাসের মুখে লাগিয়ে নিতে হবে।

ধাপঃ 7

IMG_20241108_144104.jpg
এবারে গ্লাসের মুখে লাল মরিচের গুঁড়া লাগিয়ে নিলাম ভালো স্বাদের জন্য।

ধাপঃ 8

IMG_20241108_144120.jpg
তো গ্লাসটির মুখটি খুবই আকর্ষণীয় দেখতে লাগছিলো লাল মরিচের গুঁড়া লাগিয়ে নেওয়ার পর।

ধাপঃ 9

IMG_20241108_145024.jpg
এখন লেবুর রস ও পরিমাণ মতো সুগার পাউডার মিশিয়ে নেব কামরাঙ্গার রসের মধ্যে।

ধাপঃ 10

IMG_20241108_144155.jpg
এরপর লবণ,জিরা গুঁড়া,লাল মরিচ গুঁড়া ইত্যাদি মিশিয়ে নেব পরিমাণ মতো চামচের সাহায্যে।

ধাপঃ 11

IMG_20241108_145127.jpg
এবারে গ্লাসের মধ্যে ঢেলে নেব জুসের মিশ্রণটি।

শেষ ধাপঃ

IMG_20241108_144426.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "ভিন্নস্বাদের কামরাঙ্গা ফলের জুস রেসিপি"

পরিবেশন:

IMG_20241108_144452.jpg

IMG_20241108_144530.jpg

IMG_20241108_144514.jpg
এখন এটি পরিবেশন করতে হবে।চাইলে এতে কয়েক টুকরো বরফও যুক্ত করা যেতে পারে।এছাড়া এটি খুবই ঝাঁঝালোযুক্ত ও ভিন্ন স্বাদের মজাদার খেতে হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 13 hours ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241121_103217493.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আমাদের এলাকায় ঠান্ডা পড়েছে। আপনার ওখানে গরম আর গরমের দিবে জুস শরীরও মনকে জুড়িয়ে দেয়। দারুণ বানিয়েছেন কামরাঙ্গার জুস। অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় সুস্বাদু জুস রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 yesterday 

কামরাঙ্গা ফলের জুস তৈরি দেখে তো মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। কামরাঙ্গা ফলের জুস আমি
কখনো খাইনি। আপনি কত সুন্দরভাবে কামরাঙ্গা ফলে জুস তৈরি করে ফেললেন। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার রেসিপি অনুযায়ী আমিও তৈরি করে ফেলতে পারব কামরাঙ্গা ফলের জুস।সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 yesterday 

কামরাঙ্গার জুস আমি কখনো খাইনি বোন। কি সুন্দর করে তুমি জুসটি বানালে। আপনাকে আকর্ষণীয় লাগলো ক্লাসের গায়ে মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়ার বিষয়টা। দারুন সুন্দর দেখতে হয়েছে জুস। যদি সামনে থাকতো আর চুমুক খেয়ে দেখতাম কেমন হয়েছে।

 yesterday 

কামরাঙ্গার জুস কখনো খাইনি। তবে তুমি ওপরটা অত লঙ্কা গুঁড়ো দিয়েছো! আমার তো দেখেই ঝাল লাগছে। লেবুর রস দিয়ে গ্লাসের মুখটা মেখে নিয়েছো ওখানে আমার মনে একটু মধু দিলেও ভালো লাগতো। কামরাঙা তো খুবই উপকারী ফল। তাই জুসটাও খেলে বেশ উপকার হবে।

 yesterday 

কামরাঙ্গা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকারী। কামরাঙ্গা ফলের জুস কখনো খাওয়া হয়নি। আপনার কাছে রেসিপিটা দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে জুসটা ডেকোরেশন করেছেন। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 yesterday 

কামরাঙ্গা ফল দিয়ে যে জুস করা যায় এটা জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম দিদি। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি তৈরির প্রক্রিয়া খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 yesterday 

কামরাঙ্গা ফলের জুস এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভিন্নস্বাদের কামরাঙ্গা ফলের জুস রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা কামরাঙ্গা ফলের জুসের রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে রেসিপি টি তৈরি সম্পন্ন করেছেন।

 yesterday 

আগে কখনো কামরাঙ্গার জুস খাওয়া হয়নি। এমনকি দেখিওনি। আপনার কাছে এই প্রথম দেখলাম। যদিও জুসটা দেখে মনে হচ্ছে বেশ ঝাঁঝালো ফ্লেভার হবে। কারণ এর সাথে যেহেতু মরিচ ব্যবহার করেছেন সেজন্য। যাই হোক সুন্দর একটা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।