সুস্বাদু শিমের পাতা ভর্তা

in আমার বাংলা ব্লগ2 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আমি জানি আজকের এই রেসিপিটা দেখে অনেকেই অবাক হবেন কারণ আমি নিজেই অনেকটা অবাক হয়েছিলাম। সত্যি কথা বলতে নতুন নতুন রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে। গতকাল যখন ইউটিউবে রান্নার ভিডিও দেখছিলাম হঠাৎই চোখের সামনে একটি রেসিপি ভেসে উঠলো। সেটি হচ্ছে সুস্বাদু শিমের পাতা ভর্তা। বেশ কৌতুহল নিয়ে রেসিপিটি ওপেন করলাম। এরপর রেসিপি টা দেখে অনেকটা অবাক হলাম এবং মনে মনে ইচ্ছে প্রকাশ করলাম যে এটা আমি একবার হলেও রান্না করে দেখব। আসলে নতুন নতুন রান্না ট্রাই করতে আমার বেশ ভালো লাগে। তাই আর দেরি না করে গাছ থেকে কিছু কচি শিমের পাতা এনে ভর্তা বানিয়ে ছিলাম। বিশ্বাস করেন শুটকি মাছ দিয়ে তৈরি শিমের পাতার এই ভর্তাটা খেতে এত মজার ছিল সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে।

1000016868.jpg

1000016870.jpg

যাইহোক আমি কিভাবে রেসিপিটি রান্না করেছি সেটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবেন।তো চলুন রেসিপিটি শুরু করি।

1000015079.png

উপকরণ
শিমের পাতা
শুটকি মাছ
পেঁয়াজ
কাঁচামরিচ
রসুনের কোয়া
লবণ
তেল

1000016867.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে সব উপকরণ রেডি করে নিয়েছি এবং পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর শুটকি মাছগুলো গরম পানিতে ৫ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো শুটকি নিতে পারেন। আমি কাঁচকি মাছের শুটকি ব্যবহার করেছি।

1000016866.jpg

ধাপ-২

এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে কয়েকটি কাঁচামরিচ এবং রসুনের কোয়া শুকনো প্যানে টেলে নিয়েছি।

1000016865.jpg

ধাপ-৩

এবার কাঁচা মরিচ এবং রসুনের কোয়া তুলে নিয়ে একই ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গরম পানিতে ভিজিয়ে রাখা শুটকিগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

1000016864.jpg

ধাপ-৪

এবার খানিকটা একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

1000016863.jpg

ধাপ-৫

এবার ধুয়ে রাখা শিমের পাতাগুলো দিয়ে নেড়ে-চেড়ে পেঁয়াজ এবং শুটকির সঙ্গে মিশিয়ে নিতে হবে।

1000016862.jpg

ধাপ-৬

এবার আগে থেকে টেলে নেওয়া কাঁচামরিচ এবং রসুনের কোয়া পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে।

1000016861.jpg

ধাপ-৭

এবার হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। পাতাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত।পানি শুকিয়ে গেলে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

1000016860.jpg

ধাপ-৮

এবার শিল পাটায় নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিতে হবে।

1000016859.jpg

ধাপ-৯

এ পর্যায়ে কয়েকটি পেঁয়াজ থেতো করে দিয়ে ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে।

1000016858.jpg

ধাপ-১০

এবার পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি মজাদার এবং সুস্বাদু শিমের পাতা ভর্তা রেসিপি।

1000016857.jpg

রেসিপির ফাইনাল লুকঃ

1000016868.jpg

ভর্তাটা বানানো হয়ে গেলে আমার বাসার আশেপাশের বেশ কয়েকজনকে আমি টেস্ট করিয়েছি বিশ্বাস করুন কেউ বলতে পারেনি যে এটা কিসের ভর্তা ছিলো।তবে সবাই খুব পছন্দ করেছে। এরপর সবাইকে যখন বলেছি এটা শিমের পাতার ভর্তা ছিল কেউ তো বিশ্বাসই করতে পারছিল না। আমি নিজে বানিয়েছি বলে বলছি না এটা খেতে সত্যিই অনেক সুস্বাদু ছিল। গরম ভাতের সাথে মেখে খেতে বেশ মজা লাগছিল। আপনারা একবার হলেও এই শিমের পাতা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনারা পছন্দ করবেন।

রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000116.png

Sort:  
 2 days ago 

সিমের পাতা ও শুটকি মাছ এভাবে একত্রে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। সম্পূর্ণ একটি নতুন রেসিপি দেখতে পেলাম।রেসিপিটি একদম ইউনিক। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হবে।ইউনিক একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপু এই রেসিপিটি আমিও গতকালকে দেখেছিলাম। কিন্তু আপনার মত আমারও একটু অবাক লাগলো। যাক অবশেষে আপনি যখন রেসিপি তৈরি করে রিভিউ শেয়ার করলেন নিশ্চয়ই আমরাও তৈরি করতে পারব এবার। যেহেতু আপনার খেতে ভালো লাগছে তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউনিক রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপু রেসিপিটি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম।
শিমের পাতা কখনো কাউকে খেতে শুনিনি। যাইহোক আপনি যেহেতু বলেছেন এটা খেতে সুস্বাদু, তবে একদিন খেয়ে দেখতেই হচ্ছে। তবে এটা পুষ্টিগুণ সম্পর্কে আরো তথ্য দরকার আমার। যাইহোক ধন্যবাদ আপনাকে ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপু, আজ আপনি দারুন একটি ভর্তা রেসিপি শেয়ার করেছেন।আমিও জানতাম না শিমের পাতা খাওয়া যায় কালকেই একটা ভিডিওতে দেখেছিলাম। ভেবেছিলাম এবার বাড়িতে গিয়ে এই ভর্তা তৈরি করে আর করব তার আগেই আপনি শেয়ার করেছেন দেখছি। তবে এবার বাড়িতে গিয়ে অবশ্যই এই ভর্তা তৈরি করে খাব আমি। ভর্তাটি দেখতে ভীষণ লোভনীয় লাগছে। ধারাবাহিকভাবে ভর্তা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 days ago 

নতুন নতুন রান্না ট্রায় করার চেষ্টা করি আমিও। আমার চোখেও পরেছে একজনের ভিডিও সীমপাতা ভর্তার। তবে সিম গাছ যেহেতু আশেপাশে নেই, স্বাদ তো নিতে পারলাম না। তবে রান্না টা দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। রঙটাও বেশ এসেছে কিন্তু! কখনো সুযোগ হলে খাওয়ার অপেক্ষায় রইলাম।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 yesterday 

কি যে দেখালেন আপনি। দেখেই তো এখন আর লোভ সামলাতে পারছি না। এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কম রয়েছে বলে আমার মনে হয়। আপনি তো দেখছি অনেক বেশি করে তৈরি করেছেন। আমাকে বলতেন তাহলে আমিও যেতাম এটি খাওয়ার জন্য। আশা করছি পরবর্তীতে তৈরি করলে অবশ্যই আমাকে বলবেন 😇।

 yesterday 

শীম পাতা যে এতো সুস্বাদু করে ভর্তা বানিয়ে খাওয়া যায় তা এই প্রথম শুনলাম ও দেখলাম।আপনিও ইউটিউব থেকে এই মজাদার ইউনিক রেসিপিটি করেছেন। দারুণ হয়েছে শুটকি মাছের সাথে শিম ভর্তা রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে সিম ভর্তা রেসিপিটি করেছেন এবং রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ইউনিক শিম ভর্তা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।