২-১ ব্যবধানে বার্সার জয়!
19-09-25
০৪ আশ্বিন , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি সুস্থ্য না থাকলে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। তো আপনারা যারা খেলাধুলার খবর রাখেন তারা নিশ্চয় জানেন বর্তমানে এশিয়া কাপ চলছে পাশাপাশি ইয়েফা চ্যাম্পিয়নস লিগও বেশ জমে উঠেছে। যেহেতু ফুটবল খেলাগুলো গভীর রাতে অথবা মাঝ রাতে হয় এজন্য বেশি একটা দেখা হয়না! গতকালকের ম্যাচটা ছিল বার্সেলোনা ও নিউকেসল এর মধ্যকার ম্যাচ। ইয়েফা চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের ১১ নাম্বার পজিশনে আছে বার্সেলোনা ও নিউকেসল আছে পয়েন্ট টেবিলের ২৬ নাম্বার পজিশনে। তো বার্সেলোনার খেলা অনেকদিন হলো দেখা হয়না, বলতে গেলে ফুটবল এ কয়েকমাস তেমন দেখা হয়নি। এখন যেহেতু ভার্সিটি অফ তাই রাত জেগে খেলা দেখা হয় মোটামোটি। বার্সেলোনা টিমে ইংলিশ সুপারস্টার রাশফোর্ড এসেছে। দলটা আগে থেকেই অনেকটা ব্যালেন্সড টিম ছিল।
তো খেলা শুরু হওয়ার পর নিউকেসল দারুণ ডিফেন্সিভ মোডে খেলতে থাকে। তারা মাঠে নেমেছিল ৪-৩-৩ সিকোয়েন্স মেইনটেইন করে। অন্যদিকে, বার্সেলোনা মাঠে নেমেছিল ৪-২-৩-১ মেইনটেইন করে। শুরুর দিকে একের পর এটাক করতে থাকে নিউকেসল। বিশেষ করে নিউকেসল ফরোয়ার্ড স্ট্রাইকার গর্ডন ও বার্নস বল পেলেই যেন মরিয়া হয়ে উঠেছিল। ২৪ মিনিটের মাথায় গোল হয়েই যেত যদি বার্সেলোনার গোলকিপার দারুণ একটা সেইভ না করতো। ২৮ মিনিটের মাথায় জুয়েলিনটন পেডরিকে ফাউল করে ইয়ালো কার্ড পায়। ৪৫ মিনিটের মাথায় আবার বার্সেলোনার ডিফেন্ডার জি মার্টিন ইয়ালো কার্ড পায়। তো প্রথমার্ধে গোলের সুযোগ মিস করেছে বেশি নিউকেসল। কিন্তু বার্সালোনাও সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি। তারপর প্রথমার্ধের খেলা ০-০ তেই শেষ হয়।
সেকেন্ড হাফে বার্সেলোনা একটু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। ৫৮ মিনিটের মাথায় কুন্দের এসিস্টে দারুণ এক হেড করে রেশফোর্ড এবং বার্সেলোনা প্রথম গোলের দেখা পায়। ১-০ ব্যবধানে বার্সেলোনা এগিয়ে যায়। তারপর মোটামোটি বেশ কয়েকজন প্লেয়ারকে তুলে নতুন কয়েকজনকে মাঠে নামানো হয়। এদিকে ৬৭ মিনিটের মাথায় ডিবক্সের বাহিরে থেকে দারুণ এক রকেট শট করে রেশফোর্ড। গোলকিপার ব্যর্থ হয় বল ধরতে। ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। তারপর রেশফোর্ড লেয়ানডস্কি ও রেশফোর্ড কে তুলে নামানো হয় মাঠে ক্রিস্টেনসেন ও ডেনি অলমো! তারপর বার্সোলোনার ডিফেন্স কিছুটা নড়বড়ে হয়ে যায়। আর সে সুযোগটাি কাজে লাগায় নিউকেসল। ৯০ মিনিটের মাথায় নিউকেসলের স্ট্রাইকার গোল করে। গোলের ব্যবধান তখন ২-১ এ। নিউকেসল তখনও আশা ছাড়েনি।
খেলায় অতিরিক্ত ০৭ মিনিট সময় বেশি দেয়া হয়। তো সাতমিনিে নিউকেসল ভালোই চেষ্টা করেছিল আরেকটা গোল দিতে। কিন্তু ব্যর্থ হয় তারা। এরই মাধ্যমে বার্সেলোনা তাদের শুরুটা করলো ২-১ ব্যবধানে গোলে জিততে পেরে। আর রেশফোর্ড এর জোড়া গোলে বার্সেলোনা এখন অনেকটা আত্মবিশ্বাসী থাকবে বলা যেতে পারে।
| Newcastle | Stats | Barcelona |
|---|---|---|
| 10 | Shots | 19 |
| 6 | Shots on target | 5 |
| 35% | Procession | 65% |
| 282 | Passes | 539 |
| 72% | Pass Accuracy | 85% |
| 11 | Fouls | 12 |
| 2 | Yellow cards | 4 |
| 3 | Offsides | 0 |
| 6 | Corners | 4 |
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।







যদিও খেলা দেখা হয় না একদমই। তবে পছন্দের দল যদি বিজয়ী হয় তখন সত্যি অনেক ভালো লাগে। আপনার এই পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া।