You are viewing a single comment's thread from:
RE: শিক্ষামূলকঃ পর্ব ০৫ || কমেন্ট স্প্যামিং (Comment Spamming) || কি, কেন, প্রতিকার ও করনীয় [10% beneficiary @shy-fox]
বিষয়টিকে এতো সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন যে, এখন প্রতিটি ব্যবহারকারী সহজেই বুঝতে পারবে এবং এই ধরনের কমেন্ট স্প্যামিং হতে নিজেদের দূরে রাথতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
আসলে ঐ ভদ্রলোক বিদেশী এবং চেষ্টা করছেন নিজেকে কমেন্ট সেকশনে এ্যাকটিভ রাখার কিন্তু সমস্যা হলো উনি ট্রান্সলেট করে পুরো পোষ্ট ভালো বুঝতে পারছেন না, যার কারনে ঐ রকম মন্তব্যগুলো করেছেন। আমি তার সাথে কাটেক্ট হয়ে চেষ্টা করবো বিষয়টি বুঝানোর। তবে এটা একটি উদাহরণ, আশা করছি বাকি সবাই সতর্ক হয়ে যাবেন। ধন্যবাদ
কিছু বিষয় দেখে মনে হল কমেন্ট স্প্যামিং নিয়ে সবাইকে একটু সাবধান করা দরকার। মাঝে মাঝে দেখি কিছু কমেন্টে সাধারন ধরনের কিছুন কথা বলা থাকে যাতে বুঝাইন যায়না যে পোস্ট পড়েছে কিনা। তাই সচেতনতামূলক মনে করে পোস্টটি করেছি। ধন্যবাদ ভাই। আপনার কমেন্টগুলো দেখে শিখতে বলেছি। আপনার সব কমেন্ট দেখেই বুঝা যায় আপনি পোস্ট খুব ভাল করে পড়েছেন। আর এমনটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। আমরা আমাদের কমিউনিটির স্বাস্থ্য ভাল চাই। ধন্যবাদ।