"কৃষ্ণসায়র ফুলমেলা"(আর্টিফিশিয়াল ফুলের দোকানের কিছু ফটোগ্রাফি পর্ব: 51)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
আর্টিফিশিয়াল ফুলের দোকানের কিছু ফটোগ্রাফি পর্ব: 51
কৃষ্ণসায়র পার্ক,বর্ধমানের এক অন্যতম জায়গা।আর সেই পার্কে গতবছর ফুলমেলা হয়েছিল।ইউনিভার্সিটির বন্ধু-বান্ধবীদের সঙ্গে আমিও গিয়েছিলাম সেই মেলা ঘুরতে।যেটা ছিল নানান রঙিন ফুলের সমাহারে ফুলমেলা।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার সত্যিকারের ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তেমনি আবার নানান দোকান বসে কৃত্রিম জিনিসের।তো আমি আজ সেই কৃত্রিম ফুলের দোকানের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে এই ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
আর্টিফিশিয়াল ফুলের দোকানের ফটোগ্রাফি:
মানুষ তার কল্পনা দ্বারা কত কিছুই না তৈরি করছে।পুরো একটি কল্প জগতের দুনিয়া তৈরি করে ফেলছে,নকল কথা বলার মতোই মানুষ তৈরি করছে।সেখানে দাঁড়িয়ে এই আর্টিফিশিয়াল ফুলগুলোও মানুষের কাল্পনিক চিন্তা দিয়েই তৈরি।যা বাস্তবের মতোই রূপ দেওয়া হয়েছে।
এটিও একটি আর্টিফিশিয়াল ফুলের দোকান। যেখানে রং-বেরঙের নানা ফুল ছিল।আর ফুলদানীসহ ফুল ছিল, ফুলের প্লাস্টিকের টপ ছিল ,তাছাড়া চীনা মাটির পট ছিল।এত এত ফুলের সমাহার ছিল যেগুলো অনেকটাই প্রাকৃতিক দেখতে লাগতো আবার অনেকগুলো দেখলেই বোঝা যেত যে কৃত্রিম।
এখানে অনেকগুলো টপ ছিল ।যেগুলো চীনা মাটির তৈরি আর এর গায়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল নানান রং দিয়ে।একেকটি টপ বেশ বড় এবং কলসীর মতোই দেখতে লাগছিলো।যেগুলোতে ফুল কিংবা গাছ লাগানো যায়।
এটিও একটি আর্টিফিশিয়াল ফুলের দোকান।যেখানে সমস্ত কিছু ছিল।যেমন ফুল,ফুলের টপ,জলসেচ দেওয়ার পট,ফুল শুন্যে ঝুলিয়ে রাখা টপ।এছাড়া ঘর সাজানো ফুল,পাতাবাহার সবই ছিল কৃত্রিম।তবে দেখতে একেবারেই বাস্তবের মতোই।
এটি হচ্ছে মাদুরের দোকান অর্থাৎ যেটি কৃত্রিমভাবে তৈরি।তাছাড়া এখানে কাপড়ের সুন্দর সুন্দর ডিজাইনের শতরঞ্জিও ছিল।যেগুলোতে অসংখ্য ডিজাইন ফুটে উঠেছে, তাছাড়া ছোট -বড় অনেক সাইজের বিছানা রয়েছে এখানে।যেগুলো আসলেই চোখ ধাঁধানো ডিজাইন ছিল।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|









