ছাদে গাছ লাগানোর অনূভুতি🪴

in আমার বাংলা ব্লগ3 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ছোটবেলা থেকেই গাছের প্রতি একটা আলাদা ভালোলাগা কাজ করে।ছোট থেকেই বাসাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতাম।একটা সময় আমার বাড়িতে এত পরিমানের ফুলের গাছ ছিল যে পুরো গ্রামের মানুষ আমার কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে ফুল নিয়ে যেত।গ্রামের অনুষ্ঠানগুলোতে খুব বেশি ফুলের প্রয়োজন পড়তো না তবে যেটুকু প্রয়োজন পড়তো আমার বাড়িতে আসলেই পেয়ে যেত। আমার বাবা ছিল খুবই সৌখিন যেখানে ফুলের গাছ দেখত আমার জন্য নিয়ে আসতো। বাবার উদ্যোগে আমি খুবই খুশি হতাম।

1000016727.jpg

1000016726.jpg

1000015944.jpg

একবার আমার খুব ভালোভাবে মনে আছে আমার ছোট তখন কেবলমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আমার অনেক সুন্দর একটি খয়রি রঙের গাঁদা ফুলের গাছ ছিল। আমি তখন স্কুলে চলে গেছি। এসে দেখি পুরো গাছের ফুল ছিড়ে ও খেলেছে। বাসায় এসে গাছ দেখার পর আমি এত পরিমানে কান্না করেছিলাম যেটা বলে বোঝাতে পারবো না। বিয়ের পরও শ্বশুরবাড়িতে গিয়ে নতুন করে কোনো গাছ লাগাতে হয় নাই কেননা আমার শ্বশুর ভীষণ সৌখিন একজন মানুষ। উনি পুরো বাড়ি বিভিন্ন গাছ দিয়ে ভরে রাখতেন।

1000015943.jpg

1000015942.jpg

1000015941.jpg

এরপর আমি যখন নতুন বাসায় উঠলাম তখন আমার ছোট বেলকনিটাকেও অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে এবং মরিচের চারা, বেগুনের চারা ইত্যাদি দিয়ে সাজিয়ে ফেলেছিলাম। নতুন বাড়ি করেছি এটাতো আপনারা সবাই জানেন। বাড়ির সামনের অংশটুকু পুরোটাই ছাদ দেওয়া হয়েছে আর পিছনে দেওয়া হয়েছে টিন। ছাদটা মোটামুটি অনেক বড়। ভাবলাম ছাদটাকে অযথা ফেলে না রেখে কাজে লাগাই। তাই একদিন বাজারে গিয়ে বেশ কিছু মরিচার চারা,বেগুনের চারা, টমেটোর চারা, এছাড়া বেশ কয়েকটি ফুলের গাছ এবং পালং শাকের বীজ।

যদিও এখন যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো অনেকটা আগের। এখন আমার ছাদের গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। খুব তাড়াতাড়ি শেয়ার করব পুরো ছাদের ফটোগ্রাফি শেয়ার করার। ইচ্ছা আছে পুরো ছাদটাকে আমি অনেক সুন্দর ভাবে সাজাবো। ছোট হয়েছে তো কি হয়েছে ইচ্ছে বা শখ থাকলে ছোট কোনো জিনিসকেও সুন্দর করে সাজানো যায়।যাইহোক বাগান করতে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে আমার মতো বাগান করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000010107.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনি তো দেখছি আপু আমার মত খুবই গাছ প্রেমী মানুষ। এই যে নিজের বাড়ি এবং এক ফালি ছাদ রয়েছে, এতে মনের মত করে সাজিয়ে বাঁচা যায়। আপনার বাড়ন্ত গাছের ফল ফুল দেখার অপেক্ষায় রইলাম। এবং খুব ভালো লাগছে আপনাদের সুন্দর বাগান দেখে।

 2 days ago 

বাগান করাটা আসলে অনেক শখের ব্যাপার। সৌখিন মানুষেরা বাগান করতে ভীষণ ভালোবাসে। আপনার বাগানের ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 days ago 

এটা বেশ ভালো কাজ করেছেন আপু, ছাদটাকে ফেলে না রেখে কাজে লাগিয়েছেন। বিভিন্ন রকম গাছ লাগিয়েছেন দেখছি। বাগান করাটা আমারও খুব ভালো লাগে। আপনি অনেক রকম গাছ লাগিয়েছেন। আশা করি খুব শীঘ্রই এগুলো বড় হবে।

 yesterday 

আসলে ছাদ বাগান করার নেশা আমার বহুদিন থেকে। কিন্তু সময় হয়ে ওঠেনা এই ছাদ বাগান করার জন্য। আপনি তো দেখছি পুরো শীতের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আশা করি এই ফুলগুলো যখন ফুটবে তখন আমরা আরেকটা নতুন পোস্ট দেখতে পারবো।

 yesterday 

খুব ভালো কাজ করেছেন আপু। জায়গা থাকলে আমিও কিছু মরিচ গাছ লাগাতাম নিজের জন্য। তবে এখন সে উপায় নেই। আর ফুল গাছ এর কথা আর কি বলবো! যে কোন ফুল গাছের ই তো মন ভালো রাখতে জুড়ি মেলা ভার!আশা করছি বর্তমান আপডেট খুব জলদিই দেখতে পাবো। শুভকামনা রইলো।

 yesterday 

বোঝাই যাচ্ছে আপনি অনেক শৌখিন মানুষ আপু। এইজন্যই ছোটবেলা থেকেই গাছের প্রতি আপনার এতো আগ্রহ। নিজের বাড়ি টাকে গাছ লাগিয়ে সুন্দর করে সাজানো এটা যেন একটা নেশা। আর সেই নেশা থেকেই ছাদে গাছ লাগানোর চিন্তা। চমৎকার লাগল আপনার পোস্ট টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 19 hours ago 

ছাদবাগান নেশাটা আমারও অনেক আগে থেকে। আমিও চেষ্টা করি ছাদে টুকটাক গাছ লাগানোর জন্য। আপনার ছাদ বাগানটি দেখে অনেক ভালো লাগলো।অনেক রকমের গাছ দেখতে পেলাম। যখন ফুল ফুটবে দেখতে বেশ দারুন লাগবে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।