"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৩ || শেয়ার করো তোমার স্কুল জীবনের কোন তিক্ত অভিজ্ঞতার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

Cover_Final.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে নতুন আরো একটি প্রতিযোগিতার ঘোষণা নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের ২৩তম প্রতিযোগিতা এটি। আর এবারের বিষয় রাখা হয়েছে স্কুল জীবন নিয়ে। কারণ আমাদের জীবনের ভালো কিংবা মন্দ অধিকাংশ স্মরণীয় ঘটনা থাকে স্কুলকে কেন্দ্র করে। কিছু যেমন ভালো থাকে ঠিক তেমনি কিছু থাকে খারাপ। তবে আমরা এবারের প্রতিযোগিতার মাধ্যমে আপনার সেই খারাপ অভিজ্ঞতার অনুভূতি শুনতে ইচ্ছুক।

যে অনুভূতিটা আজও আপনার মনে গেঁথে রয়েছে, মাঝে মাঝে আপনাকে যন্ত্রনা দেয় কিংবা চাইলেও সেটা মুছে ফেলতে পারেন না। হতে পারে সেটা আপনার ক্লাসরুমে ঘটা শিক্ষকদের সাথে কোন ঘটনা, অথবা স্কুলের মাঝে গন্ডগোল পাকানো বন্ধুদের সাথে কোন ঘটনা, অথবা স্কুলে যাওয়া কিংবা আসার সময়ে ঘটা সহপাঠীদের সাথে কোন কিছু। আছে না এই রকম অনেক কিছু যা অনাকাংখিতভাবে হয়ে যায় এবং পরবর্তীতে নানা কারনে সেটার অনুভূতিগুলো ভুলা যায় না। আমরা আপনার স্কুল জীবনে ঘটে যাওয়া এই রকম কিছুর অনুভূতি শুনতে চাই।

তাহলে আর দেরী কেন? শুরু করে দেন প্রস্তুতি এবং নির্দিষ্ট সময়ের মাঝে আপনার তিক্ত অভিজ্ঞতার অনুভূতিটি সুন্দরভাবে উপস্থাপন করে প্রতিযোগিতায় অংশগ্রহন নিশ্চিত করুন। তবে অবশ্যই শর্তাবলীর প্রতি যত্নবান থাকবেন। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে আমার বাংলা ব্লগের উইটনেস Bangla.Witness কে ভোট দিয়ে দিন। কারন আমাদের উইটনেসকে ভোট দেয়া না হলে আপনার অংশগ্রহণ বাতিল হয়ে যাবে।

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার স্কুল জীবনের তিক্ত অভিজ্ঞতার অনুভূতিতে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ২৯ সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-23, #bitter-feelings এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 27th Sep 2022 – Win 550+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem

 2 years ago 

আমার অংশগ্রহণ:-
https://steemit.com/hive-129948/@bidyut01/6htgeb-or-or

 2 years ago 

অংশগ্রহন ক্রমিক নং-01

 2 years ago 

আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@ripon40/4zsw4f-or-or

 2 years ago 

কনটেষ্ট অংশগ্রহণ নং 02

 2 years ago 

স্কুল জীবনের অনেক স্মৃতি বিজড়িত গল্প রয়েছে যেটা এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যেটা কখনোই ভুলবার নয় দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। সত্যিই সেই দিনের স্মৃতির কথা মনে করিয়ে দিলেন।

 2 years ago 

আমার বাংলা ব্লগ মানে কনটেস্ট মেলা।থাকে প্রায় প্রতিযোগিতা খেলায় ভরা।প্রতিযোগিতা খেলায় জানা যাবে সবার মনে স্কুল /কলেজ জীবনের তিক্ত অভিজ্ঞতার অনুভূতির কথা।

 2 years ago 

আমার বাংলা ব্লগের এডমিন মডারেটররা প্রতিনিয়ত আমাদেরকে হাসিখুশি এবং প্রাণবন্ত রাখার চেষ্টা করেন। আর সে হাসিখুশি ধারাবাহিকতা বজায় রাখার জন্য "স্কুল জীবনের কোন তিক্ত অভিজ্ঞতার অনুভূতি" এত সুন্দর নতুন একটি কন্টেন্ট উপহার দেওয়ার জন্য সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে নিজের অভিমত প্রকাশ করছি এবং চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

ভাল একটা বিষয় নির্বাচন করেছেন প্রতিযোগিতার।সবার স্কুল জীবনের তিক্ত অভিঞতা জানতে পারব। সবার কাছ থেকে মজার মজার সাথে তিক্ত মিক্স করা গল্প শুনবো।ভাল লাগবে অনেক। ধন্যবাদ ভাইয়া সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

 2 years ago 

ভালো উদ্যোগ,শেয়ার করব। প্রাইজ হোক বা না হোক। শেয়ার করব এই কারণেই যে শিক্ষক/শিক্ষিকা সত্যিই কি সব সময় রেসপেক্টেড হয় কিনা সেটা সকলকে জানাব।স্কুলই করতে হবে নাকি কলেজ/ইউনিভার্সিটি করলেও চলবে?

 2 years ago 

জ্বী আপু শুধুমাত্র স্কুলের, কারন কলেজ এর বিষয়গুলো অন্য দিকে চলে যায়।

 2 years ago 

ঠিক আছে। করব। ধন্যবাদ। ❤

 2 years ago 

অনেক রহস্য উন্মোচন হতে চলেছে,অধীর আগ্রহে আছি।
শুভ কামনা রইলো সবার জন্য।

 2 years ago (edited)

ধন্যবাদ আমার বাংলা ব্লগের সকল এডমিন মডারেটরদের । এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা স্কুল জীবনের স্মৃতি শেয়ার করতে পারব.

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.031
BTC 61243.73
ETH 2974.21
USDT 1.00
SBD 3.69