শিক্ষামূলকঃ পর্ব ০৫ || কমেন্ট স্প্যামিং (Comment Spamming) || কি, কেন, প্রতিকার ও করনীয় [10% beneficiary @shy-fox]
ভূমিকাঃ
শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।
আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করি তাহলে অনেকেই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
-তে আমি শিক্ষামুলক
নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন।
পর্ব ০৫: কমেন্ট স্প্যামিং
স্প্যামিং, স্পেমিং বা স্পামিং (Spamming or Spam)
স্পামিং শব্দটার সাথে অনেকেই পরিচিত। যারা ব্লকচেইনে কাজ করছেন কিংবা অনলাইনে কিছুনা কিছু কাজ করেন তাদের কাছে এই শব্দটি অনেক বহুল ব্যবহৃত একটি শব্দ অন্তত বর্তমান সময়ে প্রেক্ষাপটে। স্পামিং আসলে কি, কেন, কখন করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকের পোষ্টে কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো।
স্পামিং কি
স্পামিং মানে হচ্ছে অযাচিত বা অসঙ্গত কোন বার্তা বারবার প্রেরন করা। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট কিছু বার বার পুনরাবৃত্তি করা যেটা কিনা তাৎপর্য বহন করে না কিংবা একই ধরনের মেসেজ বিভিন্ন ব্যক্তিকে বারবার বিভিন্ন সময়ে পৌঁছে দেওয়া। মূলত স্পামিং দ্বারা বিরক্তিকর কোনো কিছুকে বুঝায় যেটা কিনা অযাচিতভাবে কাউকে বিরক্ত করা বা পুনরাবৃত্তি করা হয়।
স্পামিং এর উদাহরণঃ
স্পামিং সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের ইমেইলে। আপনি দেখবেন আপনার ইমেইলের ইনবক্সে অনেক অযাচিত মেসেজ চলে আসে যেখানে একটি নির্দিষ্ট কোম্পানির বা কোন ওয়েবসাইট এর বিজ্ঞাপন আপনাকে বারবার করে পাঠানো হয়। এইরকম স্পামিং কে রোধ করার জন্য ইমেইল সার্ভিস প্রোভাইডাররা স্প্যাম নামক একটি ফোল্ডার তৈরি করে দিয়েছে অর্থাৎ এ জাতীয় মেসেজগুলো তারা স্প্যাম ফোল্ডারে জমা করে।
Source: Image by Gerd Altmann from Pixabay
স্প্যামিং হয় যখন আপনি চাইছেন না তারপরও একটা নির্দিষ্ট কোম্পানির কোন একটা বার্তা আপনাকে বারবার দেওয়া বা একই রকম বার্তা বিভিন্ন রকম মানুষের কাছে বারবার পৌঁছে দেওয়ার কাজটি। প্রযুক্তির উৎকর্ষতার কারনে আমরা অনেকেই ইচ্ছা করলে এক ক্লিকে হাজারটা বা লক্ষ লক্ষ ব্যাক্তিকে মেসেজ পৌছে দিতে পারি। আপনি যদি চান সারা বাংলাদেশের সব মোবাইল সিম ব্যবহারকারীর নাম্বারে একটি মেসেজ পৌছে দিবেন সেটি মাত্র একটি ক্লিকেই সম্ভব। তাই বিভিন্ন কোম্পানী গুলো তাদের কোম্পানির বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য এইরকম মেসেজ পৌঁছানো মাধ্যম গ্রহণ করে যেটি অনেক সময় স্পেমিং এ রূপান্তরিত হয়।
আবার অনেক ক্ষেত্রেই সঠিক মেসেজ না দিয়ে ভুল মেসেজ অর্থাৎ প্রতারণামূলক অসঙ্গত মেসেজ প্রদান করা হয় যেটা থেকে কিনা ব্যবহারকারীরা প্রতারিত হতে পারে। মূলত বার্তা পৌঁছে দেওয়ার ধারণা থেকেই স্প্যামিংয়ের উৎপত্তি যা বর্তমান সময়ে খুব বেশি করে হাইলাইট করা হয়।
কমেন্ট স্পেমিং
স্টিম প্লাটফর্মে আমরা যারা কাজ করে থাকি বিশেষ করে যারা ব্লগিং করি তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট বজায় রাখা বা বাড়ানো। অর্থাৎ অন্যদের পোস্ট বেশি করে পড়া এবং সেখানে মন্তব্য করা। এই মন্তব্য করার ক্ষেত্রে আমরা এমনভাবে মন্তব্য করা উচিত যাতে করে সেই মন্তব্য পড়লে বোঝা যায় যে, উপরের পোস্ট পড়ে তারপর মন্তব্য করা হয়েছে। অন্যথায় আমরা যদি একই রকম বার্তা বারবার কমেন্টে লিখে যাই যেটা দ্বারা বুঝা যায় যে উপরের পোস্ট আমার পড়া হয়নি শুধুমাত্র কিছু কমন এবং সাধারন বাণী দিয়ে কমেন্ট করা হয়েছে, তাহলে সেটাই হচ্ছে কমেন্ট স্প্যামিং।
Steemit প্লাটফর্মে মূলত ব্লগিং করা হয় এবং এটি কোন সোশ্যাল মিডিয়া ধরনের সাইট নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা ছোট ছোট শব্দে কমেন্ট করে থাকি বা কমেন্ট করাটা প্রযোজ্য কিন্তু এখানে প্রত্যেকটা কমেন্ট ও পোস্ট হচ্ছে এক একটি কনটেন্ট। যিনি কনটেন্ট তৈরি করেন তাকে রিওয়ার্ড দেওয়া হয় যদি সেখানে ভোট পেয়ে থাকেন। তাই অনেক সময় ভালো কমেন্ট, অনেক পোস্ট হতেও ভালো রিওয়ার্ড পেতে পারে।
তাই আমাদের কমেন্টগুলো হওয়া উচিত সঙ্গত এবং তথ্যবহুল। অন্যথায় একই রকম সাধারণ কথাবার্তা যদি আমরা কমেন্টে একটা দীর্ঘ সময় ধরে লিখতে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্ট স্পামিং হিসেবে গণ্য হবে।
স্পামিং এর কিছু উদাহরণ
- শেয়ার করার জন্য ধন্যবাদ
- আপনার মতামতের জন্য ধন্যবাদ
- ধন্যবাদ, আপনার মতামতের জন্য
- আপনাকেও ধন্যবাদ
Source: Image by AndyPandy from Pixabay
- ধন্যবাদ
- অনেক ধন্যবাদ
- ধন্যবাদ আপনাকে
- অনেক অনেক ধন্যবাদ
- আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
- ধন্যবাদ দাদা
- ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য
- শেয়ার করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ
- খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ ভাই
- খুব ভাল
- ভালো লাগল
- খুব ভালো লাগলো
- অনেক ভাল লাগল
- অসাধারণ হয়েছে
- অসাধারণ ভাই
- ঠিক বলেছেন
- বেশ ভালো একটি উদ্যোগ
- অনেক সুন্দর হয়েছে ভাই
- ভাই অনেক সুন্দর লাগলো
- সুন্দর হয়েছে দাদা
- খুব ভালো লিখেছেন ভাই
- খুব সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন
- সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা
- ভাই খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,ধন্যবাদ আপনাকে
- সুন্দর তথ্য তুলে ধরেছেন ভাই
- অনেক সুন্দর হয়েছে ভাই। অনেক ভালো তথ্য তুলে ধরেছেন।
- বাহ খুব ভালো লাগছে, আপনার পোস্ট খুব ভালো
- অনেক সুন্দর ভাবে পোস্টটি করেছেন ভাই
- ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
- সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
- অসাধারণ হয়েছে আপনার পোষ্টটা
- চমৎকারভাবে উপস্থাপন করেছেন ভাই
- উপস্থাপনটি অনেক সুন্দর হয়েছে
- ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য
- ছবিগুলো অসাধারণ হয়েছে
- ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
- অনেক ভালো হয়েছে শুভকামনা
- শুভ কামনা রইল
- আপনার জন্যে শুভ কামনা রইলো
- শুভেচ্ছা
- শুভকামনা
- শুভেচ্ছা রইলো
শুভ ভাই (@shuvo35) মডারেটর বলে ভাইয়ের নাম বারবার লিখতে হবে ব্যাপারটা এমন নয়। এখানে মন্তব্য করাটা সব সময় জরুরি নয় বরং কোনো গুরুত্বপূর্ণ কথা লিখার থাকলে সেটা লিখে মন্তব্য করাটা জরুরি। উপরে যে সব উদাহরণ দেয়া হয়েছে সেগুলো একেবারে কাকতালীয় এবং এগুলোর সাথে কারো কোন সম্পর্ক নেই। যদি কারো সাথে মিলে যায় তাহলে লেখক দায়ী নয়। তবে একটা বিষয় আমাদের সবার মনে রাখা জরুরী যে, এজাতীয় মন্তব্য করা মানে স্পামিং নয়। স্পামিং মানে হচ্ছে এই রকম অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়' মন্তব্য বারবার বারবার করে করে যাওয়া। অর্থাৎ একটা ছোট্ট কথা বারবার বারবার রিপিট করা এবং সব সময় এইরকম কাজটি করা।
অনেকে আছেন পোস্ট পড়ার পরে অনেক বড় বড় কমেন্ট করেন ও ভাল ভাল কথা লিখেন যা পড়ে বুঝা যায় যে, তিনি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন। আপনারা এক্ষেত্রে @hafizullah ভাইয়ের মন্তব্যগুলো দেখতে পারেন। ভাইয়ের সব মন্তব্য পড়লে সহজেই বুঝতে পারবেন যে ভাই পোস্ট পড়ে তারপর মন্তব্য করেছেন।
ভালো কোন কথা পোস্ট সম্পর্কে লিখে মন্তব্যে করার শেষদিকে হয়তোবা উপরের ছোট কথাগুলো সাথে লিখে দিতে পারেন। সেক্ষেত্রে এটা স্পামিং হবেনা কখনো। কিন্তু এই ছোট ছোট কিছু কথা যেগুলা পোস্ট পড়ার ক্ষেত্রে কোন মিনিং বা তাৎপর্য রাখে না সেগুলোকে বারবার লিখা বা ছোট ছোট এরকম মন্তব্য করাটা হচ্ছে স্পেমিং।
স্পামিং কেন সহ্য করা হয় না
আমরা যারা বাংলাদেশ থেকে বা বাংলা ভাষাভাষী রয়েছি তারা অনেকেই বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় স্পামিং করেছি, করছি। আর এ কারণে বহির্বিশ্বের কাছে আমাদের যে রেপুটেশন বা খ্যাতি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেকোন প্লাটফর্মে গিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি যেটা কখনোই কাম্য নয় আর এই কাজটাতে আমাদের খ্যাতি বহির্বিশ্বে নষ্ট হয়। স্পামিং এমন একটা বিষয় যেটা করে হয়তোবা কেউ সাময়িক সুবিধা নিয়ে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ভাল কিছু করতে পারে না।এতে যেহেতু ভাল ব্যবহারকারীরা বঞ্চিত হয় তাই স্প্যামিং সহ্য করা হয় না।
Sourcec: Image by Gerd Altmann from Pixabay
তাছাড়া কোন একটা কমিউনিটি অন্য বাইরের কোনো বড় কিউরেটর ভোটারের সাপোর্ট পেতে চায়। যেমন আমার বাংলা ব্লগ, স্টিমিট ব্লগ এর মাসিক কিউরেশন প্রোগ্রামের জন্য আবেদন করেছে। এজাতীয় ক্ষেত্রে কমিউনিটিগুলোতে সবসময় এঙ্গেজমেন্ট দেখা হয় কিন্তু সে এঙ্গেজমেন্ট যদি স্প্যামিং হয় তাহলে সেটাকে অনেকক্ষেত্রেই মূল্যায়ন করা হয়না। তাই কমিউনিটির হেলথ বা স্বাস্থ্য ভালো রাখতে স্প্যামিং কে রোধ করা হয় এবং এটা খুব জরুরী।
কমেন্ট স্প্যামিং থেকে কিভাবে বাঁচবেন
স্পামিং থেকে বেঁচে থাকার জন্য আপনি নিচের পাঁচটি কাজের কথা মাথায় রাখতে পারেনঃ
কোন একটা পোস্ট ভালো করে পড়বেন ও পড়ে এমন ভাবে মন্তব্য করবেন যাতে করে আপনার মন্তব্যটি পড়লে বুঝা যায় আপনি অবশ্যই পোস্টটি পড়েছেন।
ছোট ছোট মন্তব্য যেমনটি উপরে উদাহরণ দিয়েছি এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।
যদি মনে করেন কিছু লেখার নেই তাহলে লেখা থেকে বিরত থাকাই ভালো।
কোনো একটা কমেন্ট করলেই যে সেটা রিপ্লাই দিতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে কমেন্টের যেসব রিপ্লাই রয়েছে সেগুলোতে ছোট ছোট ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা এগুলো লিখতেই পারেন।
সর্বোপরি কাজটাকে ভালোবেসে সময় দিয়ে করলে অবশ্যই আপনার মন্তব্য গুলো অনেক সুন্দর হবে।
এভাবে করে আপনি নিজেকে এবং কমিউনিটিকে অনেক সাহায্য করতে পারবেন। ধন্যবাদ
একজন ব্যবহারকারীর সারাদিনের (২২/০৮/২০২১ তারিখের) মন্তব্যের চিত্র নিচে তুলে ধরা হলঃ
আপনাকে স্বাগতম😊😊
তোমাকে ধন্যবাদ বন্ধু.. এই খুব ভাল মন্তব্য দিয়েছেন 🥰
বাহ আপনার ফটোগ্রাফি খুব ভাল, কি দৃশ্য। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
আপনাকে স্বাগতম। এই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ বন্ধু, আপনার চমৎকার মন্তব্য শুনে আমি আনন্দিত। ধন্যবাদ
এটি একটি খুব দ্রুত এবং আশ্চর্যজনক উন্নয়ন, আমি বিদ্যুৎ প্রতিনিধি দলের সাথে সম্প্রদায়কে সমর্থন করতে পেরে খুব উচ্ছ্বসিত।
বাহ এতো সুস্বাদু লাগছে। আপনার পোস্ট খুব ভালো। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ ..
আপনার ফটোগ্রাফি খুব ভাল, সুন্দর শহর। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
আপনার পোস্টটি খুব ভাল এবং ব্যাখ্যাটি আশ্চর্যজনক। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ 😊😊
আপনার পোস্টটি খুব ভাল এবং ব্যাখ্যাটি আশ্চর্যজনক। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
বাহ খুব ভালো লাগছে, আপনার পোস্ট খুব ভালো। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ😊
বাহ আপনার আঁকা খুব সুন্দর, একজন পেইন্টিং পেশাজীবীর মত। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
ভাজা পেঁপের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সত্যিই আপনার পোস্ট পড়ে ভালো লাগছে .. 😊😊
👍👍😍
তোমাকে স্বাগতম আমার বন্ধু, আসুন আমরা একসাথে দ্রুত বৃদ্ধি এবং বিকাশ করি। সাফল্যের জন্য শুভেচ্ছা পাঠান 😊
এই খুব ভাল পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি সত্যিই আপনার পোস্ট পড়তে পছন্দ করি ..ধন্যবাদ
এটা অসাধারণ আমার বন্ধু .. আপনি আপনার এলাকায় রাস্তার খাবার সম্পর্কে ভাগ করেছেন। বিজয়ী হওয়ার আশা করি
বাহ খুব সুস্বাদু লাগছে .. এই দুর্দান্ত রেসিপি এবং ব্যাখ্যাটি ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ
বাহ এটা চিকেন কারি রেসিপি সম্পর্কে সত্যিই দারুণ। চিকেন কারি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, ব্যাখ্যাটি খুব ভালো এবং ঝরঝরে
বাহ আমাদের জায়গা থেকে ফুলের নাম অনেক আলাদা ..
সাটার পোস্ট দেখার এবং পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।আশা করি এটা কাজে লাগবে।
😊
এভাবে নিয়মিত চলতে থাকলে সেটাকে স্প্যামিং বলা ছাড়া কিছুই করার থাকবে না। কারন দিনে এতগুলো মন্তব্য করা জরুরী নয়। সময় দিয়ে যদি অর্ধেকও ভাল মন্তব্য করা হত তাহলে বিষয়টি আরো অনেক সুন্দর হত। কোন সমালোচনা করার জন্য মন্তব্যগুলো দেয়া হয়নি। শুধুমাত্র বুঝার জন্য। ধন্যবাদ।
শেষকথাঃ
লিখাটি পড়ে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই লিখা থেকে যদি একজনও উপকৃত হতে পারেন তাহলে এই লিখা ও লেখক সার্থক। শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ
পর্ব | শিক্ষামূলক বিষয় |
---|---|
০১ | মাতৃভাষা ও বেসিক |
০২ | শিখতে শিখতে আয় করুন |
০৩ | কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায় |
০৪ | স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ |
এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে
আমি কেঃ
ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | ThreeSpeak | DTube |
স্প্যামিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিলো না আমার । মাঝে মাঝে অলসতার বসে এই রকম কমেন্ট করে পেলতাম।তখন জানতাম না কমেন্টটা স্প্যামিং হচ্ছে। এই শিক্ষামূলক সিরিজের মাধ্যমে স্প্যামিং সম্পর্কে আমার ভালো একটা ধারণা হয়েছে। পরবর্তীতে স্প্যামিং কমেন্ট করা থেকে বিরত থাকবো।
ইনশাআল্লাহ ।
এটা জেনেই ভাল লাগছে যে আপনি পরবর্তীতে নিজেকে শুধরে নিবেন এবং আশা করছি আমরা সবাই মিলে এই কমিউনিটিতে একটা ভালো অবস্থানে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো এবং পাশাপাশি আমাদের নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারব।
বিষয়টিকে এতো সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন যে, এখন প্রতিটি ব্যবহারকারী সহজেই বুঝতে পারবে এবং এই ধরনের কমেন্ট স্প্যামিং হতে নিজেদের দূরে রাথতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
আসলে ঐ ভদ্রলোক বিদেশী এবং চেষ্টা করছেন নিজেকে কমেন্ট সেকশনে এ্যাকটিভ রাখার কিন্তু সমস্যা হলো উনি ট্রান্সলেট করে পুরো পোষ্ট ভালো বুঝতে পারছেন না, যার কারনে ঐ রকম মন্তব্যগুলো করেছেন। আমি তার সাথে কাটেক্ট হয়ে চেষ্টা করবো বিষয়টি বুঝানোর। তবে এটা একটি উদাহরণ, আশা করছি বাকি সবাই সতর্ক হয়ে যাবেন। ধন্যবাদ
কিছু বিষয় দেখে মনে হল কমেন্ট স্প্যামিং নিয়ে সবাইকে একটু সাবধান করা দরকার। মাঝে মাঝে দেখি কিছু কমেন্টে সাধারন ধরনের কিছুন কথা বলা থাকে যাতে বুঝাইন যায়না যে পোস্ট পড়েছে কিনা। তাই সচেতনতামূলক মনে করে পোস্টটি করেছি। ধন্যবাদ ভাই। আপনার কমেন্টগুলো দেখে শিখতে বলেছি। আপনার সব কমেন্ট দেখেই বুঝা যায় আপনি পোস্ট খুব ভাল করে পড়েছেন। আর এমনটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। আমরা আমাদের কমিউনিটির স্বাস্থ্য ভাল চাই। ধন্যবাদ।
আমি একমত, শেখর ক্ষেত্রে কোনো বয়স নেই। আপনি ছোটোখাটো অনেক ব্যাপার তুলে ধরেছেন যা হয় তো আগে কেউ সেভাবে উপস্থাপন করেন নি। যাইহোক, আপনার এই পোস্টের মাধ্যমে উপকৃত হলাম এবং আশাকরি নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো 🙂
জি ভাই আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে অনন্য। একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই সবার কাছ থেকেই সবার শেখার অনেক কিছু আছে।
আমরা সবাই মিলে যখন সংশোধন করতে পারব তখনই আমাদের কমিউনিটি আরো দ্রুত এগিয়ে যেতে পারবে এবং আমরাও আমাদের নিজেদেরকে খুব দ্রুত সফল করতে পারব
আপনার বক্তব্যগুলো সত্যি ভালো ছিলো এবং অনুপ্রেরণা পেলাম কিছুটা 🙂 ধন্যবাদ ভাই!
আপনাকে অনুপ্রেরণা দিতে পেরে ভালো লাগছে এবং ধন্যবাদ মন্তব্যের জন্য
🙂🙂
শিক্ষামূলক সিরিজের প্রতিটি পর্ব আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজকে পর্ব-৫ দেখে ক্লিক করলাম। জানতে পারলাম কমেন্ট স্প্যামিং সম্পর্কে। আসলে আমাদের পুরো পোস্ট পড়ে মন্তব্য করা উচিত। যাইহোক আপনার ব্যাখ্যা করার ধরণ সত্যিই চমৎকার। ধন্যবাদ!
জ্বী আপনি ঠিক ধরতে পেরেছেন। মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই পুরো পোস্ট পড়ে এমন মন্তব্য করা উচিত যে মন্তব্য থেকে বোঝা যায় যে পোস্টটি পড়া হয়েছে অর্থাৎ সাধারণ কথাবার্তা কিছু সাধারণ বিষয় না বলা। ধন্যবাদ বিষয়টি বুঝার জন্য
সময় উপযোগী পোস্ট। ধন্যবাদ বিষয়টিকে সুন্দর ভাবে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করার জন্য। এতে সাধারণ ইউজার থেকে সকলেরই কমবেশি জানার আছে । শুভেচ্ছা রইল।
আপনাকেও ধন্যবাদ। কিছু মন্তব্য সামনে হঠাৎ করেই আসলো তাই মনে করলাম এই বিষয়টা নিয়ে আসলে সবাইকে একটু সচেতন করা উচিত বিশেষ করে যারা এই ভুলটা করে যাচ্ছেন তারা যাতে উপকৃত হতে পারেন। সবাইকে সুধরে দেয়া উদ্যেশ্য ছিল যাতে করে আমরা সবাই শুধরে নিয়ে কমিউনিটিতে ভালো অবদান রাখতে পারি এবং আমাদের কমিউনিটিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারি।
@rme দাদার পোস্ট অনেকেই পড়েনি সেটা বোঝা যায়। কমেন্ট করার জন্য কমেন্ট করে। সব পোস্টে লাইক বা কমেন্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যেটা ভালো লাগবে, সেটা পড়ে তাঁর সাথে মানানসই কমেন্ট করা যুক্তিসঙ্গত।
মানসম্মত ও দরকারি কিছু বলার থাকলে সেই মোতাবেক মন্তব্য করা উচিত। আশা করছি এই পোস্টের পরে অনেকেই হয়তো কিছু না কিছু উপকৃত হবে এবং নিজেদেরকে শুধরে নেয়ার চেষ্টা করবে। আপনি বিষয়টি আগে থেকে জানতেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ
দু লাইন লিখুক কিংবা একলাইন। পোস্ট অনুযায়ী কমেন্ট দেখলে ভাল লাগে
এটা একদম খাটি কথা বলেছেন। কমেন্ট ছোট হোক কিন্তু পোষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালোই লাগে
সেইটাই
জি আরিফ ভাই। মূল সমস্যাটা আসলে এই জায়গাতেই। তবু আমাদের কমিউনিটি যেহেতু দাদার তত্ত্বাবধানে রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের কমিউনিটি স্বাস্থ্য ভালো রাখবো। আমাদের অনেকেই হয়তো বা জেনে-বুঝে এ কাজটি করেন কিন্তু কেউ কেউ থাকতে পারেন হয়তো বা বড় কমেন্ট করার ইচ্ছা আছে কিন্তু বিষয়টি জানেন না বলে বড় কমেন্ট করেন না। তাই বিষয়টি শেয়ার করলাম হঠাৎ করে মনে হল শেয়ার করা দরকার। কমিউনিটির মেম্বাররা এখান থেকে কিছুটা উপকৃত হলেই এই কষ্টের সার্থকতা।
পুরাতন দের এই বিষয়টা সম্বন্ধে খুব ভালো ধারণা আছে কিন্তু নতুন নতুন যারা জয়েন করছেন তারা এখন সাময়িক কাজ করে যাচ্ছেন কিন্তু দীর্ঘ মেয়াদে এরকম করলে তাদের জন্য কাজ করাটা কঠিন হয়ে যাবে তাই সাবধানতা মূলক ভাবেই এই পোস্টটি করেছি।
শিক্ষামূলক সিরিজের প্রত্যেকটা পয়েন্ট অনেক শিক্ষণীয় ছিল এত সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার♥
@salinasathi1
আপু।
এই পোস্টটি একটু ভালো করে পড়বেন এবং কমেন্ট করার ক্ষেত্রে এমনভাবে কমেন্ট করার চেষ্টা করবেন যাতে করে অন্তত বুঝা যায় যে পোস্টটি পড়া হয়েছে। আর কমেন্ট স্প্যামিংয়ের বিষয়টা নিয়েই এই পোস্টটি করা হয়েছিল। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়লেই কেবল মাত্র আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। কমেন্ট কেবলমাত্র কমেন্ট করার জন্য যেন না হয় এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। ধন্যবাদ
প্রথমেই @engrsayful ভাইয়াকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা বিষয়কে পূরোপূরি ভাবে ক্লিয়ার করে আমাদের সবাইকে বোঝানোর জন্য।
স্প্যামিং সম্পর্কে আমি কিছুটা হলেও আগে থেকে জানতাম। তবে এখন এই পোষ্টটা থেকে সব ধরনের স্প্যামিং সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা লাভ করলাম।আসলে আমরা সবাই দিনে কতটা কমেন্ট করলাম সেটা গুনতে থাকি, কিন্তু কতটা কমেন্টকে গুরুত্ব দিয়ে লিখলাম সেটা দেখতে চাই না। তবে আমাদের সবারই উচিত পোষ্টগুলো পড়ে সঠিক মতামত থাকলে সেটা দেওয়া আর না হলে দেওয়ার দরকার নাই।
আশা করি আমি এই পোষ্টটা থেকে অনেক কিছু শিখতে পারলাম। এবং আমার সামনের স্টিমাইট যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে বিষয়টা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমি সব সময় চেষ্টটা করব অন্যের পোষ্টটগুলো সঠিক ভাবে বুঝে মতামতটা দেওয়ার।
ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বিষয়টা বোঝার জন্য।
আপনি বিষয়টি খুব গভীরভাবে বুঝতে পেরেছেন এবং আশা করছি আপনার পরবর্তী যাত্রা অনেক শুভ হবে।
অবশ্যই ভাইয়া। ধন্যবাদ।
আমার মনে হয় কেউ কেউ অলসতার কারণে স্পামিং করে। আর কেউ কমিউনিটিতে এক্টিভিটিস দেখানোর জন্য বেশি কমেন্ট করতে গিয়ে স্পামিং করে ফেলে। তবে আমি চিন্তা করি অনেকগুলো মানহীন কমেন্ট করার থেকে চার-পাঁচটা ভালো কমেন্ট করাই যথেষ্ট।
একেবারে খাঁটি কথা বলেছেন ভাই অনেকগুলো কমেন্ট করার পরিবর্তে যদি কয়েকটি মানসম্মত কমেন্ট করা যায় তাহলেই যথেষ্ট। অন্তত দীর্ঘমেয়াদে এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং অনেকের সাথে ভালো ইংগেজমেন্ট তৈরি হবে। কমেন্ট করার মূল উদ্দেশ্য একটি থাকা নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো।
কমিউনিটির একটিভ নেস প্রমাণ করার জন্য অনেক ক্ষেত্রে এই কাজটি করা হয় কিন্তু এটা স্প্যামিংয়ের মাধ্যমে না হওয়াটাই ভালো। আমাদের কমিউনিটিকে তো দাদার সাপোর্টে চলে এবং সবাই ভালো এবং কোয়ালিটি কন্টাক্ট এর উপর গুরুত্বারোপ করে যাচ্ছে তাই আমাদের কমিউনিটি স্বাস্থ্য ভালো রাখার জন্য স্পামিং থেকে আমাদের দূরে থাকা উচিত