"লিও এর মাঠ ভ্রমন"

in আমার বাংলা ব্লগ6 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই আজ চলে আসলাম একটি নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

লিও এর মাঠ ভ্রমন:

IMG_20251220_230409.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন এক অনুভূতি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

আজ সকাল থেকেই ঝড়ো উত্তরের হাওয়া বইছে।ঘরের পিছনে প্রকান্ড ফসলের মাঠ,মাঠের ফসল কাটা শেষ হয়ে নতুন ফসলের প্রস্তুতি চলছে এখন।আর শীতের সকালে রোদ ওঠার নাম- ই নেই আজ।হাত -পা সবই ঠান্ডায় জমে বরফ।মাঠের পানে বের হওয়ার জো নেই ,কারন তীব্র হাওয়া সেই রাত থেকেই শুরু হয়েছে।

IMG_20251220_230504.jpg

অন্যদিকে আমার বাড়ির পোষ্য বিড়াল লিও।অর্থাৎ সন্তু ও মিনির প্রথম ছেলে,যাকে আমরা আদর করে নাম রেখেছি লিও।বাবা মায়ের মতোই শান্ত স্বভাবের হয়েছে লিও।তবে সারা রাত ঘরের বন্দিদশার জীবন কাটিয়ে সকালে তার চিৎকারে ঘুম ভেঙে যায় আমাদের বাড়ির সকলের।কারন তাঁকে হাঁটতে নিয়ে যেতে হবে রোজকার মতো সকালবেলায়।তবে এত হাওয়ায় বের করলেই ঠান্ডা লেগে যাবে।তাই রোদ বের হওয়ার জন্য অপেক্ষা করলাম।

না না,এটা আমাদের রোজকার নিয়ম।সকাল ও বিকেলের দিকে মাঠ ভ্রমনে নিয়ে যেতে হয় লিওকে।বাকি সময় ঘরের মধ্যে রাখা হয়।তবে সকাল 10 টা বেজে গেলে লিওকে একবার বাইরে বের করা হয়েছিলো।কিন্তু এতটাই হাওয়া বইছিলো ঠান্ডা যে বাড়ি ফিরে আসি।তাই দুপুরবেলা যখন মাঠে নিয়ে গেলাম তখন সে এই গাছের ফাঁকে বসলো।

IMG_20251220_230354.jpg

আসলে যখনই নিয়ে আসি তখনই এই গাছের ফাঁকে এসে সে বসে।যেন গাছগুলো তার চিরচেনা আর এমন পোজ দিচ্ছিলো তাই কয়েকটি ছবি তুলে ফেললাম।আজ দেখলাম ওই গাছে তিনটি ফুল ফুটে রয়েছে।ছোট্ট,তবে সতেজ ও উজ্জ্বল।হলুদ রং আমার খুবই প্রিয়।আর এটি ছিল একেবারেই হলুদ রঙের চারটি পাপড়িবিশিষ্ট ফুল।

জমির আইল ধরে হাঁটতে বেশ লাগে,এতে ব্যায়াম ও হয়ে যায়।কথা না বলা প্রাণীদের সঙ্গে সময় কাটানো হয়ে যায় আবার মনও কিছুটা ফুরফুরে মেজাজের হয়।তাই আমরা যখন জমির আইল ধরে হাঁটছিলাম তখন দুই একটি ধানের শীষ পাচ্ছিলাম।আমি সেগুলো নিচ্ছিলাম,তখন মাঠে থাকা ভেড়া, ছাগল ও গরু নিয়ে চলে আসলো কয়েকজন।তারা মূলত ওই সময় বাড়ি যাবে তাই ওইখান দিয়েই পোষ্যগুলি নিয়ে যাচ্ছে।

IMG_20251220_230427.jpg

ভেড়া,ছাগল ও গরুর আসা দেখে তো আমাদের লিও নাড়া বনে লুকিয়ে থাকে।তারপর ভেড়া,ছাগল যত হাটে ততই ও দৌড়াতে থাকে।একপর্যায়ে সে তো ভয়ে পালাতে পালাতে বাড়ি চলে আসে।আমি যতই দাঁড়াতে বলি ও তো শুনেই না সোজা বাড়ি দৌড়।তাই আমিও বাড়ি চলে আসলাম।তবে এই মাঠ ভ্রমনটি অন্যান্য দিনের তুলনায় বেশ মজার ছিলো।।

IMG_20251220_230445.jpg


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।