$PUSS - The happiness of Success

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও শীতের শীতলতার পরিমান বেশ বেড়ে গেছে এবং তার সাথে সাথে ঠান্ডা পানির সাথে গোসলের যুদ্ধতাও কঠিন হতে কঠিনতর হয়ে উঠছে, হি হি হি। আপনাদের কি অবস্থা সেটা হয়তো আমি জানি না কিন্তু আমার কথাটা আমি কিন্তু ঠিক প্রকাশ করে দিয়েছি। শীতের সবই ভালো লাগে আমার কাছে কারন এটা আমার প্রিয় সিজন শুধুমাত্র এই একটা বিষয় বাদে আর সেটা হলো শীতের দুপুরে ঠান্ডা পানির সাথে যুদ্ধ, মোটেও সেটা সুখকর নয় হি হি হি।

যাইহোক, সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হচ্ছি, আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে। কখনো ছোটখাটো বিষয়কে অনেক বেশী কঠিন করে তুলি আবার কখনো কখনো অনেক কঠিন বিষয়কেও সহজে গ্রহণ করে ফেলি, জটিল একটা সমীকরণের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পারিপার্শ্বিক ঘটনাবলীও আমাদের নিদারুণভাবে প্রভাবিত করছে এবং আমরা মুখোশের আড়ালে থাকা ভেতরের ভয়াবহ রূপটিকে নিদারুণভাবে প্রকাশ করার চেষ্টা করছি। অনাকাংখিত বিষয়গুলোকে আমরা খুব বেশী প্রাধান্য দিচ্ছি এবং আমাদের সম্পর্কগুলোর বন্ধনকে আরো বেশী আলগা করে ফেলছি।

puss mini banner01 .png

পরিবর্তন অবশ্যই কাম্য, কারন পরিবর্তন ছাড়া কাংখিতভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয় তবে সেটা অবশ্যই সুসম্পর্ক নিয়ে এবং পারস্পরিক সুন্দর বন্ধনের মাধ্যমে। আগ্রাসী মনোভাব কখনো আমাদের জন্য কাংখিত ও ভালো ফলাফল উপহার দিতে পারে না এবং সেটা সম্ভবও নয়। আমাদের হৃদয়ের কোমলতার বিষয়টি আরো সুন্দর এবং প্রস্ফুটিত হোক, ভালোবাসার সুন্দর ও কোমল সুবাসে সৌরভিত হোক সম্পর্কের চারিধার। ভালোবাসায় সব কিছু হয়, এটা আমরা জানি এবং বিশ্বাসও করি কিন্তু কেন জানি আমরা কাজে প্রকাশ করতে পারি না, কেন জানি আমরা সেটা ধরে রাখতে পারি না।

এই না পারাটা হয়তো আমাদের জন্য আরো বেশী যন্ত্রণাময় হয়ে উঠবে, হয়তো আরো বেশী কঠিন কিছুর দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আসুন সুন্দর একটা পরিবেশের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরীতে আরো বেশী মনোযোগী হই, ভালোবাসার বন্ধনে আরো সুন্দর সম্পর্ক তৈরীতে কাংখিতভাবে যার যার অবস্থান হতে ভূমিকা রাখি। আমার বাংলা ব্লগের নেভিট কয়েন পুশকে ভালোবাসার বন্ধনে আরো বেশী সফলতার দিকে এগিয়ে নিয়ে যাই, সুখের আবহে আরো বেশী উচ্চতায় নিয়ে যাই, পারস্পরিক সম্পর্ক যেমন এখানে ভূমিকা পালন করতে পারে ঠিক তেমনি সম্মিলিত প্রচেষ্টাও এখানে সুবাস ছড়াতে পারে। আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর সেটা হলো পুশ এর ডোনেশন ক্যাম্পিং- কন্ট্রিবিউশন করার বিষয়টি ভুলে যাওয়া যাবে না।

Donation Campaign : Cyberscope Audit Cost
Total budget : $10K USD
Address : TDkRz4P8TFoCwhDJ7fEtfJxJAoHrtoXyrR
Network : Tron
Currency : USDT, USDD, PUSS
Address : puss.coin
Network : Steem
Currency : STEEM, SBD

সুন্দর ও সুখকর একটা অনুভুতি তৈরীর দারুণ প্রচেষ্টা হতে পারে আমাদের এই পুশ, কারন পুশ মানেই সুখের অনুভূতি, পুশ মানেই সফলতার বিমল হাসি, পুশ মানেই এগিয়ে যাওয়ার দারুণ অনুপ্রেরণা, পুশ মানেই নির্মল ভালোবাসার সজীবতা। কাব্যিক ছন্দে হয়তো আরো অনেক কথাই বলা যাবে কিন্তু হৃদয়ের ভালোবাসায় যদি সেটাকে ধরে রাখতে না পারি তাহলে সব কিছুই শুধুমাত্র কথার কথা হিসেবে রয়ে যাবে। সুতরাং কথার কথা না বলে আসুন একটু যত্নশীল হই, একটু ভিন্নভাবে নিজেদের ভালোবাসা প্রকাশে সচেষ্ট হই এবং কাংখিতভাবে পাশাপাশি এগিয়ে যাই।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 6 days ago 

সেটা হলো শীতের দুপুরে ঠান্ডা পানির সাথে যুদ্ধ, মোটেও সেটা সুখকর নয় হি হি হি।

ভাই একটা গিজার লাগিয়ে নেন। তাহলে আর যুদ্ধ করতে হবে না হা হা হা। যাইহোক গত পরশুদিন কিছু স্টিম ডোনেশন করেছি। আমাদের সবার উচিত ক্যাম্পেইন চলাকালীন সময়ে ডোনেশন করা। আসলে সম্মিলিতভাবে চেষ্টা করলে পুস কয়েন অনেক দূর পৌঁছাতে সক্ষম হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

এটাই আমাদের মানুষের ফিলোসফি ভাই। কখনও সহজ বিষয় গ্রহণ করতে পারি না। আবার কখনও অনেক কঠিন ব‍্যাপারও গ্রহণ করে ফেলি। এর আগে অনেক ক্রিপ্টোর উঠে আসা সাফল্যগাঁথা শুনেছি। কিন্তু পুশ এর উঠে আসা দেখছি নিজের চোখে। এই শান্তি অন‍্যরকম। হয়তো অন‍্যরকম একটা ইতিহাস রচনা করবে এই পুশ সেই অপেক্ষায় আছি।