আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
শীত এলে কম্বল ডাকে,
অ্যালার্ম তখন কাঁদে ফাঁকে।
রোদ বলে, একটু আয়,
ঘুম বলে, এখনো নয়।
কাঁথার ভেতর স্বপ্ন জাগে,
সময় থেমে থাকে এক ফাঁকে।
লেখক
লেখকের অনুভূতি:
শীতকালে ঘুমের সাথে লড়াই করা সত্যিই সবচেয়ে কঠিন যুদ্ধ। কারণ এই ঘুম শুধু অলসতা না, এটা যেন শরীর আর মনের এক ধরনের চুক্তি। ঠান্ডার ভেতর শরীর বিশ্রাম চায়, মন চায় আর একটু নিশ্চিন্তে থাকতে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





শীত এলে লোমগুলো কাঁদে,
সকালে রোদ্রেরা হাসে।
কুয়াশাগুলি ঘামতে থাকে,
গাছেরা নেয় ঘাম কাঁধে।
চা-কফির কদর বাড়ে,
শরবতকে তখন তুচ্ছ করে।
কম্বলগুলি আরাম দেয়,
মানুষগুলি বড্ড অলস হয়।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
শীতের ভোরে চুপচাপ পথ,
কুয়াশা ঢাকে সময়ের ক্ষত।
কম্বলের নিচে উষ্ণ বিশ্বাস,
ঘুম আর স্বপ্নের মিষ্টি নিঃশ্বাস।
রোদ ডাকে দূর নীল আকাশে,
মন বলে আরেকটু থাকি পাশে।
শীতের সকালে জানালা ডাকে,
চার কাপে ধোঁয়া আঁকে।
ঘড়ি বলে, দেরি হবে,
বালিশ বলে, একটু রবে।
রোদ হাসে চোখের কোণে,
ঘুম হারায় নরম গন্ধে।
শীতের ভোরে বালিশ ডাকে,
ঘড়ির কাঁটা চুপটি থাকে।
আলো জানায়, দিন শুরু,
ঘুম বলে, আরেকটু তো।
কম্বলের তলায় সময় হারায়,
ভোরটা নীরবে পিছিয়ে যায়।