জীবনের গল্প || মুখোশের আড়ালে যত রহস্য
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আওিম ভালো আছি এবং সুস্থ আছি। তার সাথে সাথে হৃদয়ের চঞ্চলতাও বেশ আছে। সত্যি বলতে প্রকৃতি ও পরিবেশ যতটা সময় ভালো থাকে, ঠিক ততোটা সময় আমরা দারুণভাবে চঞ্চল থাকার সুযোগ পাই। তবে একটা বিষয় আছে এখানে, মাঝে মাঝে পরিবেশ ঠিক থাকলেও আমাদের চারপাশে থাকা মানুষগুলোর কারণে পরিস্থিতি ঠিক থাকে না এবং সেটার প্রভাবে আমরাও চঞ্চল থাকতে পারি না। মাঝে মাঝে নিস্তেজ হয়ে যাই আবার মাঝে মাঝে হতাশ হয়ে যাই।
মানুষ আসলে সব সময় একটা মুখোশ পড়ে থাকে, কেউ হয়তো ভদ্রতার মুখোশ আবার কেউ কেউ হয়তো সম্পর্কের মুখোশ পড়ে আমাদের পাশে থাকে। কিন্তু সময় মাঝে মাঝে এমন অবস্থার সৃষ্টি করে যখন তাদের আসল রূপটা বেরিয়ে আসতে বাধ্য হয়। যা আমাদের হতাশ করে, নিদারুণভাবে আঘাত করে এবং আমরা ভীষণভাবে বিমর্ষ হয়ে যাই। আসলে যে মানুষগুলো আমাদের পাশে থাকতো, সময়ে কিংবা অসময়ে আমাদের সঙ্গ দিতো, যাদের আমরা ভরসা করতাম এবং নানা পরামর্শ নেয়ার চেষ্টা করতাম। তারা যে আদতে আমাদের প্রকৃত কাছের মানুষ ছিলো না, সেটা আমরা মানতে পারি না।
মুখোশের এমন নির্মম ব্যবহার আমাদের বেশ কষ্ট দেয়, এদের শঠতা আমাদের মাঝে সন্দেহ তৈরী করে এবং আমরা মানুষের উপর আস্থা হারিয়ে ফেলি। আমাদের বাস্তব জীবনে আমরা সবাই কমবেশী এমন মানুষের সাক্ষাত পেয়েছি, এমন মানুষকে ভরসা করে ঠকেছি। আধুনিক সভ্যতার এই উৎকর্ষতার যুগেও আমরা ঠকতে বাধ্য হচ্ছি কারণ প্রযুক্তি হয়তো সব কিছুর সুন্দর একটা সমাধান এনে দিতে পারে কিন্তু পাশে থাকা সম্পর্কের আড়ালে মুখোশে ঢাকা মানুষগুলোর প্রকৃত চরিত্র উদঘাটন করতে পারে না, আর তাইতো আমরা বার বার হোচঁট খাই।
দিন শেষে আমরা এমন মানুষগুলোর উপরই ভরসা রাখি, নিরূপায় হয়ে তাদের উপর বিশ্বাস স্থাপন করি। আসলে মানুষ কি চায়? সম্পদ? টাকা? ক্ষমতা? এগুলো দিয়েই কি জীবনের সব হয়? আদতে হয় না কিন্তু তবুও মানুষ মিথ্যা আশ্রয়ের প্রত্যাশায় সম্পদের পিছনে ছুটে, মিথ্যা প্রশান্তির আশায় টাকার পিছনে ছুটে এবং অসম্ভব ক্ষমতার অধিকারী হওয়ার আশা নিয়ে ছলনার আশ্রয় নেয়, আর এই সব কিছুর সামনে থাকে একটা মিথ্যায় মুখোশ, একটা অভিনয়ের মুখোশ, একটা ভদ্রতার মুখোশ। অথচ সঠিক সময়ে তার আসল চরিত্র স্পষ্ট হয়ে যায়।
যেহেতু আমরা সামাজিক জীব সেহেতু আমরা পরস্পর পরস্পরকে বিশ্বাস করতে বাধ্য হই, ভরসা রাখতে বাধ্য হই আর সেই সুযোগটাই এই ধরণের মানুষগুলো কাজে লাগাতে চেষ্টা করে এবং আমাদের সরলতার নিদারুণ সুযোগ নিয়ে থাকে। তাদের প্রকৃত রূপটা মুখোশের আড়ালে ঢাকা থাকে, শেষ সময় পর্যন্ত আমরা সেটা বুঝতে ব্যর্থ হই। জীবনকে গতিশীল রাখতে আমরা সম্পর্কের ধারস্থ হই কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না মুখোশের আড়ালে থাকা বিপদগামী এই সকল মানুষগুলোর কারণে, সন্দেহের তীর আমাদের ক্ষত বিক্ষত করে দেয়, জীবনের গতিশীলতাকে থামিয়ে দেয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




