বাড়ির সবজি বাগানের শিমের দারুণ কিছু দৃশ্য

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে শীতের উষ্ণতা দারুণভাবে উপভোগ করছি। আর যেহেতু বাড়িতে সুন্দর একখন্ড সবুজ বাগান রয়েছে সেহেতু দারুণভাবে সময় ব্যয় করার চমৎকার সুযোগ রয়েছে আমার কাছে। আমি সেটা দারুণভাবে করার চেষ্টা করছি। আর এই মুহুর্তে আমার বাড়ির সবজি বাগানে দারুণ হাসি রয়েছে, বিশেষ করে লাউ গাছের ফুল এবং শিম গাছের শিমের দৃশ্যগুলো দারুণ মুগ্ধতা ছড়াচ্ছে, বাগানের মাঝে প্রবেশ করলেই তা দারুণভাবে হৃদয়ে ছড়িয়ে যায়।

এর আগে আমি বাড়ির বাগানের শিম গাছের ফুলের দারুণ কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আজকে তার পূর্ণতা পাওয়ার চমৎকার কিছু দৃশ্য শেয়ার করবো, অর্থাৎ ফুল হতে শিমে রূপান্তরিত হয়েছে এমন কিছু দৃশ্য শেয়ার করবো। গতকাল সকালে বাগানে প্রবেশ করার পর শিমগুলো দেখেছি, এটা আমার জন্য অন্যতম একটা দারুণ মুহুর্ত। সত্যি বলতে আপনি নিজ উদ্যোগে নিজে যখন কিছু করার চেষ্টা করবেন, আর একটা নির্দিষ্ট সময় শেষে যখন সেখানে পূর্ণতার কিছু দৃশ্য পরিলক্ষিত হবে তখন আপনার অনুভূতিগুলো মুহুর্তের মাঝে রঙিন হয়ে যাবে।

আমি একটা বিষয়ে দারুণভাবে নিজের উচ্ছ্বলতা প্রকাশ করে থাকি, সবুজের মাঝে সবুজের সাথে। আর এই বিষয়টি আমি তখনই উপলব্ধি করতে পারি যখন আমি আমার বাড়ির বাগানে প্রবেশ করি। যাইহোক, চলুন আজকে চমৎকার কিছু দৃশ্য উপভোগ করি, শিম গাছের ছোট ছোট শিমগুলোর সতেজ মুহুর্তে হৃদয়টা চঞ্চল করি।

IMG_20251212_141035.jpg

IMG_20251212_140916.jpg

IMG_20251212_141219.jpg

এই শিমগুলো একটু দারুণ স্বাদের, বিশেষ করে এগুলোর মাঝে বিচিগুলো একটা বড় বড় থাকে। যার কারণে শিমের সাথে সাথে শিমের বিচিরও দারুণ স্বাদ পাওয়া যায়। বিশেষ করে যখন শিমের সবজি রান্না করা হয় আর সেখানে যদি এই বিচিওয়ালা বিশেষ জাতের শিমগুলো থাকে, তখন নিঃসন্দেহে সেটার স্বাদটা দারুণ হয়ে যায়।

IMG_20251212_140951.jpg

IMG_20251212_141059.jpg

IMG_20251212_141114.jpg

যখনই নিজের সময় ব্যয় করে কিছু করবেন, মানে যেখানে কিছুটা পরিশ্রম করবেন, আর সেখানে যখন সামান্য সফলতা স্পষ্ট হয়ে উঠবে তখন আপনার হৃদয়ের মাঝে একটা দারুণ প্রশান্তি চলে আসবে। বাড়ির বাগানের অনুভূতিগুলো সত্যি এমন, এখানে সময় ব্যয় করতে হয়, নিয়মিত পরিচর্যা করতে হয় এবং প্রতিনিয়ত একটা সুন্দর দৃষ্টি রাখতে হয় গাছগুলোর উপর। তো এমন কিছুটা সময় ব্যয় করার পর যখন সুন্দর ফলাফল সামনে থাকে তখন বেশ রঙিন হয়ে উঠে মুহুর্তগুলো।

IMG_20251212_140928.jpg

IMG_20251212_140938.jpg

এই শিমগুলো আরো বড় হবে, শিম হিসেবে পূর্ণতা পাবে, তার সাথে সাথে আমার হৃদয়ের অনুভূতিও পূর্ণতা পাবে। হয়তো পরবর্তীতে আপনাদের সাথে এই বাগানের শিমের দারুণ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো। আশা করছি পুরো বাগানজুড়ে এমন সুন্দর ও সতেজ শিমে ভরে যাবে। পরবর্তীতে আরো দারুণ কিছু দৃশ্য নিয়ে আপনাদের সাথে আপডেট শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...