আবেগের কবিতা || তোমার অপেক্ষা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

lonely-ge71c33470_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছো। আজকে হৃদয়ের কিছু অনুভূতি ভিন্নভাবে শেয়ার করবো। হ্যা, আবেগের কবিতা ভাগ করে নেব আজ আবার। এই কবিতাটির পেছনেও বরাবরের মতো দাদার ভূমিকা ছিলো বেশী। কারণ দাদা হলেন ভাবের মশাল, যার কারনে হৃদয়ের উষ্ণতা বাড়ে আর কবিতাগুলো যেন হাসতে হাসতে বেড়িয়ে আসে। এমনিতে কবিতা লেখা বেশ দুঃসাধ্য একটা কাজ। কিন্তু দাদা যখন কার্যকর থাকেন ভাবের মশাল নিয়ে, তখন সত্যি বেশ সহজ হয়ে যায় কবিতা লেখা। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে হি হি হি।

এইতো সেদিন দাদার আবেগের চার লাইন কবিতা দেখে, একটু আগ্রহ ফিরে পাই তারপর সাথে সাথে ডিসকর্ডে জয়েন করে আবেগগুলোকে ছন্দে ফিরাই হি হি হি। লিখতে লিখতে পুরো একটা কবিতা হয়ে গেলো, পূর্ণতা পেলো বিষন্নতায় ভরা অনুভূতির কিছু কথা। সত্যি মাঝে মাঝে হৃদয়টা অনেক বেশী বিষন্ন হয়ে যায়, আবেগগুলো যেন কোথায় ফিরে যেতে চায়, কিন্তু সীমানার প্রাচীর ওপারে যেতে শক্ত বাধা হয়ে দাঁড়ায় সম্মুখে। ইচ্ছে থাকলেও সে বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া যায় না, হৃদয়ের চঞ্চলতাকে থামিয়ে দিতে হয় ভিন্নভাবে। অনুভূতিগুলোকে মুছে ফেলতে হয় হৃদয় হতে, আবেগগুলোকে ঢেকে দিতে হয় অন্ধকারের চাদরে।

আসলে সত্যি বলতে, চাইলেও অনেক কিছু করা যায় না, চাইলেও অনেক কিছু উপেক্ষা করা যায় না। হৃদয়ের সকল ডাকে যেমন সারা দেয়া যায় না ঠিক তেমনি আবেগের সকল অনুভূতিকে প্রশ্রয় দেয়া যায় না কিন্তু হৃদয়ের সকল অনুভূতি দিয়ে ঠিক কবিতা লেখা যায়। এখানে কবি স্বাধীন, নিজের চঞ্চলতা, হৃদয়ের অস্থিরতা কিংবা আবেগের বিষন্নতা সবটাই প্রকাশ করার সুযোগ নিতে পারে। তাই ভিন্ন অনুভূতির কথা নিয়ে আজকের কবিতাটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, চলুন তাহলে কবিতাটি পড়ি-

bike-g5612979a4_1920.jpg


ছন্দ গুলো আমার বেশ ছন্নছাড়া
আবেগগুলো আজ বড্ড আবছা,
তুমি ছাড়া হৃদয়টা শূণ্য আকাশ
মেঘগুলো আলগা যেন বাঁধনহারা।

বৃষ্টিগুলোর মাঝে নেই আর শীতলতা
সূর্যটার হাসি ছড়াচ্ছে যেন মলিনতা,
তুমি ছাড়া চন্দ্র ছড়ায় না আর আলো
আমার হৃদয়টার মাঝে বাড়ছে ক্ষত।

হঠাৎ যেদিন এসেছিলে কাছে-
মেঘগুলো সেজেছিলো রংধনুর সাজে,
স্বপ্নগুলোর খুঁজে পেয়েছিলো দিশা
হৃদয়ের সজীবতায় জেগেছিলো আশা।

সন্ধ্যা রাতে তুমি যখন থাকতে পাশে
আধারগুলো নিমিশেই হারিয়ে যেত,
হৃদয়ের উষ্ণতা যতো- গভীর হতো আরো
সময়গুলো সুখের মতো- দ্রুত চলে যেতো।

সেদিন ভীত ছিলাম বলে- ঝাঁপ দিতে পারিনি
সেদিন সাহস করেনি বলে- ডুব দিতে পারিনি,
আমি শংকিত ছিলাম ভীষণ থমকে ছিলাম শূন্যে
তুমি বুঝতে না পেরে হৃদয়ের বাণী হারালে তাই শূন্যে।

সেদিনের পর, উঠেনি আর হৃদয়ের ঝড়
সেদিনের পর, চঞ্চলতায় আসেনি জোয়ার
পংতিগুলো হারিয়েছে ছন্দ, আবেগে বেড়েছে দ্বন্দ্ব
শূণ্যতায় হৃদয়টা মরুভূমি, বিষন্নতায় হচ্ছে মগ্ন।

জোসনা রাতের চাঁদের আলোয়
বৃষ্টি ভেজা মেঘলা দিনের আলোয়,
তুমি আসবে ফিরে আবার, হৃদয়ে ফিরবে উষ্ণতা
তুমি বাসবে ভালো আবার, হৃদয়ে ফিরবে চঞ্চলতা।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আসলেই ভাই ,দাদার কবিতা গুলো পড়লে আমি অনেক উৎসাহ পাই;
আপনিও কিন্তু মন্দ লেখেন না ভাই,
আপনার কবিতা ও চমৎকার হয়েছে তাই 😁।

চালিয়ে যান ভাই খুব সুন্দর হচ্ছে দিন দিন আপনার কবিতাগুলি।🖤🤟

 2 years ago 

হুম, দাদার জন্য আজ আমি কবি হতে চলেছি হি হি হি, আসলে এখনো অতোটা ভালো লিখতে পারছি না, শিখছি তো তাই।

 2 years ago 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন যদি আমাদের অনুপ্রেরণা নাম দাদা বলা যায় এতে ভুল হবে না। তবে আমার মনে হয় আপনি চাকরি বাকরি না করে যদি কবি-সাহিত্যিক হওয়ার চেষ্টা করতেন অনেক উপাধি অর্জন করতে পারতেন এতদিনে। তবে আপনার বিষন্নতার মাঝে একটু করে কবিতা প্রকাশ করতে গিয়ে অনেক বড় একটা কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। আর কবিতাটা খুবই সুন্দর এবং অর্থবহ ছিল। আপনার কবিতা থেকে কয়েকটা লাইন বেছে নিলাম।

ছন্দ গুলো আমার বেশ ছন্নছাড়া
আবেগগুলো আজ বড্ড আবছা,
তুমি ছাড়া হৃদয়টা শূণ্য আকাশ
মেঘগুলো আলগা যেন বাঁধনহারা।

আপনার কবিতার প্রতিটি লাইনে মূল্যবান ছিল এবং খুবই ভালো লেগেছে। সবগুলো লাইন নেওয়া সম্ভব নয় তাই এই কটা লাইন নিলাম। আপনার প্রতি রইল গভীর ভালোবাসা ভাইয়া।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ভাই। কবিতাটি ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

জোসনা রাতের চাঁদের আলোয়
বৃষ্টি ভেজা মেঘলা দিনের আলোয়,
তুমি আসবে ফিরে আবার, হৃদয়ে ফিরবে উষ্ণতা
তুমি বাসবে ভালো আবার, হৃদয়ে ফিরবে চঞ্চলতা।

আসলেই ভাই প্রিয়জন ফিরে আসার পিছনে যে মন কতটা ব্যাকুলতা নিয়ে থাকে তা আপনার আবেগের কবিতার এই উপরোক্ত চরণগুলি না পড়লে হয়তো'বা পুরোপুরিভাবে বুঝতে পারতাম না।ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটা আবেগের কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই ঘটনা কি, কিছু বলার আগেই দেখি আপনি অন্য কিছু বুঝে ফেলছেন, ভালো তো ভালো না।

 2 years ago 

আপনার কাব্যপ্রতিভা এখন পূর্ণমাত্রায় বিকশিত। চমৎকার লিখেছেন ভাই। দাদার সহচর্য আপনার এই কাব্য প্রতিভা বিকশিত হতে সাহায্য করেছে এটা আমরা জানি। তবে আপনার ভেতরে এই সুপ্ত প্রতিভা আগে থেকেই বিদ্যমান ছিলো। যেটা উপযুক্ত পরিবেশে বিকশিত হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

না ভাই এখনো অনেক কিছু শেখার বাকি আছে, সত্যি বলতে এখনো কবিতা লিখতে বেশ বেগ পেতে হয়।

 2 years ago 

ভাইয়া আপনার লেখা আবেগের কবিতা পড়ে আমি তো আবেগাপ্লুত হয়ে গেছি।আপনার লেখা কবিতাটির প্রত্যেকটা লাইনের সাথে আমার এক একটি মুহূর্তের কথা স্মরণ হয়ে গেল।মনে পড়ে গেল কিছু অতীতের স্মৃতি।আর আবেগাপ্লুত হতে চাইনা। আপনার লেখা কবিতাটি আমার অনেক অনেক ভালো লেগেছে। শুরু থেকে শেষ লাইন পর্যন্ত প্রত্যেকটা লাইন ছিল আবেগাপ্লুত।

জোসনা রাতের চাঁদের আলোয়
বৃষ্টি ভেজা মেঘলা দিনের আলোয়,
তুমি আসবে ফিরে আবার, হৃদয়ে ফিরবে উষ্ণতা
তুমি বাসবে ভালো আবার, হৃদয়ে ফিরবে চঞ্চলতা।

হয়তো সে এমন একটা দিনে ফিরে আসবে এবং আগের মত করে ভালবাসবে।অপেক্ষায় রইলাম সেই সুদিনের জন্য।
 2 years ago 

হায় হায় বলেন কি আপনিও অপেক্ষায় আছেন, তাইলে তো অপেক্ষার দাম বেড়ে যাবে এখন, হি হি হি।

 2 years ago 

আপনার অনুপ্রেরণার নাম দাদা এটা জেনে খুব ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন দাদা আসলেই এক ভাবের মশাল। আর আপনি সেখান থেকেই বারবার উজ্জীবিত হয়ে ওঠেন এবং কবিতা লেখার অনুপ্রেরণা পান। তাইতো আপনার হৃদয়ে কবিতার ফুলঝুরি ফোটে। সেদিন ডিসকর্ড এ আমিও একটিভ ছিলাম। দাদার সেই চার লাইনের কবিতার পরে আপনার কবিতার অংশ গুলো দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত অল্প সময়ে কিভাবে সম্ভব এত আবেগ আপনি পান কই।

জোসনা রাতের চাঁদের আলোয়
বৃষ্টি ভেজা মেঘলা দিনের আলোয়,
তুমি আসবে ফিরে আবার, হৃদয়ে ফিরবে উষ্ণতা
তুমি বাসবে ভালো আবার, হৃদয়ে ফিরবে চঞ্চলতা

আবেগের কবিতা || তোমার অপেক্ষা
আমার মনে হয় এই লাইনগুলোর মাঝেই আপনার কবিতার নামের সার্থকতা খুঁজে পেয়েছে। ভাইয়া সব মিলিয়ে আপনার কবিতাটি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রত্যেকটা লাইন খুব ভাল ছিল আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই, আসলে দাদার অনুপ্রেরণায় কিছু লেখার চেষ্টা করি, আপনাদের ভালো লাগে এতে আরো উৎসাহ পাই।

 2 years ago 

বুড়ো বয়সেও দেখি আপনার প্রচুর আবেগ।😜🤪 দাদা একেবারে সবাইকে রোমান্টিক কবিতা শিখিয়ে ছাড়বেন এবার। যাইহোক আপনাদের আবেগের কবিতা অনেক সুন্দর হয়েছে।

সন্ধ্যা রাতে তুমি যখন থাকতে পাশে
আধারগুলো নিমিশেই হারিয়ে যেত,
হৃদয়ের উষ্ণতা যতো- গভীর হতো আরো
সময়গুলো সুখের মতো- দ্রুত চলে যেতো।

এই কথাগুলো যদি ভাবির কানে কানে বলতেন ভাবি কতই না খুশি হতে বলেন। কিন্তু পুরুষ মানুষের মন বুঝা বড় দায়। 🤭🤭যাইহোক কবিতা কিন্তু ইদানিং ভালই লিখছেন।

 2 years ago 

আল্লাহ বলেন কি আমি ঢং করতে জানি নাকি? তবে আপনি চাইলে একটু শেখাতে পারেন হি হি হি

 2 years ago 

দাদা হলেন ভাবের মশাল কথাটা দারুণ বলেছেন ভাই। আমার লাইফে এই রকম উজ্জীবিত মানুষ আমি দেখিনি। যেখানেই যাবেন সেখান টা যেন মাতিয়ে রাখবেন।

ডিসকোর্ড টেলিগ্রামে আমিও মাঝে মাঝেই আপনার ছন্দের ঘূর্ণি দেখছি বেশ ভালো লাগছে। দারুণ হচ্ছে ভাই এগিয়ে যান। আজকের কবিতা টা অসাধারণ ছিল। প্রতিটা লাইনে যেন কারো না থাকার আক্ষেপ প্রকাশ পেয়েছে। প্রতিটা লাইন আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

হুম একটু ছন্দময় হওয়ার চেষ্টা করছি ইদানিং কারন কবিতা লেখার ভাবটা দারুণভাবে তৈরী হচ্ছে।

 2 years ago 

আপনার আর দাদার আবেগের কবিতাগুলো সত্যিই একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোন। কারণ প্রতিটি কবিতাযই এতো সুন্দর অর্থ বহন করে যা ভালো না লেগে উপায় নেই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, সাথে একটু বিট লবনও ফ্রিতে দিলাম হি হি হি। ভালো লাগে বলেই লেখার আগ্রহ পাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62916.93
ETH 3028.97
USDT 1.00
SBD 3.67