অতীতের মায়া টানে কবি মাঝে মাঝে নিরব হলেও কবিতার খাতা কিন্তু থাকে না থেমে, কবির ভাষায় শুধু বলতে চাই-
না চাইলেও অনেক কিছু পেতে হয়
না চাইলেও অনেক কিছু হারাতে হয়,
শৈশবটা চাইলেও থাকে না থেমে
কৈশোরটা না চাইলেও দ্রুত ছুটে।
সত্যি না চাইলেও হচ্ছি বড়
স্মৃতিগুলো হৃদয়ে হচ্ছে জড়ো,
তবুও কত আয়োজন জীবনের তরে
অতীতগুলো বার বার চাইছে ফিরতে।
"অতীতগুলো বার বার চাইছে ফিরতে" ....সত্যি বারে বারে ফিরতে চাইছে । বাস্তবে ফেরার পথ বন্ধ তাই স্বপ্নের মধ্যেই তার যাওয়া আসা । অনবদ্য , মার্ভেলাস একটি কবিতা উপহার দিলেন আমাদের । হ্যাটস অফ :)
আপনার আবেগকে কিছুটা হলেও নাড়া দিতে পারছি এটাই আমার অনেক প্রাপ্তি, কারন আপনার লেখাগুলো পড়ে হয়তো অনেকেই আমার মতো নিরবে পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে আফসুস করবে। ধন্যবাদ দাদা, ভালোবাসা অফুরন্ত।
জ্বী দাদা আজ প্রকাশ করলাম কবিতাটি, সাথে কিছু লাইন নতুনভাবে সংযুক্ত করেছি। ধন্যবাদ