জেনারেল রাইটিং ( কর্ম মানুষকে বড় হতে শেখায়)

in আমার বাংলা ব্লগlast year

IMG_20240514_174031_130.jpg

আসসালামু আলাইকুম আমি @jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করা যাক আর কথা না বাড়িয়ে।

বর্তমানে আমাদের বাংলাদেশ বেকারত্বের সংখ্যা অনেক বেশি এটার কারণ হচ্ছে আমরা সকল কর্মকে সমান চোখে দেখি না। সব থেকে কষ্টের বিষয় আমরা কোন কর্মই করি না কর্মকে ছোট হিসেবে ভেবে থাকি অনেক সময়। একজন অশিক্ষিত মানুষ রিকশা চালাতে দ্বিধাবোধ করে না। সমাজের বুকে রিকশাচালকেরও কিন্তু অনেক দরকার আমাদের। আমরা মাস্টার্স পাশ করে অনেকেই ঘরে বসে থাকি রিক্সা চালাতে লজ্জাবোধ করি। এটা কিন্তু আমাদের সমাজ কোনভাবেই বিবেচনা করে না যখনই দেখে মাস্টার্স পাশ একটি ছেলে রিক্সা চালক তখন এই সমাজে অনেক এর মুখে অনেক কথা অনেক চায়ের দোকানে তাকে নিয়ে সমালোচনা হয় কিন্তু ছেলেটি যখন বেকার চলাফেরা করে তখন কিন্তু সমাজের চোখে এটা পড়ে না।

তাই আমাদের কর্মকে বড় মনে করতে হবে বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এই কর্মগুলোকে অনেক জল্লা বোধ মনে করে এবং এই পর্বগুলোর জন্য। তাই আমরা সফলতার জন্য সব কর্মকেই মূল্যায়ন করা দরকার। আমাদের সমাজে যদি রিকশা চালক না থাকতো তাহলে কিন্তু আমরা যাতায়াত করতে অনেক সমস্যা হতো।

বর্তমানে বাংলাদেশে অনেক কৃষক রয়েছে আমিও একজন কৃষক ফ্যামিলির ছেলে অনেকে কৃষকদের দেখলে অনেক ছোট ভাবে কারণ তারা রোদ-বৃষ্টি ভিজে সোনার ফসল ফলায়। একটু ভেবে দেখুন তো এই কৃষক যদি না থাকতো তাহলে আমরা আহর হিসেবে কি খেতাম।

তাই আমাদের সব পেশার মানুষকে সম্মান করা উচিত তাহলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো। আমরা বইয়ের ভাষায় পড়েছি অহংকার পতনের মূল আসলেই সত্য কথা জীবনে অহংকার করলে পতন ঘটবেই তাই আপনি উচ্চ লেভেলের চাকরি করেন নিম্ন লেভেলের আলা ভাইয়ের নিয়ে কোন কথা বলা উচিত নয়। এই ছিল আজ আমার পরিশ্রম সাফল্যের চাবিকাঠি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে কিছু কথা আশা করি ভালো লাগবে।

আমার বাবা অনেক অসুস্থ আমি কৃষক ফ্যামিলির ছেলে লেখাপড়া বিয়ে ফার্স্ট ইয়ার কিন্তু আমি কোন কাজে লজ্জাবোধ করি না আপনারা সবাই আমার মাথায় একটি জিনিস দেখতে পারছেন এটি রৌদ্রে কাজ করার জন্য। মাঠে কাজ করা অবস্থায় আমি একটি সেলফি উঠেছিলাম। এই শিক্ষাটি আমার দাদা দিয়েছিলেন যে কোন কর্মই ছোট নয়। যে কর্ম করতে যাবা সেটা থেকেই তোমার সাফল্য অর্জন করতে হবে তাহলে তুমি সফলতা খুঁজে পাবে।

Sort:  
 last year 

ভাইয়া খুবই সুন্দর একটি পোস্ট লিখে আপনি শেয়ার করেছেন। হ্যাঁ ভাইয়া কাজ মানুষকে বড় করে। তবে কোন কাজের শুরু করে দেখা উচিত নয়। আপনার বাবা অসুস্থ তাই আপনার বাবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

খুব ভালো লাগলো আপনার সুন্দর কথাগুলো। যে যত বেশি পরিশ্রমী তার তত উন্নতি হয়। আপনি কিন্তু অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার অনুভূতি। একদম বাস্তবতাকে কেন্দ্র করে আপনি লিখেছেন আজকের পোস্ট। বেশ ভালো লাগলো

 last year 

অনেক সুন্দর একটা বিষয় আজকে আপনি আমাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করেছেন। আসলে দাদা খুবই সুন্দর ভাবে বলতো কোন কর্মই ছোট না আর এই জন্যই সকল কর্মকে গুরুত্ব দিতে হবে। মাস্টার্স পাস করেছে তাতে কি হয়েছে যে কোন কর্মের মধ্যে ঢুকে যেতে হবে তাহলেই নিজের জন্য ভালো হবে সমাজ কি বলল এটা দেখার মত সময় নেই।

 last year 

ভাইয়া আপনার বাবার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে। আপনার বাবার সুস্থতা কামনা করছি। নিজের সংসারের কাজ করা কখনো লজ্জার কিছু নয়। বরং ভালো কিছুই বয়ে আনে।