নাটক রিভিউঃ " আজকাল তুমি আমি "

in আমার বাংলা ব্লগlast month

19-4-2024

০৬ বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


শুভ বিকেল সবাইকে 🌸। আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম একটি নাটক শেয়ার করার জন্য। আমি মাঝে মাঝেই নাটক দেখে থাকি। আর যেগুলো দেখি সব কয়টি নাটকই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবার ঈদে অনেক নাটক ইউটিউব এ রিলিজ হয়েছে। সময় স্বল্পতার জন্য সবকয়টি নাটক দেখার সুযোগ হয়নি। তবে আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে আজকাল তুমি আমি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাটকটি।

Screenshot_2024-04-19-14-10-32-90.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামআজকাল তুমি আমি।
চিত্রনাট্য, পরিচালনা ও গল্পমারুফ হোসেন সজীব।
প্রযোজকরিয়াজ হাসান।
অভিনয়েখাইরুল বাশার, সাদিয়া আয়মান, তিশা চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, জি এম মাসুদ, আব্দুল্লাহ রাকিব সহ আরও অনেকে।
আবহ সংগীতপ্রত্যয় খান।
দৈর্ঘ্য৩৮ মিনিট ৫২ সেকেন্ড।
মুক্তির তারিখ১৫ই এপ্রিল , ২০২৪ ইং
ধরনরোমান্টিক, সামাজিক ।
ভাষাবাংলা

চরিত্রেঃ

আবিরঃ
খাইরুল বাশার।
কনাঃ
সাদিয়া আয়মান।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-04-19-14-13-26-69.jpg

Screenshot_2024-04-19-14-14-35-80.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, আবির তার বন্ধুর সাথে বাজি ধরে রিকশা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আবিরের বন্ধু বিশ হাজার টাকা বাজি ধরেছিল। কিন্তু তার বন্ধু বুঝতে পারেনি যে আবির সিরিয়াসলি রিকশা চালানোর চিন্তা করবে। আবিরের বন্ধুর সেমিস্টার ফি এর টাকা বিশ হাজার! সেটা যদি আবিরকেই দিয়ে দেয় তাহলে সে সেমিস্টার ড্রপ খাবে। এজন্য সে ভয়ও পাচ্ছে। কিন্তু আবির রিকশা চালাবেই এবং বাজিতে জিতবেই। তো আবির একটা রিকশ ভাড়া করে নিয়ে বেরিয়ে পরে রাস্তায়। রাস্তায় যাওয়ার পরই দেখা হয় একটি মেয়ের সাথে। মেয়েটাকে প্রথম দেখাতেই আবিরের ভালো লেগে যায়। মেয়েটির দিকে আবির হা করে তাকিয়ে থাকে। মেয়েটি বারবার ডাকার পরেও শুনছে না। তারপর যখন হুশ ফিরলো তখন বললো ভার্সিটিতে নিয়ে যেতে! আবির মেয়েটিকে ভার্সটির দিকে নিয়ে যায়। তখন মেয়েটির কাছে তার ফ্রেন্ড ফোন দিয়ে বলে আজ নাকি প্রেজেন্টেশন করতে হবে এসাইনমেন্ট। কিন্তু মেয়েটির প্রেজেন্টেশন রেডি নেই!

Screenshot_2024-04-19-16-30-31-53.jpg

Screenshot_2024-04-19-16-29-16-63.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর রিকশাচালক আবির মেয়েটির কাছে পরিচয় দিয়েছিল তার নাম জসিম। সে গ্রাম থেকে শহরে এসেছে। শহরে এসে নতুন রিকশা চালাচ্ছে। মেয়েটির নাম কণা। তারপর জসিম কনার প্রেজেন্টেশন রেডি করে দেয়। ক্লাসে সবাই অবাক হয়ে যায় কনার প্রেজেন্টেশন দেখে। অনেক ভালো হয়েছিল কনার প্রেজেন্টেশন। তারপর কনা খুজঁতে থাকে জসিমকে একটা ধন্যবাদ দেয়ার জন্য। তারপর তাকে ধন্যবাদ দেয়। কিন্তু কনা সন্দেহ করে জসিমকে! এতো ভালো প্রেজেন্টেশন কিভাবে করতে পারে একজন রিকশাচালক! কনার মাঝে কৌতুহল তৈরি হয়। সে জসিমকে চোখের কাছেই রাখে। এদিকে কনার মা বিয়ের কথা ভাবছে কনার। তার খালাতো ভাই সানির সাথে বিয়ের কথা হচ্ছিল। কিন্তু কনা সানিকে মোটেও পছন্দ করে না এবং বিয়েও করতে পারবে না তাকে। কিন্তু তার মা যেভাবেই হোক সানির সাথে বিয়ে দিতে মরিয়া চেষ্টা করে। কিন্তু কনার বাবা আবার সানির সাথে বিয়েতে মত নেই।

Screenshot_2024-04-19-16-34-57-46.jpg

Screenshot_2024-04-19-16-34-10-60.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

ছেলে রিকশাচালক হলেও সমস্যা নেই যদি ছেলের আচার ব্যবহার ভালো থাকে। কনার বাবা কনাকে সোজা বলে দিয়েছে, ছেলে রিকশাচালক হলেও চলবে। কিন্তু কনার মা এটা শুনে যেন মাথাঘুরে যায়। কারণ তাদের দুজনের কথা কিছুতেই বুঝতে পারছে না। কিছুদিন পর কনার পরিবার রাজি হয় সেই রিকশাচালক ছেলেকে দেখার জন্য। কনা প্লেন করে জসিমকে তাদের বাসায় নিয়ে যাবে। কিন্তু জসিমের অভিনয় করতে হবে। বলতে হবে সে এখন বিয়ে করতে পারবে না। কিন্তু জসিম তার পরিবারের সাথে মিথ্যা বলতে চাই না। এদিকে কনার অনুরোধে রাজি হয় তার মা বাবার সাথে দেখার। কনা তাকে কিছু টাকা দিতে চাই ভালো জামা কাপড় কেনার জন্য। কিন্তু জসিমের জামা কাপড় আছে। সেটা কনাকে বুঝতে দেয় না।

Screenshot_2024-04-19-16-35-06-27.jpg

Screenshot_2024-04-19-16-37-36-17.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

জসিম কনার মা বাবার সাথে দেখা করতে আসে। যখন স্যুট পরে প্রাইভেট কার থেকে নামে তখনই কনা অবাক হয়ে যায়। সে বলেছিল ভালো জামা কাপড় পরার জন্য। কিন্তু সে গাড়িসহ নিয়ে এসেছে! তারপর কনা তার মা বাবার কাছে নিয়ে যায়। মা বাবা যখন তার পরিচয় জানতে চাই তখন জসিম তার বায়োডাটা তার মা বাবাকে দেখায়। আর সেটা দেখেই পুরো অবাক হয়ে যায় কনার মা বাবা। কনার মা একের পর এক প্রশ্ন করতে থাকে। তার মা বাবা কোথায় থাকে? ঢাকা বাড়ি কয়টা? তার নাম যে আবির সেটাও জানতে পারে। তারপর আবির বলে সে এখনই বললে এখনই বিয়ে করতে প্রস্তুত। এটা শুনেই কনার মুখ থেকে পানি ফুসকে বেরিয়ে পরে! কনা রাগ করেই সেখান থেকে চলে যায়। যাকে এনেছিল বিয়ে ভাঙাতে সে কি না এখন কনাকেই বিয়ে করতে চাইছে! তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে!

ব্যক্তিগত মতামত

নাটকটি শুরুর দিকে আমার কাছে ভালো লেগেছিল বেশি। তবে যতই নাটকের ভিতরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল একটু বেশি ওভারএক্টিং হয়ে যাচ্ছে। নয়তো কেনই বা একজন রিকশাচালককে বয়ফ্রেন্ড করে তার মা বাবার সাথে দেখা করাবে। একজন দর্শক হিসেবে এ প্রশ্নগুলো আপনার মাঝেও আসবে। তবে খাইরুল বাসার আর সাদিয়া আয়মানের অভিনয় আমার কাছে ভালো লাগে। নাটকটিতে আরেকটু রোমান্টিকতার ছোয়া দিতে পারলে জমে যেত। তবে সামাজিক নাটক হিসেবে ঠিক আছে। আরেকটা মেসেজ হলো, কোনো কাজই কিন্তু ছোট নয়। হোক সেটা রিকশা চালানোর মতো পেশা!

ব্যক্তিগত রেটিং


৮/১০


নাটকটির লিংক





10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last month 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমি ইদানিং ইউটিউবে অনেক নাটক দেখি তবে নাটক রিভিউ কখনো দেয়া হয় না । অনেক আগে দিয়েছি তখনি ঝামেলা লাগতো ইদানিং দেই না । তবে নাটক রিভিউ পোস্টগুলো দেখতে ভালো লাগে । নতুন একটি নাটক সম্পর্কে জানা যায় । আপনার এই নাটকটি আমি দেখিনি তবে ভালো আছে মনে হচ্ছে নাটকটি সময় সুযোগ হলে দেখে নেব ।

 last month 

আজকাল তুমি আমি নাটকটি আমি আজকেই ডাউনলোড করলাম দেখবো বলে। আর এখন এখানে এসে দেখতে পারলাম আপনি রিভিউ করেছেন। যাইহোক নাটক রিভিউ করে বেশ ভালো লাগলো। নাটকটি দেখার প্রতি আরো আগ্রহ জাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।

 last month 

এই নাটকটি আমি আজ কয়দিন youtube এ প্রায় দেখি। মাঝেমধ্যেই শর্ট ভিডিও গুলো দেখা হয়। তাই এখন অনেক নাটক সামনে আসে। আমার কাছে তো কিছু কিছু নাটক ভালো লাগলে আমি সেই নাটকের নামটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে পরবর্তীতে সময় পেলে নাটকটি। এই নাটকের ও স্ক্রিনশট নিয়ে রেখেছি কিন্তু এখনো টাইম হয়নি দেখে নাটকটি দেখা হয়নি। যাইহোক সময় পেলে নাটকটি দ্রুত দেখে নেব। আপনার রিভিউ দেখে আরো দেখার ইচ্ছে জাগলো।

 last month 

আজকাল তুমি আমি নাটকটি দেখেছি। আসলে বর্তমান সময়ে রোমান্টিক নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। খায়রুল বাসার আমার পছন্দের একজন অভিনেতা। সাদিয়া আয়মান এবং খায়রুল বাসার এর জুটি বেঁধে নাটক গুলো বেশ সুন্দর লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 last month 

ভালো লাগার মত একটি নাটক রিভিউ করার জন্য আপনাকে ধন্যবাদ। খুব চমৎকার একটি নাটক আপনি আমাদের মাঝে রিপি করে দেখিয়েছেন। আপনার নাটকের ভিডিও দেখে অনেক অনেক খুশি হলাম। নাটকটা আমার দেখা ছিল না কিন্তু দেখার সুযোগ পেয়ে গেলাম আপনার এই রিভিউ এর মধ্য দিয়ে।

 last month 

বেশ অসাধারন একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবো৷ একই সাথে এখানে সাদিয়া আয়মানের নাটকের রিভিউ আপনি শেয়ার করেছেন৷ এই নাটকটি না দেখলে তো আমার ভালোই লাগবে না৷ এই নাটকটি আমি অবশ্যই দেখার চেষ্টা করবো৷ কারণ তার সবগুলো নাটকই আমি দেখি৷ এই নাটকটিও কোন ভাবে মিস করবো না৷ ধন্যবাদ এই নাটকটির রিভিউ শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67776.21
ETH 3737.77
USDT 1.00
SBD 3.72