কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে কার্ডবোর্ড দিয়ে একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। কার্ডবোর্ড এর কাজগুলো আমার খুবই কম করা হয়। আজকের এই ওয়ালমেট টা মূলত কার্ডবোর্ড এবং পোস্টার রঙ দিয়ে তৈরি করেছি। স্টেপ গুলো দেখে সহজ মনে হলেও এটা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। অনেকদিন পর এই কাজগুলো করেছি। এগুলো ছোট ছোট টুকরো করে কাটা টা অনেক সময়ের ব্যাপার। এরপর আবার রং করতে মোটামুটি সময় লেগেছে। কারণ কার্ড বোর্ডের উপরে রং সহজে বসতে চায়না। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- কার্ডবোর্ড
- কাঁচি
- গ্লু
- পোস্টার রং
প্রথমে আমি একটা কার্ডবোর্ড টুকরো করে বর্গাকারে কেটে নিয়েছি।
এবার আমি কার্ডবোর্ড ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।
বড় কার্ডবোর্ড এর উপর ছোট টুকরাগুলো বসিয়ে দিলাম।
এবার আমি পিছনের অংশটুকু সাদা রং করে নিয়েছি।
তারপর উপরে ছোট ছোট টুকরোগুলো একটা সিকোয়েন্সে বিভিন্ন কালার করে নিয়েছি।
এবার ছোট ছোট টুকরো গুলোর চারপাশে সাদা রঙ ডটের মত দিয়ে ডিজাইন করে নিলাম।
এবারে প্রত্যেকটা টুকরোর মাঝখানে সাদা পুঁতি বসিয়ে দিলাম।
শেষে নিচের দিকে ঝুমকোর মত কিছু পুঁতি বসিয়ে দিলাম।
ধন্যবাদান্তে
@isratmim













https://x.com/IsratMim16/status/1903132440639705354?t=kHEh025Jkjx7_T92Vw4f7Q&s=19
https://x.com/IsratMim16/status/1903131943597904218?t=LT3GdCwyqF7XMyCDPxy61w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
কার্ডবোর্ড দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি তো দেখছি আজকে খুবই সুন্দর দেখতে একটা ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন কালারের রং ব্যবহার করায় দেখতে ভালো লাগছে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। এটা এক কথায় দারুন ছিল।
ঠিক বলেছেন আপু, এগুলো ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
কার্ডবোর্ড দিয়ে যখন কোন কিছু করা হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আপনি এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করছেন যেটা দেখে খুবই ভালো লাগছে আপু। এটা একদম ভিন্ন রকম এবং ইউনিক একটা কাজ। খুবই সুন্দর হয়েছে এক কথায়।
আমার এই কাজটা আপনি পছন্দ করেছেন শুনে খুবই ভালো লাগলো আপু। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।