আবেগের কবিতা || তুমি কল্পলোকে ভাসা মমতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ15 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লহা, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে শীতের উষ্ণতার আবরণে হৃদয়ের চঞ্চলতাগুলোকে একটু সতেজ রাখার চেষ্টা করছি। সময় পরিবর্তন হয়ে গেছে, সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কগুলোর মাঝেও পরিবর্তন এসেছে। আসলে সময়ের সংশয় কিংবা সন্দেহ খুবই মারাত্মক একটা জিনিষ, যা ধীরে ধীরে আমাদের ভেতরের অনুভূতিগুলোকে পাল্টে দেয়, পাল্টে দেয় ভালোবাসার সেই কোমল স্পন্দন। কিন্তু তবুও কি আমরা ভালোবাসা হতে দুরে সরে যেতে পারি?

ভালোবাসা এমন একটা মোহ, যা হৃদয়ের কোমলতার মাঝে চঞ্চল থাকে। শত যন্ত্রণার মাঝেও একটু উষ্ণতার পরশ খোঁজে। হয়তো এই কারণেই মানুষের হৃদয় হতে ভালোবাসা নামক শব্দটা হারিয়ে যায় না কভু, হয়তো এই জন্যই মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহুর্ত পর্যন্ত ভালোবাসার স্পন্দন ধরে রাখে। ভালোবাসা নামক উষ্ণতার পরশ আছে বলেই হয়তো, সব কিছু উপেক্ষা করে মানুষ ভালোবাসার সীমানায় প্রবেশ করতে চায়। হাজার যন্ত্রণার মাঝেও একটু শীতলতার স্পর্শ এনে দেয় ভালোবাসার অনুভূতি। ভালোবাসার আবেগের অনুভূতিগুলোকেই একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি আজকের কবিতায়, চলুন পড়ে দেখি-

love-381799_1280.jpg

তুমি চঞ্চলতা ছড়িয়েছো
উষ্ণতার শীতল চাদরে,
তুমি ভালোবাসায় জড়িয়েছো
মমতার পরম আদরে।

তুমি আমার হৃদয়ের চঞ্চলতা
উষ্ণতায় রাখো নির্মল,
তুমি আমার হৃদয়ের স্পন্দন
কল্পনায় রাখো বিমল।

তুমি জোসনা ছড়িয়েছো
মনের অন্ধকারাচ্ছন্ন সীমানায়,
তুমি উদ্দীপনায় জড়িয়েছো
কামনার নীরব আঙিনায়।

তুমি আমার হৃদয়ের জোসনা
আলোকিত রাখো দিবানিশি,
তুমি আমার উদ্দীপনার কবিতা
ব্যাকুলিত রাখো স্বপ্ননিশি।

তুমি কল্পলোকে ভাসা মমতা
আবেগে জড়িয়ে রাখো,
তুমি গল্পলোকে জাগ্রত মায়া
নিঃশ্বাসে জড়িয়ে থাকো।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...