You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৯

in আমার বাংলা ব্লগ15 hours ago

শীত এলে লোমগুলো কাঁদে,
সকালে রোদ্রেরা হাসে।
কুয়াশাগুলি ঘামতে থাকে,
গাছেরা নেয় ঘাম কাঁধে।
চা-কফির কদর বাড়ে,
শরবতকে তখন তুচ্ছ করে।
কম্বলগুলি আরাম দেয়,
মানুষগুলি বড্ড অলস হয়।