আলু দিয়ে লেয়ার মুরগির ঝোল || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 months ago

IMG20231103134759.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি আমার মতো করে বেশ চঞ্চল থাকার চেষ্টা করছি, যদিও খুব একটা ভালো পারছি না। কারন বর্তমান পরিস্থিতি এবং সেই সাথে ভবিষ্যতের চিন্তা বেশ ভাবিয়ে রাখছে মন। আসলে মাঝে মাঝে আমরা সবটা বুঝি কিন্তু তারপরও অবুঝ হয়ে যাই। যেমন অতিরিক্ত চিন্তা করা ভালো না, তবুও আমরা সব সময়ই সেটার মাঝে ডুবে থাকি। কেমন আছি বর্তমান, কেমন থাকবো ভবিষ্যতে, দেশের অবস্থা কেমন হবে ভবিষ্যতে, রাজনৈতিক অস্থিরতা কতটা বেড়ে যাবে, চাইলেও কিন্তু এসব হতে আমরা কখনো বের হয়ে আসতে পারি না কিংবা পারবো না। তবুও আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব এসব হতে চিন্তামুক্ত থাকার।

আসলে পরিস্থিতি মাঝে মাঝে আমাদের যেমন সময়ের সাথে বন্দি করে দেয় ঠিক তেমনি আমার পরিস্থিতির সাথে গতিশীল হতে উৎসাহ যোগায়। এখন আমরা এসবের মাঝে থেকে যতটা সম্ভব নিজেকে চঞ্চল কিংবা ভালো রাখতে পারবো, ততোটা নিরাপদ অবস্থান নিশ্চিত করতে পারবো। যাইহোক, নিরাপদ থাকি কিংবা অনিরাপদ থাকি, খাবার হতে কিন্তু দূরে থাকতে পারবো না। স্বাদের তৃপ্তি কিংবা প্রিয় রেসিপিগুলো ঠিক উপভোগ করার চেষ্টা করবো। বাড়িতে মুরগি পেলে, তারপর কাংখিত বড় হওয়ার পর সেগুলোর রেসিপি করার আনন্দ সত্যি দারুণ। চলুন আজকে বাড়ির লেয়ার মুরগির রেসিপি দেখি-

IMG20231103125828.jpg

রেসিপির উপকরণঃ

  • লেয়ার মুরগি
  • আলু
  • পেঁয়াজ
  • আদা রসুন পেষ্ট
  • জিরা পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • তেজপাতা, দারচিনি, এলাচ
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20231103125958.jpg

IMG20231103130035.jpg

IMG20231103130214.jpg

প্রথমে কড়াই চুলায় বসিয়ে তেল গম করেছি, তারপর দারচিনি, তেজপাতা, এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।

IMG20231103130234.jpg

IMG20231103130301.jpg

IMG20231103130510.jpg

তারপর জিরা পেষ্ট, আদা রসুন পেষ্ট এবং সকল মসলা দিয়েছি, তারপর হালকা পানি দিয়ে কষা করে নিয়েছি।

IMG20231103130523.jpg

IMG20231103130633.jpg

IMG20231103131602.jpg

এরপর লেয়ার মুরগির মাংসগুলো দিয়েছি, মসলার সাথে মিক্স করে নিয়ছি এবং বেশ কিছুটা সময় এভাবে রান্না করেছি।

IMG20231103131617.jpg

IMG20231103131816.jpg

IMG20231103131822.jpg

তারপর আলুর টুকরাগুলো দিয়েছি, পুনরায় মসলার সাথে মিক্স করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দ্রুত সিদ্ধ হওয়ার জন্য।

IMG20231103132642.jpg

IMG20231103134532.jpg

তারপর ঝোলের জন্য পানি দিয়েছি, কিছু সময় এভাবে রান্না করেছি। ঝোল কিছুটা কমে ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি।

IMG20231103134746.jpg

ব্যস হয়ে গেলো আজকের লেয়ার মুরগির দারুণ স্বাদের রেসিপি। মাংসগুলো সত্যি খেতে দারুণ হয়েছিলো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 months ago 

বর্তমান পরিস্থিতির কথা মনে পরলে চিন্তা এমনিতেই চলে আসে। কোন দিকে যাচ্ছি আমরা। তার কোন ঠিক ঠিকানা নেই । তবুও আমাদের খাওয়া দাওয়া বন্ধ হবে না। নতুন নতুন রেসিপি তৈরি করবো আর খাবো। তা যাই হোক বাড়ির পালা মুরগীর স্বাদই অন্য রকম। আপনি আজ লেয়ার মুরগী আলু দিয়ে রান্না করেছেন। এ দুইয়ের কম্বিনেশন জাস্ট অসাধারন। রেসিপির রংটা বেশ সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে খেতে দারুন হয়েছে। মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

মুরগি আর আলুর কম্বিনেশন কিন্তু জোস ভাই। মুরগি দিয়ে আলু রান্না আমার অনেক বেশি পছন্দের। অনেক সময় মাংস খেতে অনিহা প্রকাশ করলেও মাংসের ভিতর থেকে আলুগুলো তুলে নিয়ে খেতে একদমই আপত্তি করি না। কারণ মুরগি দিয়ে আলু রান্না করলে আলোর স্বাদ অনেক বেশি পাওয়া যায়। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আলু দিয়ে লেয়ার মুরগি রেসিপিটি বেশ লোভনীয় লাগছে ভাইয়া। আর তাছাড়া যে কোন মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে সেটা খেতে খুবই সুস্বাদু লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলু দিয়ে মুরগির মাংসের দারুন একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একটু লক্ষ্য করে দেখা যায় মানুষ নিজের ভালোটা বোঝেনা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ মানুষ এটাই বেশি করে থাকে। অতিরিক্ত চিন্তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা বোঝা সত্ত্বেও মানুষ তার মধ্যে ডুবে থাকে। যাহোক আপনি আজকে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। নতুন আলু দিয়ে লেয়ারের গোশত খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই রেসিপিটা গরম গরম খেতে আরো বেশি ভালো লাগে। আলু দিয়ে লেয়ার মুরগির ঝোল রেসিপি তৈরি প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাইয়া ঠিক বলছেন বর্তমানে প্রত্যেকটা মানুষ খুবই অস্থিরতায় দিন পার করছে। কারো মনে কোন শান্তি নেই। নিয়ন্ত্রয়হীন দ্রব্য মূল্য আর ভবিষ্যৎ নিয়ে সবাই খুব চিন্তিত। যায়হোক আলু দিয়ে লেয়ার মুরগি রেসিপি দিয়ে সবাইকে দাওয়াত দিলেন না কি,হে হে হে। এখন থেকে রেসিপির নিচে সময়,তারিখ,লোকেশন দিতে হবে। যেন আমরা ঠিক সময়ে হাজির হতে পারি,হা হা হা। ধন্যবাদ।

 4 months ago (edited)

সবসময় ইচ্ছে করলেও চঞ্চল মনে থাকা যায় না ভাইয়া।অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় মন কে ভাবিয়ে তোলে,তখন আর কিছুই ভালো লাগে না।যেভাবে চলছে সেভাবেই আমাদের কে চলতে হব৷ তা না হলে ভাবনার অতল সাগরে নিমজ্জিত হয়ে হাবুডুবু খাওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না।শীতকালে এরকম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর সাথে ধোঁয়া উঠা গরম ভাত খেতে কি যে মজা তা ভাবলেই তো জিভেজল চলে আসছে।😋ভাইয়া আপনার রেসিপি নিয়ে বেশিকিছু বলার নাই তার কারন আমি হলেন পাকা রাধুনী। 😊সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপনি ঠিক বলেছেন পরিস্থিতি যেমনি হোক না কেন খাওয়া তো আর বন্ধ থাকে না। আর বাড়ির পালিত মুরগি খাওয়ার মজাই আলাদা। আমারো বেশ কিছু মুরগি রয়েছে। আপনার লেয়ার মুরগির মাংসের রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 4 months ago 

আহ্ আলু দিয়ে লেয়ার মুরগি ঝোল দেখে গরম গরম এক গামলা ভাত নিয়ে বসে যেতে ইচ্ছা করছে ভাই। লেয়ার মুরগি একটু সময় নিয়ে সুন্দর করে রাখলে একদম হাঁসের মাংসের মত টেস্ট হয় প্রয়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 4 months ago 

কি দারুন রেসিপি!!!
দেখেই জিভে জল চলে আসলো।
লেগ পিস দুটো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে 😜😜
এত মজাদার মজাদার রেসিপি শেয়ার করেন আপনি,অবশ্যই একদিন আমাদের দাওয়াত দিয়ে খাওয়াবেন কিন্তু ভাইয়া। দাওয়াতের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.031
BTC 61374.19
ETH 2885.69
USDT 1.00
SBD 3.55