আসলেই আপু কিছু বদ অভ্যাস পাল্টানো যায় না শত চেষ্টা করে ও।আর তা যদি হয় খাওয়া সংক্রান্ত তাহলে তো কথাই নেই।আইসক্রিম আমার ও খুবই পছন্দের।তবে খেয়েও শান্তি নেই জেনেও আপনি খেয়ে নিলেন।কথায় আছে-বাবা -মায়ের কথা না শুনলে পস্তাতে হয়।আপনি আপনার মায়ের কথা শুনে যদি আইসক্রিম খাওয়া থেকে বিরত থাকতেন তাহলে ডাক্তার দেখানো,শ্বাসকষ্ট এই সমস্যাগুলো হতো না।আপনার জন্য শুভকামনা রইলো আপু।