ABB Contest Result- 61 || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬১ ফলাফল ঘোষণা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যদিও দুর্যোগপূর্ণ পরিবেশের কারনে আমাদের চারপাশের অবস্থা মোটেও ভালো নেই, কিন্তু তবুও আমাদের সাহস নিয়ে চেষ্টা করতে হবে সুস্থ্য ও নিরাপদে থাকার। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অন্যদের সাহায্য করার চেষ্টা করতে হবে যথাসাধ্যভাবে। এটাই এখন সময়ের দাবী, মানবতার দাবী। যদিও আমাদের মানসিকতা নষ্ট হয়ে গেছে, সময় ও সুযোগের সঠিক ব্যবহার করার মাধ্যমে অসহায় মানুষদের সাথে প্রতারণা করতে দ্বিধাবোধ করি না।
যাইহোক, আজকে শেয়ার করবো আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১ || শেয়ার করো তোমার প্রিয় হোমমেইড স্ন্যাকস রেসিপি । যদিও এই রকমের একটা প্রতিযোগিতা ঠিক তার আগেই আয়োজন করা হয়েছিলো। তথাপিও বেশ দারুণ দারুণ রেসিপিসহ সকলের অংশগ্রহণ ছিলো দেখার মতো, সবাই যথেষ্ট ভালো করেছেন, ইউনিক এবং ভিন্নমাত্রা দেয়ার চেষ্টা করেছেন তাদের রেসিপিগুলো তৈরীর ক্ষেত্রে। যে কোন ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সেরা, সেটা সব সময়ই কমিউনিটির ইউজাররা প্রমান করার চেষ্টা করেন, যা সত্যি আমাদের দারুণভাবে আনন্দ দেয়। প্রতিযোগিতার বিজয়ীদের বাছাইয়ের ক্ষেত্রে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারন সবগুলোই ছিলো দারুণ স্বাদের রেসিপি, তবুও আমরা চেষ্টা করেছি সেরাদের সঠিক ভাবে মূল্যায়ন করার। এই প্রতিযোগিতার ফান্ডিং করা হচ্ছে ABB Featured এর মাধ্যমে। চলুন তাহলে এবারের প্রতিযোগিতার বিজয়ীদের দেখি-
প্রতিযোগিতার বিষয় ছিলো :
শেয়ার করো তোমার প্রিয় হোমমেইড স্ন্যাকস রেসিপি
প্রতিযোগিতার সময় ছিলো:
১৫ আগষ্ট ২০২৪ হতে ২২ আগষ্ট ২০২৪ পর্যন্ত
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছিলো:
সর্বমোট ২২ জন
প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬১ এর বিজয়ীদের নাম ও পোষ্ট লিংক-
স্থান | নাম | পোষ্ট লিংক | প্রাইজ |
---|---|---|---|
১ম | @shimulakter | লিংক | ৩৫ স্টিম |
২য় | @samhunnahar | লিংক | ২৫ স্টিম |
৩য় | @bristy1 | লিংক | ২০ স্টিম |
৪র্থ | @isratmim | লিংক | ১৪ স্টিম |
৫ম | @bdwomen | লিংক | ১২ স্টিম |
৬ষ্ঠ | @nevlu123 | লিংক | ১০ স্টিম |
৭ম | @mohinahmed | লিংক | ৯ স্টিম |
বিশেষ পুরস্কার | @titash | লিংক | ১৫ স্টিম |
বিজয়ীদের পুরস্কার প্রেরণ-
প্রতিযোগিতাটির স্পন্সর ABB- Featured
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দরভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে প্রাইস সকলের কাছে পাঠিয়ে দিয়েছেন। আসলে এবারকার প্রতিযোগিতা দেখতে বেশ আকর্ষণীয় ছিল। সকলে বেশ খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছিল রেসিপিগুলো দেখতে বেশ ভাল ছিল। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রায় প্রত্যেক প্রতিযোগিতার স্পনসার ABB Featured থেকে করা হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যারা পুরুষ্কার পেয়েছ তাদের জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন জানায়।
প্রত্যেকবারের মতোই সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সবাই দারুন সব রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সবার টাই বেশ ভালো ছিল। বিজয়ী তালিকায় নিজের নাম দেখে খুব ভালো লাগলো। বাকি সকল বিজয়ীদের অভিনন্দন জানাই।
বিজয়ীদেরকে অভিনন্দন। সবগুলো রেসিপিই দারুণ ছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। এমন প্রতিযোগিতা গুলো সত্যিকারের অর্থে আমাদের কে আরও বেশী কাজের দিকে এগিয়ে যেতে সহায়তা করে। ধন্যবাদ এত সুন্দর করে প্রতিবেদনটি প্রকাশ করার জন্য।
আমার বাংলা ব্লগ প্রতিবার ইউনিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারিই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিল হোমমেড স্নেক বানানো।অনেকেই অংশ নিয়েছিলেন।প্রথম হওয়া শিমুলি আপুর জন্য শুভ কামনা।
প্রতিযোগিতায় বিজয়ী ভাই-বোনদের জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। ইনশাল্লাহ পরের প্রতিযোগিতা অংশগ্রহণ করব।
আমার বাংলা ব্লগের ৬১ তম প্রতিযোগিতার পুরস্কার দেওয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।এবারের কনটেস্ট সত্যি অনেক ইউনিক ছিল।আমরা নতুন নতুন সব রেসিপি দেখতে পেলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।