মানুষ মাত্রই ভুল!

in আমার বাংলা ব্লগ15 days ago

21-04-2024

০৮ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


emotions-3490223_1280.jpg

copyright free image from pixabay

মানুষ মাত্রই ভুল এ কথাটি আমরা সবাই জানি কমবেশি। সেই ছোট্রবেলা থেকে এখন অবধি শুনে আসছি কথাটি। আমাদের ছোট্র জীবনে কতোরকমের ভুল কাজ করে ফেলি। তবে ভুল থেকে যে আমাদের শিক্ষাগ্রহণ করাটা জরুরি। আপনি একটি কাজ করলেন এবং সেখানে আপনার ভুল হলো। এখন আপনি যদি সেইম কাজ আবার করেন। তাহলে কিন্তু ক্ষমা করতে চাইবে না কেউ। একই ভুল বারবার করা বোকামি। আপনি যদি বিবেকসম্পন্ন একজন মানুষ হয়ে থাকেন তাহলে আমি মনে করি এক ভুল হওয়ার পর নতুন করে আর কোনো ভুল করবেন না আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। আমরা যত ভুল কম করবো জীবনে ততো ভালো থাকবো। তবে ভুলের বাইরে কিন্তু কেউই না। কেউ ভুল করে মিথ্যা বলে, কেউ ভুল করে লবণ বেশি দিয়ে দেয়, কেউ ভুল করে পড়ালেখা করতে চাই না, কেউ ভুল করে সময়ের মূল্য বুঝতে, কেউ বা সময় থাকতে মা বাবার মূল্য দিতে শিখে নাই। আরও কতোশত রয়েছে।

একটা সিম্পল উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছি। আমাদের মতো যারা স্টুডেন্ট তাদের সবারই স্বপ্ন থাকে পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করার। কিন্তু সবাই কি পাবলিক ভার্সিটিতে চান্স পায়! পায় না! কথা হলো সবাই পায় না কেন? কারণটা একদম সিম্পল, কারণ তারা হয়তো পড়ালেখাটা তেমনভাবে করেনি নয়তো পরীক্ষায় ভুল করেছে ছোট ছোট! পরীক্ষায় একটি ভুল হওয়া মানে আপনি একশো জনের পিছনে চলে গেলেন। যেহেতু ভার্সিটির আসন সংখ্যাও সীমিত। তো আপনার ছোট ছোট ভুল কিন্তু করা যাবে না। বিশেষ করে যারা প্রথমবার ভার্সিটি পরীক্ষা দেয় তাদের মধ্যে বেশিরভাগই পরীক্ষায় ভুল করে। যারা এডমিশনে ভালো করে তাদেরই কিন্তু চান্স হয়। তবে যাদের চান্স হয়নি দ্বিতীয় বার কিন্তু পরীক্ষা দেয়ার সুযোগ থাকে। কথা হচ্ছে প্রথমবার যে ভুলের কারণে আপনার চান্স হয়নি আপনি কি চাইবেন সে একই ভুলের কারণে আপনার চান্স না হোক! সেটা আপনি কখনোই চাইবেন না।

তবে প্রথমবার যে কারণটা জন্য চান্স হয়নি সেগুলো যদি আবার করেন তাহলে কি হবে? কখনেই হবে না। আসলে ভুল করে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়ার জন্য। যাতে সেটা পরবর্তী জীবনে কাজে লাগাতে পারে। এ তো গেল প্রাতিষ্ঠানিক জীবনের কথা। আপনি চাকরির ক্ষেত্রে যান। সেখানেও একই চিত্র। বসের সামনে আপনি কোনো কাজে ভুলে করেছেন। বস আপনাকে কাজটি তারপর বুঝিয়ে দিল। এখন সেই কাজটি করতে গিয়ে আপনি আবার ভুল করলেন। একই ভুল বারবার করলেন। আপনার বস কি আপনাকে চাকরিতে রাখবে। কখনোই রাখবে না। তাই একই ভুল বারবার করতে যাবেন। তবে কিছু বোকা মানুষ আমি বলবো
একই ভুল বারবার করে।

আমি নিজেও একজন মানুষ। সে হিসেবে আমিও যে ভুলের বাইরে আছি তা নয়। প্রতিনিয়ত ভুল করছি আবার শিখছি। হতে পারে সেটা পড়ালেখায় ভুল অথবা নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে ইত্যাদি। এই যে পোস্ট লেখায় বানানের ভুল করি। মাঝে মাঝে কমেন্টে বানানের ভুল হয়ে যায়। তবে সেই ভুলগুলো থেকে আমি প্রতিনিয়ত শিখছি। যাতে অদূর ভবিষ্যৎ এ যেন ভুলগুলো না হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ছোট ছোট ভুলগুলোই একটা সময় অনেক বড় একটা আকার ধারণ। আমি যদি বানানের ভুল প্রতিনিয়ত করতে থাকতাম একটা সময় আমার লেখায় অনেক ভুল চলে আসতো। যেটা আসলে দৃষ্টিকটু। এজন্য ভুলের মাধ্যমেও শেখা যায়। ভুলগুলো আমাদেরকে দিকনির্দেশনা নিতে সাহায্য করে। কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না সেটা বুঝতে পারি।

আসলে জীবনটা অনেক বড়। আমরা প্রতিনিয়ত যতই সামনে এগোচ্ছি ততই শিখছি। আমরা মাঝে মাঝে দ্বিধাহীন হয়ে পরি কোনটি ভুল কোনটি সঠিক নির্ধারণ করতে। ভুল হওয়ার ভয়ে আবার আমরা কাজ করা থেকে বিরত থাকি। এতে করে হয়কি আমরা জীবনে রিস্ক নেয়ার সক্ষমতা হারায়। জীবনে বাচঁতে হলে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে মনে কখনো সাহস সঞ্চারও হয় না। এজন্য ভুল হওয়ার আশায় বসে না থেকে কাজ করে যেতে হবে। হতে পারে আপনার ভুল হয়ে গেছে। আপনি সেখান থেকে শিক্ষা নিলেই হবে। ভুলকে জীবনের জন্য আশীর্বাদস্বরূপ বলা যেতে পারে। কথায় আছে অন্ধকার আছে বলেই আলোর এতো কদর। ঠিক তেমনি ভুল আছে বলেই সঠিকের যথার্থতা রয়েছে।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 15 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

এটা সত্যি বলেছেন ভাই মানুষ মাত্রই ভুল কেউই ভুলের উর্ধ্বে নয়। যে মানুষ যত বেশি কাজ করবে সে মানুষ তত বেশি ভুল করবে এটাই স্বাভাবিক। তবে আমাদেরকে সবসময় সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 14 days ago 

ভুল থেকেই শিখতে হবে ভাই। কেউই আসলে ভুলের বাইরে নয়।

 15 days ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ভুল মানুষ মাত্র হয়। তবে একই ভুল বারবার হওয়া সেটা অনেক খারাপ দেখায়। আর আমরা ভুল না করলে হয়তো কখনো সঠিক জিনিস শিখি না। ভুল করেই নতুন কিছু শিখে। এটা সত্যি অন্ধকার আছে বলেই আলোর এতো কদর।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 14 days ago 

আসলেই আপু একই ভুল বারবার করলে কেমন দেখায়। এজন্য একই ভুল বারবার করা যাবে না আমাদের।

 15 days ago 

একদম ঠিক বলছেন আপনি খুব সুন্দর উদাহরণের মাধ্যমে বিষয় গুলো ক্লিয়ার করলেন। প্রতিটি মানুষ ভুল করে এবং সেই ভুল থেকে মানুষ সুন্দর শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাই। সেটা হচ্ছে মানব জীবনের পরম ধর্ম। আমরা যদি ভুল না করি তাহলে আমরা ভালো শিক্ষা কিভাবে নিতে পারবো। তাই জীবনে যত ভুল হবে তত সংশোধন হওয়ার সুযোগ থাকে। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর গুরুত্বপূর্ণ লেখাগুলো পড়ে।

 15 days ago 

একদম ঠিক বলছেন আপনি খুব সুন্দর উদাহরণের মাধ্যমে বিষয় গুলো ক্লিয়ার করলেন। প্রতিটি মানুষ ভুল করে এবং সেই ভুল থেকে মানুষ সুন্দর শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাই। সেটা হচ্ছে মানব জীবনের পরম ধর্ম। আমরা যদি ভুল না করি তাহলে আমরা ভালো শিক্ষা কিভাবে নিতে পারবো। তাই জীবনে যত ভুল হবে তত সংশোধন হওয়ার সুযোগ থাকে। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর গুরুত্বপূর্ণ লেখাগুলো পড়ে।

 14 days ago 

জিআপু। জীবনে যতভুল ততো সংশোধন। তাই ভুল করারও দরকার আছে জীবনে।

 15 days ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন। মানুষ বলতেই ভুল। কোন না কোন ভাবে আমাদের ভুল হতেই পারে। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। যে ভুল একবার হবে সে ভুল আর কখনো হবেনা। আপনার লেখার বিষয়বস্তু খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 14 days ago 

আসলেই ভাইয়া আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে।

 12 days ago 

প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে হোক,কর্মজীবনে হোক কিংবা অন্যান্য যেকোনো ক্ষেত্রেই হোক না কেনো, একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে,সেটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আর এখন তো সব জায়গাতেই কম্পিটিশন চলে। তো বারবার ভুল করলে অবশ্যই পিছিয়ে যেতে হয়। সুতরাং ভুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং কিভাবে পরবর্তীতে একই ভুল না হয়,সেই অনুযায়ী চলতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

খুব সুন্দর কিছু কথা আপনি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আসলে মানুষ ভুল করবে এবং মানুষের এই ভুলের থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে যেন সামনে আর এই ভুল না করে৷ এভাবে এগিয়ে যেতে থাকে৷ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কোন একটি কাজে ভুল করার পর সেই কাজ আর করে না। তবে এটি কখনোই ঠিক নয়৷ সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া সকলের উচিত৷

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64230.75
ETH 3149.35
USDT 1.00
SBD 3.85