চেষ্টা যখন উপেক্ষিত-সম্ভাবনা তখন স্তিমিত
শুভ বিকেল সবাইকে,
মানুষ হিসেবে আমরা স্বপ্ন দেখতে খুব বেশী ভালোবাসি কারন আমাদের কল্পনাশক্তি রঙিন আকাশে উড়তে বেশী পছন্দ করে। কিন্তু পছন্দ করে না আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টি, পছন্দ করে না নিজের সম্ভাবনাসমূহকে কাজে লাগানোর চেষ্টাকে। একটা বিষয় একদমই স্পষ্ট আর তা হলো, চেষ্টার বিষয়টি সব সময় আমাদের নিকট উপেক্ষিত থাকে, যার কারনে আমাদের দ্বারা ভালো কিছু অর্জন করা সম্ভব হয় না, আমরা নিজেদের যোগ্যতা প্রমানে সামর্থ হই না এবং সম্ভবনাগুলোকে বাস্তবে কাজে লাগাতে পারি না।
আসলে এটা এক কঠিন বাস্তবতা, চেষ্টা যেখানে উপেক্ষিত থাকে আগ্রহের অবস্থান সেখানে জিরো থাকে আর এই দুটোর সঠিক অবস্থান ছাড়া সফলতা আসার পথটি হয়ে যায় সংকোচিত। আমাদের অবস্থান অনেকটাই এই রকম হয়ে আছে। চেষ্টা না করার ফলশ্রুতিতে আমাদের সম্ভাবনাগুলো দিন দিন স্তিমিত হয়ে আসছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আমাদের ঘিরে ধরছে দারুনভাবে, আমরা অন্ধকারাচ্ছন্ন অবস্থানকেই নিজেদের নিয়তি হিসেবে ভাবতে শুরু করছি।
কিন্তু নিজের অবস্থান এবং যোগ্যতার বিষয়টি নিয়ে নিজেকে প্রশ্ন করার সৎ সাহস আমাদের মাঝে তৈরী হচ্ছে না, যার কারনে নিজের ভিতরে আত্মবিশ্বাসটিকে আমরা বের করে আনতে পারছিনা এবং নিজের সামর্থের সঠিক মূল্যায়নের মাধ্যমে আলোকিত পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব এই বিশ্বাসটিকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছি।
তাহলে আমাদের এই অবস্থানের কি কোন পরিবর্তন আসবে না? আমরা কি নিজেদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারবো না? নাকি অন্ধাকারাচ্ছন্ন অবস্থানই আমাদের জন্য স্থায়ী হয়ে যাবে? প্রশ্নগুলোর উত্তর পজিটিভ হতে পারে, যদি আপনি চেষ্টা করেন এবং চেষ্টা করতে থাকেন। কিন্তু কি চেষ্টা করবেন, কিভাবে চেষ্টা করবেন এবং কতটুকু চেষ্টা করবেন?
সবগুলোর সহজ উত্তর নিজের সেরাটা দিয়ে চেষ্টা করুন, অবিরাম চেষ্টা করুন এবং নিজের শেষ শক্তিটুকু দিয়ে হলেও চেষ্টা করে যান। তবেই সম্ভব আলোকময় পরিবেশ ফিরিয়ে আনা। নিজের শুরুটার প্রতি লক্ষ্য করুন, আপনি তো এই রকম ছিলেন না? আপনার শৈশবতো ভিন্ন কিছুর স্বাক্ষী দিচ্ছে, বার বার- বার বার হোঁচট খাওয়ার পরও তো আপনি থেমে যান নাই, পরিবারের সবাই আপনাকে থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কারন তখন আপনি ছিলেন অবিচল এবং নিজের লক্ষ্যের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। যার কারনে আপনি ঠিক সফল হয়েছিলেন নিজের পায়ে দাঁড়াবার, আপনি ঠিক সফলতা লাভ করেছিলেন নিজের পায়ে হাঁটার ক্ষেত্রে।
তাহলে আজ কেন নিজের চেষ্টাগুলো সম্মুখে আসে না, আজ কেন নিজের বিশ্বাসটি আলোর মুখ দেখে না এবং সম্ভাবনাগুলো উজ্জ্বল হয় না? কারন আপনি থেমে গেছেন, থেমে গেছে আপনার চেষ্টা এবং সেই সাথে কিছু করার আগ্রহ। আপনার মাঝে আত্মবিশ্বাসের দারুণ অবনতি ঘটেছে, তাই আপনি অন্ধকারকেই নিজের নিয়তি হিসেবে বেছে নিয়েছেন, যা খুবই লজ্জাজনক!
নিজের সবটুকু উজাড় করে দিন এবং নিজের সামর্থ্যের উপর পূর্ণ বিশ্বাস রাখুন। হয়তো শুরুতে কিছুই আসবে না, কিন্তু কিছু বিষয়ের অভিজ্ঞতা বার বার চেষ্টা করার ক্ষেত্রে নতুন পথ খুজেঁ পেতে ঠিক সহযোগিতা করবে। আর যারা নিজের সামর্থ্যের উপর পূর্ণ বিশ্বাস রেখে বার বার চেষ্টা করে এবং করতেই থাকে, সফলতা হাসি মুখে তাদের নিকট ফিরে আসতে বাধ্য হয়।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া,কি ভাবে কি বলবো বুঝতেছি না,আপনি এতো সুন্দর ভাবে একটি বিষয় উপস্থাপন করেন যা আমার কাছে খুব ভালো লাগে, আপনার উপস্থাপনা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।
চেষ্টা ছাড়া কেউ কখনো সাফল্য অর্জন করতে পারে না, চেষ্টা চালিয়ে যেতে হবে,সাফল্য একদিন আসবে। আপনার পোষ্ট দেখে অনেক অনুপ্রেরণা পেলাম,ধন্যবাদ আপনাকে ভাইয়া💜💜
জীবনের সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো নিজের আগ্রহ ও ইচ্ছাশক্তি। নিজের আগ্রহ ও ইচ্ছাশক্তি থাকলে জীবনে প্রতিটি পদক্ষেপে খুব সহজেই সফলতা অর্জন করা সম্ভব। আমরা অনেক সময় ভাবি এ জীবন হয়তো ব্যর্থ। কিন্তু এই ব্যর্থ জীবনের জন্য দায়ী আমাদের মানসিকতা। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে সফলতার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে সাজানো সম্ভব। জীবনে অনেক চাওয়া পাওয়া অপূর্ণ রয়ে যায় শুধুমাত্র চেষ্টার অভাবে। ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
খুব সুন্দর বলেছেন আপু, এটাই বাস্তবতা যারা বুঝে তারা কখনো আটকে যায় না। ধন্যবাদ
আপনার লেখার সৌন্দর্য সবসময় অনেক উপরে। অনেক সুন্দর ও আরো একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আপনি লিখেছেন। নিজের আগ্রহ ও ইচ্ছা শক্তি দিয়েই জীবনের সফলতার চাবিকাঠি খুঁজে পাওয়া যাই। অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বী ভাই ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
বাহ্! কি অসাধারণ লেখা ভাই আপনার। এমন একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন এতে করে আমরা যারা জিমিয়ে আছি তারা নতুন করে শক্তি সঞ্চয় করার একটা উপায় পেলাম আপনার এই বাস্তবসম্মত পোষ্টের মাধ্যমে। আপনি ঠিকই বলেছেন ভাই আমরা খুব অল্পতে ভেঙে পড়ি যখনই কোনো কাজ করতে গিয়ে কাজটি সঠিকভাবে করতে না পারি তাহলে আমরা হতাশ হয়ে পড়ি। তাই আমাদেরকে হতাশ হলে চলবে না। আমাদের চেষ্টাকে আমাদের বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই বিষয়টি বুঝতে পারার জন্য, আসলে বিজয় আমাদের কপালে না বরং আমাদের টেষ্টায় নিহিত থাকে। ধন্যবাদ
আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে,(কঠোর পরিশ্রম)।কিন্তু আমরা চাই পরিশ্রম না করেই সফলতা অর্জন করতে চাই।আসলে সেটা বোকামি ছাড়া কিছুই না।আমাদের চেষ্টার পরিমাণ থাকতে হবে ঊর্ধ্বমুখী।কখনো চেষ্টার অবনতি যেন না হয় তবেই আমরা সফলতা আশা করতে পারি।
আপনি এখানে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন।এই প্রশ্ন গুলোর উত্তর পজেটিভ হলেই আমরা সফল হতে পারবো।
আমাদের জীবনে অবশ্যই সফলতা আসবে কিন্তু আমাদের পরিশ্রম করে যেতে হবে।
আমাদের সম্ভাবনা গুলো তখনই কাজে লাগাতে পারবো যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি তবেই।
কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে বেরিয়ে আসতে পারি।
অনেক সুন্দর এবং শিক্ষণীয় একটি পোস্ট ছিল ভাই।অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। আসলে আমাদের চারপাশে প্রচুর অনুপ্রেরণা রয়েছে, কিন্তু আমরা সেগুলো হতে কিছু শেখার চেষ্টা করি না।
😍💝হুমম ভাই
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
অনুপ্রেরণা মূলক পোস্ট। সব সময় শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আপনাকে অভিনন্দন ভাই। পোষ্টটি অবশ্যই গুরুত্বের সর্বোচ্চ মাকাম নিদর্শন করে
ধন্যবাদ ভাই পোষ্ট পড়ে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
পজিটিভ ভাবেই যেকোনো কাজ করতে হবে সাথে ইচ্ছাশক্তি আশু প্রয়োজন। ইচ্ছাশক্তি দিয়ে অনেক কঠিন পরিস্তিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।
সফলতার অংক পরেও করা যাবে তবে পরিশ্রমের বিকল্প ছিলোনা হবেও না।
এই লাইনগুলোর মর্মার্থ অনেক বেশি। কেও যদি কোনো ব্যাপারে বা কাজে নিজেকে উজাড় করে দেয় বা ওই কাজে লেগে থাকে। তাহলে ওই কাজে সফলতা আসেই।
আর অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার।
নিজের আগ্রহ ,নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস মানুষকে বহুদূর অব্দি এগিয়ে নিয়ে যায়।চেষ্টা কখনো বিফলে যায় না।নিজের প্রতি নিজের অদম্য ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে সঠিকতা অবলম্বন করে কোনো কাজে চেষ্টা করে যেতে হবে।অনেক শিক্ষনীয় বিষয় সম্পর্কে তুলে ধরেছেন ভাইয়া, যাতে প্রতিটি লাইনে যুক্তি দিয়ে উপস্থাপন করা হয়েছে।ধন্যবাদ ভাইয়া।