"বিপদে পড়লে গুরুত্ব বোঝা সম্ভব"

in আমার বাংলা ব্লগlast month (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই হলচলে আসলাম একটি নতুন অনুভূতি শেয়ার করতে।

বিপদে পড়লে গুরুত্ব বোঝা সম্ভব:

IMG_20251102_080751.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন এক অনুভূতি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।অভিজ্ঞতা হল কোনো ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং ভাবনার প্রতিফলন।যার দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি।এছাড়া মানুষের আবেগ ফুটে ওঠে যেখানে।এই আবেগ আবার মানুষের মধ্যে সুপ্ত চিন্তার থেকে প্রকাশ পায়।

মানুষ তার ছোট্ট জীবনে হাজারো সমস্যা বা বিপদের মধ্যে পড়ে।আর বিপদে পড়লেই নতুন অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।আর বিপদে পড়লে যেমন নতুনভাবে মানুষ চেনা যায় তেমনি নতুন জ্ঞান অর্জন করা যায়।আর সেই বিপদ যদি হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঘিরে,তাহলে সেই মর্ম অনুধাবন করা যায় খুব কাছ থেকে।যে শিক্ষার মাধ্যমে আমরা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঠিক মূল্যটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হই।

বিপদের কথা বলতেই আমরা একটি উদাহরণ সহজেই দিই,যে মানুষ চেনা যায় বিপদে পড়লে।সেক্ষেত্রে কিছু আত্মীয় কিংবা বন্ধুর কথা উঠে আসে বারেবারে।অর্থাৎ একটি সাইড আমরা বিবেচনা করি,তবে এই বিপদটি যদি কোনো গুরুত্বপূর্ণ কাউকে ঘিরে হয়।অর্থাৎ পরিবারের খুব কাছের ব্যক্তি--বাবা,মা কিংবা ভাই-বোন।তাহলে সেটা আমাদের উপলব্ধি করতে শেখায় গভীরভাবে মন থেকে।সেই ব্যক্তির গুরুত্ব যে কতখানি তা তখনই মন থেকে বিবেচ্য হতে পারে নতুনভাবে চোখ খুলে যাওয়ার মতোই।হয়তো বিপদে না পড়লে বাইরে থেকে এত গভীরভাবে উপলব্ধি করা কখনো সম্ভব হয় না বা হতে পারে না।

আমরা যেহেতু একটু গভীরতা কম খোঁজার চেষ্টা করি সেক্ষেত্রে তো প্রশ্নই আসে না যে,না ঘটে যাওয়া বিষয় নিয়ে পূর্ব থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে জ্ঞান চর্চা করা।আর এই কারনেই আমরা কিছু ক্ষেত্রে বেশ পিছিয়ে।একটি গুরুত্বপূর্ণ মানুষ আমাদের জীবনে রশ্মির মতো আলোকময় কিংবা উজ্জ্বল বাতি।যা আমাদের সকল ক্ষেত্রে বাঁচতে শেখায়,পথ দেখায় প্রতি নিয়ত বেঁচে থাকার লড়াইয়ে সাহস যোগাতে।তাই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঘিরে বিপদ ঘটার আগেই প্রাধান্য দেওয়া উচিত ও উপলব্ধি করা উচিত।।


আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।