"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি পর্ব: 55)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি পর্ব: 55
কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি আগের বারের শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের দোকান বসেছিলো।সেখানে কয়েকটি দোকানে এমন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি আবার বিভিন্ন মূর্তিও ছিল।যেখান থেকে আমি আজ কিছু মাটির মূর্তির ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের করা মূর্তির ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি:
এখানে কিছু মূর্তি রয়েছে।যেগুলো সবই মাটির দ্বারা তৈরি।আর প্রতিটি মূর্তির উপর রং-তুলি দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা তার আকৃতিগুলো।এখানে শিল্পীর নিজস্ব সৃজনশীলতা ও কাজের দক্ষতা ফুটে উঠেছে।এখানে রয়েছে বেশ কয়েকটি মাটির তৈরি প্রদীপ,একটি বুদ্ধদেব এবং কয়েকটি রঙিন পাখি।প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডিজাইন ও রং দিয়ে তৈরি করা, যেগুলো সত্যিই আকর্ষণীয় ছিল।
এখানে রয়েছে একটি কৃষ্ণঠাকুর, দুটি শঙ্খ,কয়েকটি কুকুর,হাতি,পেঁচা,ফুলদানি,মস্তকের ফুলদানি এবং কলসীর উপর কাকের মূর্তি।কলসীর উপর কাকের মূর্তিটি দেখে ছোটবেলায় বইয়ে পড়া সেই গল্পের কথা মনে পড়ে যায়।যেখানে কাক একটু জল খাওয়ার জন্য বুদ্ধি প্রদর্শন করে। যেগুলো দেখতে ভীষনই সুন্দর লাগছিলো।
এখানে রয়েছে রং-বেরঙের বিভিন্ন পাখি ও দুই ধরনের কুকুরের মূর্তি।যেগুলো বাস্তবের কুকুরের মতোই দেখতে ও দুটি প্রজাতির সংকর কুকুরের মূর্তি।যাতে কালো-সাদা ও বাদামি -সাদা রঙের ছিল।
এখানে রয়েছে বিভিন্ন কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর,গণেশ ঠাকুর,বুদ্ধদেব এবং নাড়ু গোপালের মূর্তি।যেখানে পাঁচ ধরনের আকৃতি বা রূপ দিয়ে কৃষ্ণ ঠাকুরকে উপস্থাপন করা হয়েছে।যেখানে তিন ধরনের আকৃতি বা রূপ দিয়ে গণেশ ঠাকুরকে উপস্থাপন করা হয়েছে।এছাড়া পাখি,হাতি ও কুকুরের কিছু মূর্তি ছিল।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|








টুইটার লিংক--
https://x.com/green0156/status/2008698496552235507?s=20