আবেগের কবিতা || বিষন্নতায় ঢাকা হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ16 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় কিছুটা ভালো আছি তবে সেটা শুধুমাত্র শান্তনার জন্য বলা, কিন্তু মানসিকভাবে সত্যি বলতে মোটেও ভালো নেই। আসলে পরিস্থিতি মাঝে মাঝে আমাদের প্রতিকূলে চলে যায় নিদারুণভাবে, অনাকাংখিত বিষয়গুলো বার বার সম্মুখে চলে আসে এবং আমাদেরকে অপ্রস্তুত করে দেয়। আমরা চাইলেও সেগুলোকে যেমন এড়াতে পারি না, ঠিক তেমনি চাইলেও সেগুলোর সমাধান করতে পারি না। বরং নির্মমভাবে সময়ের সাথে আমাদের সেগুলোকে বয়ে বেড়াতে হয়, কখনো সেই সময়টা দীর্ঘতর হয় আবার কখনো সেগুলো দ্রুত শেষ হয়ে যায়। এখানে আমাদের শুধুমাত্র অসহায়ের মতো থাকতে হয়।

যাইহোক, চাইলেও যেমন বাস্তবতাকে মেনে নিতে হয় ঠিক তেমনি না চাইলেও সেটাকে মেনে নিতে হয়, ভিন্ন কোন পথ থাকে না আমাদের সম্মুখে। বলতে পারেন ঠিক তেমন একটা পরিস্থিতি আমার সম্মুখে। আজকে আমি অনুভূতির বিষন্নতা নিয়ে একটা কবিতা শেয়ার করবো। বলা হয় মন খারাপ থাকলে নাকি দ্রুত কবিতা লেখা যায়। আসলে বিষয়টি তেমন না বরং অনুভূতি চঞ্চল থাকলে শুধুমাত্র কবিতা লেখা যায়। অন্যত্থায় একটা কবিতা লিখতে কখনো কখনো পুরো দিন চলে যায়। চলুন তাহলে বিষন্ন হৃদয়ের একটা কবিতা পড়ি-

child-438373_1280.jpg

বিষন্ন হৃদয়ে আছে যত
যন্ত্রণায় লুকানো বিষন্নতা,
তোমার নিরব স্পর্শের ছোয়ায়
পাল্টে যায় শীতলতায়।

তুমি স্পর্শের দারুদ জাদু
চঞ্চলতার সেরা কিছু,
তোমার সঙ্গতার নির্মল আলোতে
হৃদয় চঞ্চল ভালোবাসার পরশে।

তিমির নিশিতে একাকি আমি
কল্পনায় খুঁজি তোমাকে,
তুমি ছাড়া হৃদয়ের যন্ত্রনা
লুকাবো আমি কোন কাননে?

তুমি হৃদয়ের শ্রেষ্ঠ কানন
সৌরভে জাগ্রত আলোড়ন,
তুমি ছাড়া কল্পনাগুলো বিষন্ন
বড্ড বেশী নিথর-নিরব।

নীল সমুদ্রের শেষ সীমানায়
একাকি বসা দুঃখের কিনারায়,
তুমি কি আসবে হৃদয়ের আঙ্গিনায়?
হৃদয় রাঙাতে কোমল ভালোবাসায়?

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 16 days ago 

সান্ত্বনার জন্য বললেন ভালো আছি।কিন্তু মানসিক ভাবে ভালো নেই।মন ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না।দোয়া করি আপনি যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন আল্লাহ তাঁর খুব সুন্দর সমাধান করে দিন,আমিন।
বরাবরের মতো আজকের কবিতাটি ও দারুন হয়েছে। কবিতার লাইনগুলো চমৎকার লেগেছে।প্রিয় মানুষটির জন্য সমুদ্রের কিনারায় বসে থাকা এক প্রেমিক হৃদয়ের আকুলতা কবিতার মাঝে ফুটে উঠেছে। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।

 16 days ago 

বাস্তবতা সত্যি অনেক বেশী কঠিন, আমরা চাইলেও সব সময় সেটাকে মেনে নিতে পারি না। অনেক ধন্যবাদ আপু।

 16 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। নিজেকে অপেক্ষায় রাখুন ভাই ভালোবাসার মানুষ একদিন এসে হৃদয়ের আঙ্গিনা রাঙিয়ে দিবে কোমল ভালোবাসা দিয়ে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

ভাই এটা সত্যি বলেছেন যে হৃদয় চঞ্চল না থাকলে কবিতা লিখতে গেলে পুরো একটা দিন চলে যাবে তাও কবিতা লেখা শেষ হবে না। আমাদের হৃদয়কে সবসময় চঞ্চলও জাগ্রত রাখতে হবে তাহলেই আমরা ভালো থাকবো। আপনার স্বরচিত "বিষন্নতায় ঢাকা হৃদয়" কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। হৃদয়ের অনুভূতি গুলো বেশ সুন্দরভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পড়ে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 16 days ago 

কবিতা মনের ভাষা বলে, মনের ভাষা ব্যক্ত করে কবিতার প্রতিটা লাইন। যে সমস্ত কথাগুলো ব্যক্ত করা যায় না জনসম্মুখে সে সমস্ত কথাগুলো ঠিক এভাবেই ব্যক্ত করা যায়। তাই কবিতা আবৃত্তি করতে আমি যেমন পছন্দ করি তেমনি একেকজনের কবিতা পড়ার মধ্য দিয়ে কবিতা লিখতে উৎসাহ পেয়ে থাকি। কিছুটা আবেগ অনুভূতি দিয়ে বিরহ অনুভূতির মাধ্যমে লিখেছেন আপনার কবিতা, পড়ে বেশ ভালো লেগেছে।

 16 days ago 

সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক কিছুই বদলে যায়। আর সেই বদলে যাওয়াটাকেই মেনে নিতে হয়। যাই হোক ভাইয়া আপনার শেয়ার করা কবিতাটি দারুন হয়েছে। কবিতা পড়ে অনেক ভালো লাগলো। বরাবরের মতো আজকেও দারুন লিখেছেন ভাইয়া।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 16 days ago 

বিষন্নতায় ঢাকা আপনার হৃদয় আবার প্রফুল্লতায় ভরে উঠুক, এ কামনা রইল।

আপনি ঠিকই বলেছেন। কখনো কখনো আমরা অসহায় বোধ করি বাধ্য হয়ে। কিছুই করার থাকে না। আমাদের জীবনের এই অবস্থা খুবই বাস্তব একটা বিষয়।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা
রক্তের সুগার (Blood sugar) পরিমাপ করা হয় সাধারণত ২টা ইউনিট এ; মি.লি.মোল (mmol/l) এবং মি.লি.গ্রাম (mg/dl)। আমরা অনেকেই কনফিউজড থাকি এটা নিয়ে। খুব সহজেই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা যায়। মি.লি.মোল × ১৮= মি.লি.গ্রাম এবং মি.লি.গ্রাম ÷ ১৮= মি.লি.মোল।


উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।

 16 days ago 

বাস্তবতা যতই কঠিন হোক না কেনো, সেটা মেনে নিতে হবেই। তবে কিছু কিছু বাস্তবতা অনেক সময় মেনে নিতে খুবই কষ্ট হয়ে যায়। যাইহোক বিষন্ন হৃদয়ের কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। আপনার কবিতা গুলো পড়তে সবসময়ই ভীষণ ভালো লাগে আমার। যাইহোক বরাবরের মতো আজকেও এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।

 13 days ago 

আসলে আমাদের যে কারো জীবনে যদি মানসিক প্রশান্তি না থাকে। মানসিক চাপ থাকে। তাহলে আমরা মনের দিক থেকে কখনোই ভালো থাকতে পারি না। তারপরেও সান্ত্বনা কিংবা অভিনয় যেভাবেই হোক আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি।
যাই হোক বরাবরের মতোই আপনার আজকের কবিতাটিও আমার কাছে দারুণ লেগেছে। কবিতার শেষের দিকে আপনি যে আহ্বান রেখেছেন। আমি দোয়া করি আপনার আহ্বানে কেউ সাড়া দিক। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60719.63
ETH 2911.16
USDT 1.00
SBD 3.59