অপেক্ষার সাথে গুনছি সময়ের প্রহর || তৃতীয় বছর পূর্তির দ্বারপ্রান্তে আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

Celebration 3 years.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ভালো থাকার প্রতিযোগিতায় নিজেকে গতিশীল রাখার চেষ্টা করছি। সমস্যা আসবে আবার সমস্যা চলে যাবে, জীবনের সাথে সমস্যাগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে কিন্তু তবুও আমাদের এগিয়ে যেতে হবে এবং নিজের অবস্থানে নিজেকে কার্যকর রাখার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে ফলাফল সমূহের দিকে না তাকিয়ে আমাদের চেষ্টা করতে হয়, ভিন্নভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেখুন অনেক ক্ষেত্রেই শুরুতে ভালো ফলাফলের প্রত্যাশা করা যায় না, বরং নিজেকে নিজের অবস্থান হতে যোগ্যতার সেরা কিছু উপস্থাপন করার মাধ্যমে প্রমান করতে হয়, তারপর ফলাফলসমূহ আপনা আপনি রঙিন হতে শুরু করে।

আমার বাংলা ব্লগ কমিউনিটি যখন শুরু করা হয়, তখন আমাদের মাঝে এমন একটা অনুভূতি কার্যকর ছিলো, আমাদের মূল লক্ষ্যই ছিলো একটা, নিজেদের সেরাভাবে উপস্থাপন করা এবং কাংখিত ক্ষেত্রে যোগ্যতার সেরা দৃষ্টান্ত উপস্থাপন করা। আমাদের মাঝে একটা বিষয়ে দারুণভাবে সংযোগ তৈরী হয়েছিলো, সেটা হলো স্টিমিট প্লাটফর্মে বাংলা ভাষার সেরা কমিউনিটি হিসেবে আমার বাংলা ব্লগকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুন্দর একটা অবস্থান তৈরী করা। আমরা শুরু হতেই যে বিষয়ের উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছি সেটা হলো দক্ষতা কিংবা যোগ্যতা, সঠিক বা উপযুক্ত ইউজারদের কাংখিত সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা। যাতে যোগ্যতার আড়ালে হতাশার অন্ধকার যেন সব কিছুকে আড়াল করে না দেয়।

সত্যি বলছি সেই দিনের সেই স্বপ্নগুলো এভাবে, চমৎকার অনুভূতি নিয়ে তিন বছরের পূর্ণতা এনে দিবে সেটা হয়তো তখন কল্পনাও করি নাই। কারন কেন জানি বাংলা ভাষা নিয়ে যতগুলো কমিউনিটি তৈরী হয়েছে স্টিমিট ব্লকচেইনে কিংবা এর বাহিরে, একটা নির্দিষ্ট সময় পর কেমন জানি একটা ফাঁটল তৈরী হয়ে যায় সকলের মাঝে, অনাকাংখিত সংশয় কিংবা সন্দেহ সম্পর্কগুলোকে নিদারুণভাবে ভেঙ্গে দেয়, তারপর কাংখিত সেই লক্ষ্য মুখ থুবড়ে পরে যায়, স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় আর এগিয়ে যাওয়ার সেই আবেগ থমকে যায় অন্ধকারের কালো ছায়ায়। কিন্তু এবার তেমনটা হয় নাই, কারন আমরা কাংখিত এবং উপযুক্ত এক নেতৃত্ব পেয়েছি, পেয়েছি সকল ক্ষেত্রে সকল কিছুর উর্ধ্বে থেকে, সকলের মাঝে পারস্পরিক সম্পর্ক তৈরীর সেরা সংযোগ তৈরী করার সফল কান্ডারী দাদাকে।

Celebration-3years_Logo3.png

দারুণ ভালোবাসা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহন করার মাধ্যমে, আমার বাংলা ব্লগের গতিশীল অবস্থা দারুণভাবে ধরে রেখেছেন দাদা, সময় অসময়ে সামনে এসেছেন এবং কাংখিতভাবে সকল সমস্যার সুন্দর সমাধানের মাধ্যমে আমাদের অনুপ্রাণীত করেছেন এবং উৎসাহতে কোন রকম ভাটা পড়তে দেন নাই। সত্যিটা কখনো অস্বীকার করা যায় না বা সেটা অস্বীকার করার সুযোগও থাকে না, দাদার সঠিক নেতৃত্ব না থাকলে হয়তো আমার বাংলা ব্লগও তিন বছরের দ্বার প্রান্তে পৌঁছাতে পারতো না, সুন্দর একটা পরিবেশের সাথে সুন্দর সম্পর্ক এতো দূর আসতে পারতো না, ভালোবাসার রংয়ে সকলের হৃদয় রঙিন হতো না। আজ যেমন অনেকের স্বপ্ন পূর্ণতা পাচ্ছে, অনেকের কাংখিত অর্জন যেমন বাস্তব হচ্ছে, ঠিক তেমনি নতুভাবে নতুন উদ্যমে লক্ষ্য পূরণে কেউ এগিয়ে যেতো পারতো না।

সহজ কথায় বলছি, সুযোগ হয়তো সবাই তৈরী করে দেয় কিন্তু সেখানে সফল হওয়ার জন্য পথ প্রশস্ত কিংবা সহজ করে দেয় না কেউ। কিন্তু আমার বাংলা ব্লগ এবং আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা শুধুমাত্র সুযোগ তৈরী করেন নাই বরং সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর পথ তৈরী করে দিয়েছেন, সেই পথের অন্ধকার দূর করে দিয়েছেন, ভালোবাসার নতুন দৃষ্টান্ত তৈরী করেছেন। আজ আমার বাংলা ব্লগ তিন বছর পূর্তির একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, কৃতজ্ঞতার সাথে ভালোবাসা প্রকাশ করছি দাদার প্রতি, দাদার পরিবারের প্রতি এবং তাদের সকলের প্রতি যারা শুরু হতে শেষ পর্যন্ত দাদার সাথে ও পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন।

ইতিমধ্যে আপনারা সবাই দাদার পোষ্ট দেখেছেন, যেখানে দাদা বর্ষপূর্তি অনুষ্ঠানের বিষয়ে আপনাদের সাজেশন জানতে চেয়েছেন। অনেকেই দারুণ সাজেশন দিয়েছেন, আবার অনেকেই হয়তো এখনো দেন নাই। সবাইকে অনুরোধ করছি, আমার বাংলা ব্লগ নতুন আয়োজনে - নতুনভাবে সাজবে, রঙিন অনুভূতিতে রাঙাবে- বর্ষপূর্তির আয়োজন। তাই আসুন কাংখিতভাবে, কাংখিত পরিবেশ নিয়ে, দারুণ সমন্বয় নিয়ে সম্মিলিতভাবে আমাদের কমিউনিটি, হৃদয়ের কমিউনিটি, বাংলা ভাষার মুগ্ধতায়, নতুনভাবে সাজিয়ে নতুন কিছু নিয়ে, এগিয়ে যাই হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ তৈরী করে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমণ প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাই এই তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে সবার মাঝেই অনেক আবেগ এবং উদ্দীপনা কাজ করছে এবং সেই বিষয়গুলোই অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দাদা আমাদের পথ দেখিয়েছে এবং সেই পথে কিভাবে চলতে হবে সেটাও আমাদেরকে বলে দিয়েছেন, সেই বিষয়টিও আপনি অনেক চমৎকারভাবে উপস্থাপন করেছেন ভাই। আশা করছি এই অনুষ্ঠানটি অন্যান্য বারের অনুষ্ঠানের তুলনায় অনেকটাই আলাদা এবং জাকজমক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

দাদা আছে বলেই স্বপ্নগুলো হাতছানি দিচ্ছে, দাদা আছে বলেই আমার বাংলা ব্লগ এর সাথে সাথে আমাদের সময়গুলো রঙিন হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আগের আসরগুলোতে সমস্যার কারণে থাকতে পারি নাই, এবার আমি খুব উত্তেজিত এবারে থাকতে পারবো বলে মনে করতেছি, আমার বাংলা ব্লগ মানে ভিন্ন কিছু। এবারের আসরটা একদম ভিন্নমাত্রায় উদযাপন হবে। প্রতিটা মানুষ মুহূর্তটাকে সুন্দর করার জন্য মুখিয়ে আছে, যে যেমন করে পারে তেমনভাবে উদযাপন করবে। ইউজারদের কাঙ্খিত সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন। ভালো কোয়ালিটি পোস্ট গুলোকে আমাদের হাইলাইট করতেছেন। বেশ ভালো লাগার একটা মাধ্যম। আমরা ভালোবেসে এখানে কাজ করতে পারতেছি আপনাদের জন্য ও দাদার কারণে। আশা করি বেশ দারুন একটা অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারব।

 2 years ago 

অবশ্যই ভাই, এবারের আয়োজনটি হবে ভিন্নতায় ভরা, রঙিন সূতায় সাজানো রঙিন আড্ডাখানা।

 2 years ago 

কথাগুলো পড়ে একদম মন ছুয়ে গেল ভাইয়া। আসলে এটা ঠিক বলেছেন অন্যান্য যে জায়গা গুলোতে বাংলা নিয়ে লেখালেখি বা কোন কিছু গঠিত হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে গিয়েছে বিভিন্ন কারণে অকারনে। কিন্তু এই প্রথম এমন একটা কমিউনিটিতে কাজ করছি যেখানে তিনটা বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে সব কিছুতে সময়ের সাথে সাথে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করাটা সবার দ্বারা সম্ভব হয় না। এই কমিউনিটিতে আমি একদম শুরু থেকেই রয়েছি। আর তাই সব কিছুই মোটামুটি দেখে এসেছি। দাদার সকল রকমের অনুপ্রেরণা এবং কাজের ক্ষেত্র তৈরি করার পাশাপাশি কাজকে সহজ করে দেয়ার মত উদ্যোগ গ্রহণ করেছেন। আমার বাংলা ব্লগের প্রাণকেন্দ্রই হলেন তিনি। সবকিছুকে ঠিক রেখেছেন আর সর্বদিক বিবেচনা করেই কিন্তু সকল কাজ করেন। এজন্যই আমার বাংলা ব্লগ এখনো সুন্দর ও সুশীল রয়েছে।

 2 years ago 

কারন সেখানে আগ্রহী ছিলো, সুগঠিত টীম ছিলো কিন্তু সঠিক নেতৃত্ব ছিলো না। আমরা ভাগ্যবান কারন আমরা দাদার মতো সঠিক নেতৃত্ব পেয়েছি। দাদার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ

 2 years ago 

আপনার লেখাগুলো পড়লে অনেক বেশি শান্তি লাগে ভাইয়া। আসলেই প্রতিনিয়ত বিভিন্ন সমস্যাকে জয় করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে । বেশ কয়েকদিন ধরেই তৃতীয় বর্ষের আমেজ এসেছে। আসলে এত বেশি আনন্দ লাগতেছে কি বলবো। মনে হচ্ছে যেন এই বিষয়টা আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। আর এটা ঠিক বলেছেন , আমাদের প্রিয় দাদার মতো একজন উপযুক্ত নেতৃত্ব আছে বলেই হয়তোবা এই তিনটা বছর আমরা একসাথে রয়েছি। আগামী বছরগুলো থাকবো। আর এই বর্ষপূর্তিতেও আমরা সবাই মিলে অনেক মজা এবং আনন্দ করবো। এখন শুধু গতবছরের অনেক কথা গুলো মনে পড়তেছে।

 2 years ago 

একদমই, পুরোপুরিভাবে আমাদের জীবনের সাথে, আমাদের কল্পনা এবং স্বপ্নের সাথে মিশে গেছে। জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ মনে হয় আমার বাংলা ব্লগকে।

 2 years ago 

৩য় বর্ষপূর্তি ছঁই ছুঁই। ইতিমধ্যে দাদা একটি পোস্ট তৈরি করে ইউজারদের মতামত চেয়েছেন। তবে প্রিয় কমিউনিটির ৩য় বর্ষ পূর্তিতে আপনার অনূভূতি পড়ে কিন্তু সত্যি বেশ মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

শুধুই কি তিন বছর, আমরা এগিয়ে যেতে চাই এই বন্ধন অটুট রেখে আরো দূর থেকে বহুদূর। বেশ ভালো লাগলো ভাই, সকাল সকাল ঘুম থেকে উঠে লেখাটা পড়ে। এটা এমন একটা কমিউনিটি কিংবা আবেগের স্থান, যা নিয়ে হাজারো লিখলেও মনে হবে কিছুটা কমতি রয়ে গিয়েছে, ভালোবাসা নিরন্তর ভাই। 🙏❤️

 2 years ago 

একদমই মনের কথা বলেছেন ভাই, পোষ্ট করার পরও মনে হচ্ছে অনেক কিছু বলা হয় নাই, অনেক কথা এখনো অপ্রকাশিত রয়েগেছে হৃদয়ের গভীরে।

 2 years ago 

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির তিন বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যেই উৎসব রব পরে গিয়েছে সকল ক্ষেত্রেই। কী যে আনন্দ লাগছে আমারই দেখতে! আর আপনারা যারা শুরু থেকেই যুক্ত আছেন, তাদের অনুভূতি তো অবশ্যই বিশেষ ভাবেই আরো আনন্দের আরো আলাদা হবে সেটা সহজেই বুঝতে পারছি। আসলেই আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির সার্বিক উন্নতির জন্য শ্রদ্ধেয় দাদা সবসময়ই কাজ করে গেছেন, সাথে অবশ্যই আপনাদের শ্রম ও অভাবনীয় ভূমিকা পালন করেছে ভাই। আর সাধারণ ইউজাররা তো আছিই। সব মিলিয়ে দারুণ একটি পরিবেশ, দারুণ একটি পরিবার পেয়েছি যেন!

 2 years ago 

সত্যি বলতে আমার বাংলা ব্লগের সাথে সংযুক্ত হওয়ার পর সবচেয়ে বড় প্রাপ্তি ছিলো দাদার সাথে সাক্ষাত এবং দাদাকে জড়িয়ে ধরার মুহুর্তটি। অনেক ধন্যবাদ

 2 years ago 

দেখতে দেখতে কিভাবে যে এতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে হয়তো আমরা সবাই এগিয়ে গেছি। হাজারো সমস্যার মাঝে আমরা বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাবো ভাইয়া। অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 2 years ago 

সত্যি এখনো মনে হচ্ছে আমার কাছে এই তো সেদিন আমার বাংলা ব্লগের যাত্রা শুরু হলো।

 2 years ago 

আমার বাংলা ব্লহের ৩ বছর উপলক্ষে অনেক সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তারা সেটা নিয়ে দাদা আমাদের মতামত চেয়েছে। আসলে দাদা সব সময় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছেন। যার কারণে আমার বাংলা ব্লগ আজ এত সুন্দর একটি পজিশনে এসেছে।আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত । আশা করছি তিন বছর উপলক্ষে অনুষ্ঠানটি অনেক আনন্দময় এবং উৎসবমুখর হবে।

 2 years ago 

এটা আমাদের জন্য পরম এক পাওয়া, দাদার মতো মানুষের সান্নিধ্যলাভ সত্যি ভাগ্যের ব্যাপার।